ক্রীড়া ডেস্ক
ফেব্রুয়ারি ও মার্চে হবে দুটি আইপিএল। এক বছরে দুই আইপিএলের কথা নিশ্চয়ই চমকে দেওয়ার মতো। ব্যাপারটি আসলে সেরকম নয়। আইপিএল দুটির একটি ছেলেদের। অপরটি মেয়েদের। দুটি টুর্নামেন্টের দিনক্ষণ জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ওমেনস প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) শুরু হবে ৭ ফেব্রুয়ারি। মেয়েদের আইপিএল নামে পরিচিত এই টুর্নামেন্টে খেলবে পাঁচ দল। টুর্নামেন্টের ফাইনাল হবে ২ মার্চ। অন্যদিকে ছেলেদের আইপিএল শুরু হওয়ার কথা ছিল ১৪ মার্চ। সেটা এক সপ্তাহ পিছিয়ে শুরু হবে ২১ মার্চ। ২৫ মে হবে ফাইনাল। উদ্বোধনী ম্যাচ, ফাইনাল দুটিই হবে কলকাতার ইডেন গার্ডেনসে। বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায় গত রাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকইনফো।
বর্তমান চ্যাম্পিয়নদের মাঠে পরবর্তী আসরের উদ্বোধনী ম্যাচ হওয়া আইপিএলে এক রকম রীতি হয়ে গেছে। এবারও তেমনটাই হচ্ছে। কলকাতা যেহেতু ২০২৪ আইপিএল জিতেছে, সেকারণে এবার ইডেনে হবে উদ্বোধনী ম্যাচ। টুর্নামেন্টের প্রথম ম্যাচ, ফাইনালের মতো দ্বিতীয় কোয়ালিফায়ারও হবে কলকাতায়। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে হবে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর।
১৯ ফেব্রুয়ারি হাইব্রিড মডেলে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। ৯ মার্চ হবে ফাইনাল। সূচি অনুযায়ী ভারত উঠলে ফাইনাল হবে দুবাইয়ে। তা না হলে লাহোরেই হবে শিরোপানির্ধারণী ম্যাচ। চ্যাম্পিয়নস ট্রফি শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে আইপিএল শুরু হলে তাড়াহুড়ো করা হতো বলে মনে করছে আইপিএল পরিচালনা পরিষদ। এ কারণেই টুর্নামেন্ট এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। গত তিন বছরের মতো এবারের আইপিএলেও ৭৪ ম্যাচ হবে। এ মাসের শেষে টুর্নামেন্টের চূড়ান্ত সূচি ঘোষণা করা হতে পারে বলে ক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে।
মেয়েদের আইপিএল বলে পরিচিত ডব্লুপিএলে এবার সংক্ষিপ্ত তালিকায় আছে চার ভেন্যু।মুম্বাই, বেঙ্গালুরু, লক্ষ্ণৌ, বরোদা-এই চার ভেন্যুতে হতে পারে ২০২৫ ডব্লুপিএল। এই নিয়ে তৃতীয়বারের মতো হতে যাচ্ছে ডব্লুপিএল। এর আগে ২০২৩ ও ২০২৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টুর্নামেন্টের প্রথম দুই মৌসুমেই রানার্সআপ হয়েছিল দিল্লি ক্যাপিটালস।
ফেব্রুয়ারি ও মার্চে হবে দুটি আইপিএল। এক বছরে দুই আইপিএলের কথা নিশ্চয়ই চমকে দেওয়ার মতো। ব্যাপারটি আসলে সেরকম নয়। আইপিএল দুটির একটি ছেলেদের। অপরটি মেয়েদের। দুটি টুর্নামেন্টের দিনক্ষণ জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ওমেনস প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) শুরু হবে ৭ ফেব্রুয়ারি। মেয়েদের আইপিএল নামে পরিচিত এই টুর্নামেন্টে খেলবে পাঁচ দল। টুর্নামেন্টের ফাইনাল হবে ২ মার্চ। অন্যদিকে ছেলেদের আইপিএল শুরু হওয়ার কথা ছিল ১৪ মার্চ। সেটা এক সপ্তাহ পিছিয়ে শুরু হবে ২১ মার্চ। ২৫ মে হবে ফাইনাল। উদ্বোধনী ম্যাচ, ফাইনাল দুটিই হবে কলকাতার ইডেন গার্ডেনসে। বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায় গত রাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকইনফো।
বর্তমান চ্যাম্পিয়নদের মাঠে পরবর্তী আসরের উদ্বোধনী ম্যাচ হওয়া আইপিএলে এক রকম রীতি হয়ে গেছে। এবারও তেমনটাই হচ্ছে। কলকাতা যেহেতু ২০২৪ আইপিএল জিতেছে, সেকারণে এবার ইডেনে হবে উদ্বোধনী ম্যাচ। টুর্নামেন্টের প্রথম ম্যাচ, ফাইনালের মতো দ্বিতীয় কোয়ালিফায়ারও হবে কলকাতায়। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে হবে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর।
১৯ ফেব্রুয়ারি হাইব্রিড মডেলে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। ৯ মার্চ হবে ফাইনাল। সূচি অনুযায়ী ভারত উঠলে ফাইনাল হবে দুবাইয়ে। তা না হলে লাহোরেই হবে শিরোপানির্ধারণী ম্যাচ। চ্যাম্পিয়নস ট্রফি শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে আইপিএল শুরু হলে তাড়াহুড়ো করা হতো বলে মনে করছে আইপিএল পরিচালনা পরিষদ। এ কারণেই টুর্নামেন্ট এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। গত তিন বছরের মতো এবারের আইপিএলেও ৭৪ ম্যাচ হবে। এ মাসের শেষে টুর্নামেন্টের চূড়ান্ত সূচি ঘোষণা করা হতে পারে বলে ক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে।
মেয়েদের আইপিএল বলে পরিচিত ডব্লুপিএলে এবার সংক্ষিপ্ত তালিকায় আছে চার ভেন্যু।মুম্বাই, বেঙ্গালুরু, লক্ষ্ণৌ, বরোদা-এই চার ভেন্যুতে হতে পারে ২০২৫ ডব্লুপিএল। এই নিয়ে তৃতীয়বারের মতো হতে যাচ্ছে ডব্লুপিএল। এর আগে ২০২৩ ও ২০২৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টুর্নামেন্টের প্রথম দুই মৌসুমেই রানার্সআপ হয়েছিল দিল্লি ক্যাপিটালস।
ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকলেও জাসপ্রিত বুমরাহ ফিটনেস নিয়ে রয়েছে শঙ্কা। গত জানুয়ারিতে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্ট খেলার সময় পিঠে চোট পান ডানহাতি এই পেসার। তাই তাঁর ফিটনেস নিয়ে ভারতকে চিন্তিত থাকতে বললেন পাকিস্তানের কোচ আকিব জাভেদ।
১ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারি কাল ছিল লালে লাল! প্রায় ২৫ হাজার দর্শকের ৮৫ শতাংশই ফরচুন বরিশালের লাল জার্সি পরে আসা সমর্থক। বরিশালের কোনো কোনো দর্শক ফাইনাল দেখতে রেপ্লিকা লঞ্চও সঙ্গে নিয়ে এসেছেন। তাঁরা গতবারের মতো এবারও লঞ্চে করে বিপিএলের সোনালি শিরোপাটা নিয়ে যেতে চেয়েছেন। তা পেরেছেনও, চিটাগং
১ ঘণ্টা আগেটসভাগ্য পক্ষে যায়নি। সে নিয়ে আর আক্ষেপও হয়তো করছে চিটাগং কিংস। কেননা পারভেজ হোসেন ইমন, খাজা নাফে ও গ্রাহাম ক্লার্কের ঝোড়ো ব্যাটিংয়ে বিপিএল ফাইনালে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে তারা। ৩ উইকেটের বিনিময়ে ফরচুন বরিশালকে ছুড়ে দিয়েছে ১৯৫ রানের লক্ষ্য।
৪ ঘণ্টা আগেটি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর সীমিত ওভারের দল থেকে বাদ পড়েন ফখর জামান। অবশ্য আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির দলে ঠিকই তাকে ফিরিয়েছে পাকিস্তান। তবে এর আগে ফখরের বাদ পড়ার পেছনে নানান কারণ খুঁজতে থাকেন অনেকেই।
৪ ঘণ্টা আগে