
কেন উইলিয়ামসনের নেতৃত্বেই প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিল নিউজিল্যান্ড। এবার উইলিয়ামসন নিজেই ছাড়লেন সাদা পোশাকের অধিনায়কত্ব। সাদা বলের অধিনায়কত্ব চালিয়ে যেতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের এই ব্যাটার।
নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছেন উইলিয়ামসন। কিউই এই ব্যাটার বলেন, ‘অধিনায়কত্ব মাঠ ও মাঠের বাইরে আমার ওয়ার্কলোড অনেক বাড়িয়ে দিয়েছে। আমি মনে করি এটাই (অধিনায়কত্ব) ছাড়ার সঠিক সময়। নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে আলোচনা করে মনে হলো, আগামী দুই বছরে দুই বিশ্বকাপে সাদা বলের অধিনায়কত্ব চালিয়ে যাওয়াই ভালো।’
টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব করাটা উপভোগ করেছেন বলে জানিয়েছেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের এই ব্যাটার বলেন, ‘টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেওয়া সত্যিই সম্মানের। আমার কাছে টেস্ট হচ্ছে ক্রিকেটের চূড়া এবং এই সংস্করণে নেতৃত্ব দেওয়াটা আমি উপভোগ করেছি।’
উইলিয়ামসনের পরিবর্তে টেস্টে নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন টিম সাউদি। সীমিত ওভারের ক্রিকেটে সাউদির অভিজ্ঞতা থাকলেও টেস্টে এই প্রথম নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন এই পেসার। পাকিস্তানের বিপক্ষে ২৬ ডিসেম্বর করাচি টেস্ট দিয়ে সাদা পোশাকে অধিনায়কত্ব শুরু করতে যাচ্ছেন সাউদি। অধিনায়ক হিসেবে ২২ টি-টোয়েন্টিতে ৭.৭৪ ইকোনমিতে ৩৩ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের এই পেসার। ওয়ানডেতে ১ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৭ ওভারে ৫৫ রান দিয়েছিলেন উইকেটশূন্য থেকে।
২০১০ থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন উইলিয়ামসন। অধিনায়ক হিসেবে খেলেছেন ৪০ টেস্ট, ৮৪ ওয়ানডে এবং ৬৯ টি-টোয়েন্টি। আন্তর্জাতিক ক্রিকেটে ১৯৩ ম্যাচে ৪৬.৯২ গড়ে করেছেন ৯০১০ রান, করেছেন ১৮টি সেঞ্চুরি। টেস্টে ১১ সেঞ্চুরিতে ৫৭.৪৩ গড়ে করেছেন ৩৩৩১ রান।

কেন উইলিয়ামসনের নেতৃত্বেই প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিল নিউজিল্যান্ড। এবার উইলিয়ামসন নিজেই ছাড়লেন সাদা পোশাকের অধিনায়কত্ব। সাদা বলের অধিনায়কত্ব চালিয়ে যেতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের এই ব্যাটার।
নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছেন উইলিয়ামসন। কিউই এই ব্যাটার বলেন, ‘অধিনায়কত্ব মাঠ ও মাঠের বাইরে আমার ওয়ার্কলোড অনেক বাড়িয়ে দিয়েছে। আমি মনে করি এটাই (অধিনায়কত্ব) ছাড়ার সঠিক সময়। নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে আলোচনা করে মনে হলো, আগামী দুই বছরে দুই বিশ্বকাপে সাদা বলের অধিনায়কত্ব চালিয়ে যাওয়াই ভালো।’
টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব করাটা উপভোগ করেছেন বলে জানিয়েছেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের এই ব্যাটার বলেন, ‘টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেওয়া সত্যিই সম্মানের। আমার কাছে টেস্ট হচ্ছে ক্রিকেটের চূড়া এবং এই সংস্করণে নেতৃত্ব দেওয়াটা আমি উপভোগ করেছি।’
উইলিয়ামসনের পরিবর্তে টেস্টে নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন টিম সাউদি। সীমিত ওভারের ক্রিকেটে সাউদির অভিজ্ঞতা থাকলেও টেস্টে এই প্রথম নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন এই পেসার। পাকিস্তানের বিপক্ষে ২৬ ডিসেম্বর করাচি টেস্ট দিয়ে সাদা পোশাকে অধিনায়কত্ব শুরু করতে যাচ্ছেন সাউদি। অধিনায়ক হিসেবে ২২ টি-টোয়েন্টিতে ৭.৭৪ ইকোনমিতে ৩৩ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের এই পেসার। ওয়ানডেতে ১ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৭ ওভারে ৫৫ রান দিয়েছিলেন উইকেটশূন্য থেকে।
২০১০ থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন উইলিয়ামসন। অধিনায়ক হিসেবে খেলেছেন ৪০ টেস্ট, ৮৪ ওয়ানডে এবং ৬৯ টি-টোয়েন্টি। আন্তর্জাতিক ক্রিকেটে ১৯৩ ম্যাচে ৪৬.৯২ গড়ে করেছেন ৯০১০ রান, করেছেন ১৮টি সেঞ্চুরি। টেস্টে ১১ সেঞ্চুরিতে ৫৭.৪৩ গড়ে করেছেন ৩৩৩১ রান।

শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
৩৪ মিনিট আগে
ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের আজকের এই অবস্থানের পেছনে যে কয়েকজনের অবদান আছে তাঁদের মধ্যে শাপুর জাদরান অন্যতম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাবেক এই বাঁ হাতি পেসার। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জাদরানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত কর
১ ঘণ্টা আগে
ক্রিকেটের হালহকিকত যাঁরা জানেন, তাঁদের কাছে বৈভব সূর্যবংশী নামটাও অজানা নয়। তাঁর বয়স সবে ১৪; মুখাবয়বে এখনো শৈশবের ছোঁয়া। কিন্তু এই বয়সেই ক্রিকেটের এই বিস্ময় বালক ব্যাট হাতে আগুনের হলকা তুলছেন। যুব ক্রিকেট তো বটেই, তাঁর ব্যাটিং দক্ষতা আইপিএলের কল্যাণেও ক্রিকেটপ্রেমীদের জানা। সেই সূর্যবংশীদের বিপক্ষে
২ ঘণ্টা আগে
গৃহবিবাদ কেটেছে। কিন্তু আন্তর্জাতিকভাবে যে জট লেগে আছে, তা কাটবে কি? এটাই এখন প্রশ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা না খেলার ইস্যুর সমাধান এখনো হয়নি; অথচ সময় আর বেশি বাকি নেই।
২ ঘণ্টা আগে