নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের চার দিনের দ্বিতীয় ম্যাচের প্রথম দিনটি খেয়ে ফেলেছিল বৃষ্টি। দ্বিতীয় দিনও ভেসে যায় বৃষ্টিতে। আজ তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে অবশ্য দারুণ করেছে বাংলাদেশ। সাইফ হাসান ও জাকের আলীর সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৪৬ রান তুলেছে সফরকারীরা।
ইসলামাবাদের এই ম্যাচে ১৬৫ বলে ১১১ রান করে সাইফ আউট হয়ে গেলেও ১৩৬ রানে অপরাজিত আছেন জাকের। তাঁর ২৪৪ বলের ইনিংসটিতে আছে ১৪টি চার ও ৪টি ছয়। সাইফের ইনিংসটি ১৩ চার ও ৪টি ছয়ে সাজানো। তার আগে দ্বিতীয় উইকেট হিসেবে ৯ রান করে যখন ফেরেন ওপেনার মোহাম্মদ নাঈম, তখন বাংলাদেশ যুব দলের রান মোটে ১৯। অধিনায়ক-ওপেনার এনামুল হক বিজয়ের ব্যাট থেকে আসে ৭ রান।
এরপর সাইফ ও পরে জাকেরের সেঞ্চুরি অবশ্য আর পেছন ফিরে তাকাতে হয়নি বাংলাদেশে। সাত নম্বরে ব্যাটিংয়ে আসা মাহিদুল ইসলাম অঙ্কন করেন ৩৯ রান। বল হাতে গুলাম মুদাসসর ও মেহরান মুমতাজ নিয়েছেন ২টি করে উইকেট।
এদিকে পাকিস্তানে সফররত ‘এ’ দলের সঙ্গে যোগ দিতে আজ বাংলাদেশ ছেড়েছেন স্পিনার রিশাদ হোসেন ও বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের চার দিনের দ্বিতীয় ম্যাচের প্রথম দিনটি খেয়ে ফেলেছিল বৃষ্টি। দ্বিতীয় দিনও ভেসে যায় বৃষ্টিতে। আজ তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে অবশ্য দারুণ করেছে বাংলাদেশ। সাইফ হাসান ও জাকের আলীর সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৪৬ রান তুলেছে সফরকারীরা।
ইসলামাবাদের এই ম্যাচে ১৬৫ বলে ১১১ রান করে সাইফ আউট হয়ে গেলেও ১৩৬ রানে অপরাজিত আছেন জাকের। তাঁর ২৪৪ বলের ইনিংসটিতে আছে ১৪টি চার ও ৪টি ছয়। সাইফের ইনিংসটি ১৩ চার ও ৪টি ছয়ে সাজানো। তার আগে দ্বিতীয় উইকেট হিসেবে ৯ রান করে যখন ফেরেন ওপেনার মোহাম্মদ নাঈম, তখন বাংলাদেশ যুব দলের রান মোটে ১৯। অধিনায়ক-ওপেনার এনামুল হক বিজয়ের ব্যাট থেকে আসে ৭ রান।
এরপর সাইফ ও পরে জাকেরের সেঞ্চুরি অবশ্য আর পেছন ফিরে তাকাতে হয়নি বাংলাদেশে। সাত নম্বরে ব্যাটিংয়ে আসা মাহিদুল ইসলাম অঙ্কন করেন ৩৯ রান। বল হাতে গুলাম মুদাসসর ও মেহরান মুমতাজ নিয়েছেন ২টি করে উইকেট।
এদিকে পাকিস্তানে সফররত ‘এ’ দলের সঙ্গে যোগ দিতে আজ বাংলাদেশ ছেড়েছেন স্পিনার রিশাদ হোসেন ও বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
১০ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
১০ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
১২ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১৫ ঘণ্টা আগে