
বাংলাদেশ ২১ বছর আগের মুলতান দুঃখ ভুলল রাওয়ালপিন্ডিতে। ২০০৩ সালে পাকিস্তান সফরে স্বাগতিকদের বিপক্ষে বিতর্কিতভাবে ১ উইকেটে হেরেছিল বাংলাদেশ। সেই হারের পর কেঁদেছিলেন খালেদ মাহমুদ সুজনরা। পূর্বসূরিদের সেই দুঃখ আজ ভুলিয়ে দিলেন সাকিব আল হাসানরা। বাংলাদেশ প্রথম টেস্ট জয় পেয়েছে পাকিস্তানের বিপক্ষে। সেটিও তাদের মাটিতে, রেকর্ড ১০ উইকেটে। বাংলাদেশের এমন ঐতিহাসিক জয়ে গড়েছে অনেক রেকর্ডও। সেসব দেখে নেওয়া যাক সংখ্যায় সংখ্যায়—
১
প্রতিপক্ষ ইনিংস ঘোষণার পর এবারই প্রথম টেস্ট জিতল বাংলাদেশ। আর ইনিংস ঘোষণার পরও এ নিয়ে চতুর্থবার হারল পাকিস্তান।
৯
এ নিয়ে টেস্ট খেলুড়ে ৯ দলের বিপক্ষে তিন সংস্করণেই জিতল বাংলাদেশ। এই কীর্তি এখনো গড়া হয়নি শুধু ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
১০
পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের জয়ের ব্যবধান। টেস্টে এটিই সর্বোচ্চ উইকেট ব্যবধানে জয় বাংলাদেশের।
১৪
পাকিস্তানের বিপক্ষে ১৪তম টেস্টে এসে প্রথম জয় পেল বাংলাদেশ। প্রথম জয় পেতে বাংলাদেশের এরচেয়ে বেশি অপেক্ষা করতে হয়েছে শুধু নিউজিল্যান্ড (১৬) ও শ্রীলঙ্কার (১৮) বিপক্ষে।
২৩
বাংলাদেশ ২০০১ সালে প্রথম টেস্ট খেলেছিল পাকিস্তানের বিপক্ষে, মুলতানে। আর প্রতিপক্ষের বিপক্ষে প্রথম জয় পেল ২৩ বছর পর, রাওয়ালপিন্ডিতে।
৭০৭
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের উইকেটসংখ্যা। বাঁহাতি স্পিনারদের মধ্যে নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরিকে (৭০৫) ছাড়িয়ে এখন তিনিই ক্রিকেট ইতিহাসের বেশি উইকেটশিকারি।
৫৬৫
প্রথম ইনিংসে বাংলাদেশের রান। এটিই এখন প্রথম ইনিংসে সর্বোচ্চ রান করে জয় বাংলাদেশের।
বিদেশের মাঠে বাংলাদেশের টেস্ট জয়
প্রতিপক্ষ ভেন্যু জয়ের ব্যবধান সাল
পাকিস্তান রাওয়ালপিন্ডি উইকেট ২০২৪
নিউজিল্যান্ড মাউন্ট মঙ্গানুই ৮ উইকেট ২০২২
জিম্বাবুয়ে হারারে ২২০ রান ২০২১
শ্রীলঙ্কা কলম্বো ৪ উইকেট ২০১৭
জিম্বাবুয়ে হারারে ১৪৩ রান ২০১৩
ও. ইন্ডিজ কিংসটাউন ৯৫ রান ২০০৯
ও. ইন্ডিজ গ্রানাডা ৪ উইকেট ২০০৯

বাংলাদেশ ২১ বছর আগের মুলতান দুঃখ ভুলল রাওয়ালপিন্ডিতে। ২০০৩ সালে পাকিস্তান সফরে স্বাগতিকদের বিপক্ষে বিতর্কিতভাবে ১ উইকেটে হেরেছিল বাংলাদেশ। সেই হারের পর কেঁদেছিলেন খালেদ মাহমুদ সুজনরা। পূর্বসূরিদের সেই দুঃখ আজ ভুলিয়ে দিলেন সাকিব আল হাসানরা। বাংলাদেশ প্রথম টেস্ট জয় পেয়েছে পাকিস্তানের বিপক্ষে। সেটিও তাদের মাটিতে, রেকর্ড ১০ উইকেটে। বাংলাদেশের এমন ঐতিহাসিক জয়ে গড়েছে অনেক রেকর্ডও। সেসব দেখে নেওয়া যাক সংখ্যায় সংখ্যায়—
১
প্রতিপক্ষ ইনিংস ঘোষণার পর এবারই প্রথম টেস্ট জিতল বাংলাদেশ। আর ইনিংস ঘোষণার পরও এ নিয়ে চতুর্থবার হারল পাকিস্তান।
৯
এ নিয়ে টেস্ট খেলুড়ে ৯ দলের বিপক্ষে তিন সংস্করণেই জিতল বাংলাদেশ। এই কীর্তি এখনো গড়া হয়নি শুধু ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
১০
পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের জয়ের ব্যবধান। টেস্টে এটিই সর্বোচ্চ উইকেট ব্যবধানে জয় বাংলাদেশের।
১৪
পাকিস্তানের বিপক্ষে ১৪তম টেস্টে এসে প্রথম জয় পেল বাংলাদেশ। প্রথম জয় পেতে বাংলাদেশের এরচেয়ে বেশি অপেক্ষা করতে হয়েছে শুধু নিউজিল্যান্ড (১৬) ও শ্রীলঙ্কার (১৮) বিপক্ষে।
২৩
বাংলাদেশ ২০০১ সালে প্রথম টেস্ট খেলেছিল পাকিস্তানের বিপক্ষে, মুলতানে। আর প্রতিপক্ষের বিপক্ষে প্রথম জয় পেল ২৩ বছর পর, রাওয়ালপিন্ডিতে।
৭০৭
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের উইকেটসংখ্যা। বাঁহাতি স্পিনারদের মধ্যে নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরিকে (৭০৫) ছাড়িয়ে এখন তিনিই ক্রিকেট ইতিহাসের বেশি উইকেটশিকারি।
৫৬৫
প্রথম ইনিংসে বাংলাদেশের রান। এটিই এখন প্রথম ইনিংসে সর্বোচ্চ রান করে জয় বাংলাদেশের।
বিদেশের মাঠে বাংলাদেশের টেস্ট জয়
প্রতিপক্ষ ভেন্যু জয়ের ব্যবধান সাল
পাকিস্তান রাওয়ালপিন্ডি উইকেট ২০২৪
নিউজিল্যান্ড মাউন্ট মঙ্গানুই ৮ উইকেট ২০২২
জিম্বাবুয়ে হারারে ২২০ রান ২০২১
শ্রীলঙ্কা কলম্বো ৪ উইকেট ২০১৭
জিম্বাবুয়ে হারারে ১৪৩ রান ২০১৩
ও. ইন্ডিজ কিংসটাউন ৯৫ রান ২০০৯
ও. ইন্ডিজ গ্রানাডা ৪ উইকেট ২০০৯

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
৩ মিনিট আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
১ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
১ ঘণ্টা আগে