
দক্ষিণ আফ্রিকার মাঠে টেস্ট সিরিজ শুরুর আগেই ধাক্কা খায় ভারত। ভারতের অন্যতম সেরা পেসার মোহাম্মদ শামি ছিটকে যান টেস্ট সিরিজ থেকে। এরপর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে তিন দিনেই বিধ্বস্ত হয়েছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতের সামনে চ্যালেঞ্জ এখন সিরিজ বাঁচানোর লড়াই।
সিরিজ বাঁচানোর লড়াইয়ে এবার দ্বিতীয় টেস্টের দলে শামির বদলি ক্রিকেটার নিল ভারত। শামির পরিবর্তে দলে ডাক পেয়েছেন আবেশ খান। ৩ জানুয়ারি কেপটাউনে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-ভারত দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট।
এখনো টেস্ট না খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে এরই মধ্যে ২৭ ম্যাচ খেলেছেন আবেশ। ভারতীয় পেসার নিয়েছেন ২৭ উইকেট। ১৯ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়েছেন ১৮ উইকেট ও ৮ ওয়ানডেতে ৯ উইকেট নিয়েছেন। কদিন আগে শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৪.৮২ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট। যার মধ্যে জোহানেসবার্গে প্রথম ওয়ানডেতে ২৭ রানে ৪ উইকেট নিয়েছেন।
১৯৯২ থেকে দক্ষিণ আফ্রিকার মাঠে টেস্ট খেলছে ভারত। ৩১ বছরের ইতিহাসে অধিনায়ক বদলালেও সিরিজ জেতা হয়নি ভারতের। লোকেশ রাহুলের নেতৃত্বাধীন ভারত এবার সেঞ্চুরিয়নে সুপারস্পোর্ট পার্কে সিরিজের প্রথম টেস্টে হেরেছে ইনিংস ও ৩২ রানে। দক্ষিণ আফ্রিকার মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৪ টেস্ট খেলে ভারত জিতেছে ৪ টেস্ট, হেরেছে ১৭ টেস্ট ও ৩ টেস্ট ড্র হয়েছে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের দ্বিতীয় টেস্টের দল:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, অভিমন্যু ঈশ্বরন, জসপ্রীত বুমরা (সহঅধিনায়ক), প্রসিধ কৃষ্ণা, আবেশ খান, শ্রীকর ভারত (উইকেটরক্ষক)

দক্ষিণ আফ্রিকার মাঠে টেস্ট সিরিজ শুরুর আগেই ধাক্কা খায় ভারত। ভারতের অন্যতম সেরা পেসার মোহাম্মদ শামি ছিটকে যান টেস্ট সিরিজ থেকে। এরপর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে তিন দিনেই বিধ্বস্ত হয়েছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতের সামনে চ্যালেঞ্জ এখন সিরিজ বাঁচানোর লড়াই।
সিরিজ বাঁচানোর লড়াইয়ে এবার দ্বিতীয় টেস্টের দলে শামির বদলি ক্রিকেটার নিল ভারত। শামির পরিবর্তে দলে ডাক পেয়েছেন আবেশ খান। ৩ জানুয়ারি কেপটাউনে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-ভারত দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট।
এখনো টেস্ট না খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে এরই মধ্যে ২৭ ম্যাচ খেলেছেন আবেশ। ভারতীয় পেসার নিয়েছেন ২৭ উইকেট। ১৯ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়েছেন ১৮ উইকেট ও ৮ ওয়ানডেতে ৯ উইকেট নিয়েছেন। কদিন আগে শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৪.৮২ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট। যার মধ্যে জোহানেসবার্গে প্রথম ওয়ানডেতে ২৭ রানে ৪ উইকেট নিয়েছেন।
১৯৯২ থেকে দক্ষিণ আফ্রিকার মাঠে টেস্ট খেলছে ভারত। ৩১ বছরের ইতিহাসে অধিনায়ক বদলালেও সিরিজ জেতা হয়নি ভারতের। লোকেশ রাহুলের নেতৃত্বাধীন ভারত এবার সেঞ্চুরিয়নে সুপারস্পোর্ট পার্কে সিরিজের প্রথম টেস্টে হেরেছে ইনিংস ও ৩২ রানে। দক্ষিণ আফ্রিকার মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৪ টেস্ট খেলে ভারত জিতেছে ৪ টেস্ট, হেরেছে ১৭ টেস্ট ও ৩ টেস্ট ড্র হয়েছে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের দ্বিতীয় টেস্টের দল:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, অভিমন্যু ঈশ্বরন, জসপ্রীত বুমরা (সহঅধিনায়ক), প্রসিধ কৃষ্ণা, আবেশ খান, শ্রীকর ভারত (উইকেটরক্ষক)

নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
১০ মিনিট আগে
আরও একবার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। ফাইনালে গতকাল রাতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় কাতালানরা। শিরোপা জেতায় স্বাভাবিকভাবেই বেজায় খুশি স্প্যানিশ জায়ান্টরা। তবে জয়টি যখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে তখন সেটা হয়ে দাঁড়ায় বিশেষ কিছুই; তেমনটাই মনে করিয়ে দিলেন বার্সার কোচ হান্সি
৪২ মিনিট আগে
চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু টানা দুই হারে কিছুটা বিপর্যস্ত নুরুল হাসান সোহানের দল। নোয়াখালী এক্সপ্রেসের পর গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরেছে তারা। নিজেদের অষ্টম ম্যাচে আজ রংপুরের প্রতিপক্ষ সিলেট টাইটানস। দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে রা
১ ঘণ্টা আগে
২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১৪ ঘণ্টা আগে