ক্রীড়া ডেস্ক

পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা নতুন কিছু নয়। এখনো অন্তর্বর্তী কোচ হিসেবেই দায়িত্ব পালন করে যাচ্ছেন আকিব জাভেদ। এবার তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন পাকিস্তানের সাবেক কোচ জেসন গিলেস্পি। শুধু তা-ই নয়, আকিব তাঁর কাছে ভাঁড়ের মতন।
গত বছরের এপ্রিলে পাকিস্তানে লাল বলের কোচ হন গিলেস্পি। একইসঙ্গে সাদা বলের দায়িত্ব দেওয়া হয় গ্যারি কারস্টেনকে। কিন্তু বছর শেষ হওয়ার আগেই পদত্যাগ করে চমকে দেন তাঁরা। তখন ব্যক্তিগত কারণ উল্লেক করলেও পদত্যাগের পেছনে আকিবের হাত ছিল বলে মনে করেন গিলেস্পি।
ঘরের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবি উপহার দেয় পাকিস্তান। চ্যাম্পিয়ন তকমা নিয়ে মাঠে নামলেও ৩ ম্যাচে দুই হারে আসর থেকে বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই। এমন ব্যর্থতার পর আকিবের বরখাস্ত হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে নিউজিল্যান্ড সফরের জন্যও তাঁকে বহাল রেখেছে পিসিবি।
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণার সময় আকিব বলেন, ‘গত আড়াই বছরে আমরা ১৬ কোচ ও ২৬ নির্বাচক বদলেছি। বিশ্বের যেকোনো দলের সঙ্গে এমনটা করলে, তাদের পারফরম্যান্সও একই হবে।’
আকিবের মুখে এমন কথা শুনে বেশ অবাকই হয়েছেন গিলেস্পি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার বলেন, ‘এটা হাস্যকর। তিন ফরম্যাটের কোচ হতে আকিব পর্দার পেছনে থেকে গ্যারি ও আমার ক্ষতি করে যাচ্ছিল। সে একটা ভাঁড়।’
পাকিস্তানের টেস্ট কোচ হিসেবে দুই বছরের চুক্তি করেছিলেন গিলেস্পি। কিন্তু বোর্ডের নানান কাণ্ডে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এক পর্যায়ে তাঁকে সরিয়ে দেওয়া হয় নির্বাচক প্যানেল থেকে। কারস্টেন চলে যাওয়ার পর অস্ট্রেলিয়া সফরে সাদা বলের দায়িত্বও সামলান তিনি। ওই সিরিজের পরই পদত্যাগ করেন ৪৯ বছর বয়সী এই কোচ। তাঁর উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয় আকিবকে।

পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা নতুন কিছু নয়। এখনো অন্তর্বর্তী কোচ হিসেবেই দায়িত্ব পালন করে যাচ্ছেন আকিব জাভেদ। এবার তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন পাকিস্তানের সাবেক কোচ জেসন গিলেস্পি। শুধু তা-ই নয়, আকিব তাঁর কাছে ভাঁড়ের মতন।
গত বছরের এপ্রিলে পাকিস্তানে লাল বলের কোচ হন গিলেস্পি। একইসঙ্গে সাদা বলের দায়িত্ব দেওয়া হয় গ্যারি কারস্টেনকে। কিন্তু বছর শেষ হওয়ার আগেই পদত্যাগ করে চমকে দেন তাঁরা। তখন ব্যক্তিগত কারণ উল্লেক করলেও পদত্যাগের পেছনে আকিবের হাত ছিল বলে মনে করেন গিলেস্পি।
ঘরের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবি উপহার দেয় পাকিস্তান। চ্যাম্পিয়ন তকমা নিয়ে মাঠে নামলেও ৩ ম্যাচে দুই হারে আসর থেকে বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই। এমন ব্যর্থতার পর আকিবের বরখাস্ত হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে নিউজিল্যান্ড সফরের জন্যও তাঁকে বহাল রেখেছে পিসিবি।
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণার সময় আকিব বলেন, ‘গত আড়াই বছরে আমরা ১৬ কোচ ও ২৬ নির্বাচক বদলেছি। বিশ্বের যেকোনো দলের সঙ্গে এমনটা করলে, তাদের পারফরম্যান্সও একই হবে।’
আকিবের মুখে এমন কথা শুনে বেশ অবাকই হয়েছেন গিলেস্পি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার বলেন, ‘এটা হাস্যকর। তিন ফরম্যাটের কোচ হতে আকিব পর্দার পেছনে থেকে গ্যারি ও আমার ক্ষতি করে যাচ্ছিল। সে একটা ভাঁড়।’
পাকিস্তানের টেস্ট কোচ হিসেবে দুই বছরের চুক্তি করেছিলেন গিলেস্পি। কিন্তু বোর্ডের নানান কাণ্ডে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এক পর্যায়ে তাঁকে সরিয়ে দেওয়া হয় নির্বাচক প্যানেল থেকে। কারস্টেন চলে যাওয়ার পর অস্ট্রেলিয়া সফরে সাদা বলের দায়িত্বও সামলান তিনি। ওই সিরিজের পরই পদত্যাগ করেন ৪৯ বছর বয়সী এই কোচ। তাঁর উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয় আকিবকে।

শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৪৪ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
১ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
২ ঘণ্টা আগে
দারুণ ছুটছিলেন কিলিয়ান এমবাপ্পে। একের পর এক গোল করে রেকর্ড গড়ে যাচ্ছিলেন ফরাসি ফরোয়ার্ড। তাঁর এই সুসময়ে বাদ সাধল হাঁটুর চোট। এমবাপ্পের চোটে বড় দুশিন্তায় পড়ল রিয়াল মাদ্রিদ।
৪ ঘণ্টা আগে