ক্রীড়া ডেস্ক

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া সীমিত ওভারের ক্রিকেটে এখন হচ্ছে অহরহ। করাচিতে আজ পাকিস্তান-নিউজিল্যান্ড চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচেও ঘটেছে একই ঘটনা। টস জিতে ফিল্ডিং নেওয়ার সময় পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান জানিয়েছিলেন, শিশির পড়বে বিধায় পরে ব্যাটিং করাটা সহজ বলে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে রোহিত শর্মা যখন সংবাদ সম্মেলন করছেন, পাকিস্তান তখন করাচিতে নিউজিল্যান্ডের দেওয়া ৩২১ রানের পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে ব্যস্ত। রোহিতের এই সংবাদ সম্মেলনের ঠিক ২৪ ঘণ্টা আগে দুবাইয়ে হয়েছে বৃষ্টি। সংবাদ সম্মেলনে রোহিত যে পরিমাণ কাশি দিয়েছেন, তাতে দুবাইয়ের আবহাওয়ার অবস্থা নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া গেছে। এমন আবহাওয়ার কারণে শিশির নিয়ে ভারতীয় অধিনায়কের কাছে সংবাদ সম্মেলনে প্রশ্ন এসেছে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, দুবাইয়ে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দুবাইয়ের আবহাওয়া যেমনই হোক, সেটা নিয়ে তেমন একটা ভাবছেন না রোহিত। ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমি শিশির নিয়ে তেমন নিশ্চিত না। এটা আমাদের জন্য ভীষণ অপ্রত্যাশিত। আমরা এটা নিয়ে খুব একটা আসলেই ভাবছি না। যদি মেঘলা আবহাওয়ায় খেলা হয়, আমাদের ব্যাটারদের সেই সামর্থ্য আছে।’
দুবাইয়ে আগামীকাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করবে ভারত। এই মাঠে এখন পর্যন্ত ৬ ওয়ানডে খেলে ভারত জিতেছে ৫ ম্যাচ এবং বাকি ১ ওয়ানডে টাই হয়েছে। দুবাইয়ে সবশেষ ভারত ওয়ানডে খেলেছে ২০১৮ সালের এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে। শেষ বলে নিষ্পত্তি হওয়া ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছিল রোহিতের নেতৃত্বাধীন ভারত। এবার তাঁর নেতৃত্বেই ভারত খেলবে একই প্রতিপক্ষের বিপক্ষে। ভারতীয় অধিনায়ক জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে পূর্ব অভিজ্ঞতা কাজে লাগাতে চান। রোহিত বলেন, ‘পিচ দ্রুত মূল্যায়ন করাটাই গুরুত্বপূর্ণ। আমরা এখানে আগে যথেষ্ট ক্রিকেট খেলেছি। দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে ও পরিস্থিতি বুঝে সহজাত খেলাটা খেলতে হবে।’
বরুণ চক্রবর্তী, কুলদ্বীপ যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর—ভারতের ১৫ সদস্যের চ্যাম্পিয়নস ট্রফির দলে আছেন এই পাঁচ স্পিনার। এত স্পিনার কেন, সেটা নিয়ে কদিন আগে প্রশ্ন তুলেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। দুবাইয়ে আজ সংবাদ সম্মেলনেও রোহিতের কাছে পাঁচ স্পিনারের প্রশ্ন এলে কৌশলে উত্তর দিয়েছেন রোহিত। ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমাদের দুই স্পিনার ও তিন অলরাউন্ডার আছে। আমি তাদের পাঁচ স্পিনার মনে করছি না। জাদেজা, অক্ষর, ওয়াশিংটন আমাদের ব্যাটিংয়ের গভীরতা বাড়াচ্ছে।’

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া সীমিত ওভারের ক্রিকেটে এখন হচ্ছে অহরহ। করাচিতে আজ পাকিস্তান-নিউজিল্যান্ড চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচেও ঘটেছে একই ঘটনা। টস জিতে ফিল্ডিং নেওয়ার সময় পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান জানিয়েছিলেন, শিশির পড়বে বিধায় পরে ব্যাটিং করাটা সহজ বলে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে রোহিত শর্মা যখন সংবাদ সম্মেলন করছেন, পাকিস্তান তখন করাচিতে নিউজিল্যান্ডের দেওয়া ৩২১ রানের পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে ব্যস্ত। রোহিতের এই সংবাদ সম্মেলনের ঠিক ২৪ ঘণ্টা আগে দুবাইয়ে হয়েছে বৃষ্টি। সংবাদ সম্মেলনে রোহিত যে পরিমাণ কাশি দিয়েছেন, তাতে দুবাইয়ের আবহাওয়ার অবস্থা নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া গেছে। এমন আবহাওয়ার কারণে শিশির নিয়ে ভারতীয় অধিনায়কের কাছে সংবাদ সম্মেলনে প্রশ্ন এসেছে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, দুবাইয়ে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দুবাইয়ের আবহাওয়া যেমনই হোক, সেটা নিয়ে তেমন একটা ভাবছেন না রোহিত। ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমি শিশির নিয়ে তেমন নিশ্চিত না। এটা আমাদের জন্য ভীষণ অপ্রত্যাশিত। আমরা এটা নিয়ে খুব একটা আসলেই ভাবছি না। যদি মেঘলা আবহাওয়ায় খেলা হয়, আমাদের ব্যাটারদের সেই সামর্থ্য আছে।’
দুবাইয়ে আগামীকাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করবে ভারত। এই মাঠে এখন পর্যন্ত ৬ ওয়ানডে খেলে ভারত জিতেছে ৫ ম্যাচ এবং বাকি ১ ওয়ানডে টাই হয়েছে। দুবাইয়ে সবশেষ ভারত ওয়ানডে খেলেছে ২০১৮ সালের এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে। শেষ বলে নিষ্পত্তি হওয়া ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছিল রোহিতের নেতৃত্বাধীন ভারত। এবার তাঁর নেতৃত্বেই ভারত খেলবে একই প্রতিপক্ষের বিপক্ষে। ভারতীয় অধিনায়ক জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে পূর্ব অভিজ্ঞতা কাজে লাগাতে চান। রোহিত বলেন, ‘পিচ দ্রুত মূল্যায়ন করাটাই গুরুত্বপূর্ণ। আমরা এখানে আগে যথেষ্ট ক্রিকেট খেলেছি। দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে ও পরিস্থিতি বুঝে সহজাত খেলাটা খেলতে হবে।’
বরুণ চক্রবর্তী, কুলদ্বীপ যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর—ভারতের ১৫ সদস্যের চ্যাম্পিয়নস ট্রফির দলে আছেন এই পাঁচ স্পিনার। এত স্পিনার কেন, সেটা নিয়ে কদিন আগে প্রশ্ন তুলেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। দুবাইয়ে আজ সংবাদ সম্মেলনেও রোহিতের কাছে পাঁচ স্পিনারের প্রশ্ন এলে কৌশলে উত্তর দিয়েছেন রোহিত। ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমাদের দুই স্পিনার ও তিন অলরাউন্ডার আছে। আমি তাদের পাঁচ স্পিনার মনে করছি না। জাদেজা, অক্ষর, ওয়াশিংটন আমাদের ব্যাটিংয়ের গভীরতা বাড়াচ্ছে।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৫ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৬ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৬ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৮ ঘণ্টা আগে