
দক্ষিণ আফ্রিকার মাঠে টেস্ট সিরিজ শুরুর আগেই ধাক্কা খায় ভারত। ভারতের অন্যতম সেরা পেসার মোহাম্মদ শামি ছিটকে যান টেস্ট সিরিজ থেকে। এরপর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে তিন দিনেই বিধ্বস্ত হয়েছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতের সামনে চ্যালেঞ্জ এখন সিরিজ বাঁচানোর লড়াই।
সিরিজ বাঁচানোর লড়াইয়ে এবার দ্বিতীয় টেস্টের দলে শামির বদলি ক্রিকেটার নিল ভারত। শামির পরিবর্তে দলে ডাক পেয়েছেন আবেশ খান। ৩ জানুয়ারি কেপটাউনে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-ভারত দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট।
এখনো টেস্ট না খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে এরই মধ্যে ২৭ ম্যাচ খেলেছেন আবেশ। ভারতীয় পেসার নিয়েছেন ২৭ উইকেট। ১৯ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়েছেন ১৮ উইকেট ও ৮ ওয়ানডেতে ৯ উইকেট নিয়েছেন। কদিন আগে শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৪.৮২ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট। যার মধ্যে জোহানেসবার্গে প্রথম ওয়ানডেতে ২৭ রানে ৪ উইকেট নিয়েছেন।
১৯৯২ থেকে দক্ষিণ আফ্রিকার মাঠে টেস্ট খেলছে ভারত। ৩১ বছরের ইতিহাসে অধিনায়ক বদলালেও সিরিজ জেতা হয়নি ভারতের। লোকেশ রাহুলের নেতৃত্বাধীন ভারত এবার সেঞ্চুরিয়নে সুপারস্পোর্ট পার্কে সিরিজের প্রথম টেস্টে হেরেছে ইনিংস ও ৩২ রানে। দক্ষিণ আফ্রিকার মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৪ টেস্ট খেলে ভারত জিতেছে ৪ টেস্ট, হেরেছে ১৭ টেস্ট ও ৩ টেস্ট ড্র হয়েছে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের দ্বিতীয় টেস্টের দল:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, অভিমন্যু ঈশ্বরন, জসপ্রীত বুমরা (সহঅধিনায়ক), প্রসিধ কৃষ্ণা, আবেশ খান, শ্রীকর ভারত (উইকেটরক্ষক)

দক্ষিণ আফ্রিকার মাঠে টেস্ট সিরিজ শুরুর আগেই ধাক্কা খায় ভারত। ভারতের অন্যতম সেরা পেসার মোহাম্মদ শামি ছিটকে যান টেস্ট সিরিজ থেকে। এরপর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে তিন দিনেই বিধ্বস্ত হয়েছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতের সামনে চ্যালেঞ্জ এখন সিরিজ বাঁচানোর লড়াই।
সিরিজ বাঁচানোর লড়াইয়ে এবার দ্বিতীয় টেস্টের দলে শামির বদলি ক্রিকেটার নিল ভারত। শামির পরিবর্তে দলে ডাক পেয়েছেন আবেশ খান। ৩ জানুয়ারি কেপটাউনে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-ভারত দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট।
এখনো টেস্ট না খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে এরই মধ্যে ২৭ ম্যাচ খেলেছেন আবেশ। ভারতীয় পেসার নিয়েছেন ২৭ উইকেট। ১৯ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়েছেন ১৮ উইকেট ও ৮ ওয়ানডেতে ৯ উইকেট নিয়েছেন। কদিন আগে শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৪.৮২ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট। যার মধ্যে জোহানেসবার্গে প্রথম ওয়ানডেতে ২৭ রানে ৪ উইকেট নিয়েছেন।
১৯৯২ থেকে দক্ষিণ আফ্রিকার মাঠে টেস্ট খেলছে ভারত। ৩১ বছরের ইতিহাসে অধিনায়ক বদলালেও সিরিজ জেতা হয়নি ভারতের। লোকেশ রাহুলের নেতৃত্বাধীন ভারত এবার সেঞ্চুরিয়নে সুপারস্পোর্ট পার্কে সিরিজের প্রথম টেস্টে হেরেছে ইনিংস ও ৩২ রানে। দক্ষিণ আফ্রিকার মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৪ টেস্ট খেলে ভারত জিতেছে ৪ টেস্ট, হেরেছে ১৭ টেস্ট ও ৩ টেস্ট ড্র হয়েছে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের দ্বিতীয় টেস্টের দল:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, অভিমন্যু ঈশ্বরন, জসপ্রীত বুমরা (সহঅধিনায়ক), প্রসিধ কৃষ্ণা, আবেশ খান, শ্রীকর ভারত (উইকেটরক্ষক)

অর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ আইপিএলের নিলামে পাখির চোখ করে থাকেন অনেকেই। ক্রিকেটাররা তো বটেই, অনেক ধনকুবেরেরও চোখ থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলামে। এবার প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিলাম পদ্ধতি চালু হতে যাচ্ছে।
৯ মিনিট আগে
উড়তে থাকা বার্সেলোনা অবশেষে থামল। সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা ১১ ম্যাচ জয়ের পর হারল বার্সা। সান সেবাস্তিয়ান মাঠে গত রাতে রিয়াল সোসিয়াদাদের কাছে ২-১ গোলে হেরেছে বার্সা। হারের পর রেফারিকে দায়ী করছেন বার্সা কোচ হ্যানসি ফ্লিক ও মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং।
৩৭ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে পাকিস্তান-অস্ট্রেলিয়া। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চার দিনে তিন টি-টোয়েন্টি খেলবে দুই দল। তবে পাকিস্তান সিরিজে বিশ্বকাপ দলে থাকা একাধিক তারকা ক্রিকেটারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া।
১ ঘণ্টা আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের জয়ের সম্ভাবনা থাকলেও জিততে পারেনি। ১৬ জানুয়ারি হারারে স্পোর্টস ক্লাবে ইংল্যান্ডের দেওয়া ২১১ রানের লক্ষ্যে নেমে ১৭৩ রানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তান। সেদিন ৩৭ রানে হেরে যাওয়া পাকিস্তান আজ টুর্নামেন্টে প্রথম জয়ের খোঁজে নামবে।
২ ঘণ্টা আগে