
২০২৫ আইপিএলের মেগা নিলাম থেকে মোস্তাফিজুর রহমানকে নেয়নি কোনো দল। প্রথমবারে সুযোগ না হলেও একেবারে শেষ অংশে ডাক পেয়েছেন তিনি। বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। শেষটা করেছেন মনে রাখার মতো।
জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে গত রাতে পাঞ্জাব কিংসের বিপক্ষে আগুন ঝরানো বোলিং করেছেন মোস্তাফিজ। ৪ ওভারে ৩৩ রানে নিয়েছেন ৩ উইকেট। প্রিয়াংশ আর্য্য, শশাঙ্ক সিং, মার্কো ইয়ানসেন—পাঞ্জাবের এই তিন ব্যাটারকে ফিরিয়েছেন মোস্তাফিজ। তিন বারই ক্যাচ ধরেছেন উইকেটরক্ষক ত্রিস্তান স্টাবস। যে তিন ব্যাটারকে মোস্তাফিজ ফিরিয়েছেন, তাঁরা টি-টোয়েন্টিতে বেশ ভয়ংকর হয়ে উঠতে পারেন। দিল্লি ক্যাপিটালস আজ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজের একটি ছবি পোস্ট করেছে। ছবিতে তাঁর বাঁহাতে বল দেখা যাচ্ছে ও তার হাত আগুনের লাভায় ঝলসে উঠছে। ক্যাপশন দিয়েছে, ‘ফিজ গত রাতে এমন ব্যস্ত ছিলেন।’
আইপিএলে গত রাতের ম্যাচটি ছিল দিল্লির জন্য শেষ ম্যাচ। আর দল আগেভাগেই প্লে অফের দৌড় থেকে ছিটকে যাওয়ায় মোস্তাফিজেরও আইপিএল শেষ হয়ে গেছে। এবার তাঁর গন্তব্য পাকিস্তান। সূত্রে জানা গেছে, মোস্তাফিজ দিল্লি থেকে আজ রাতে লাহোরের উদ্দেশ্যে রওনা দেবেন। লাহোরে ২৮ মে, ৩০ মে ও ১ জুন হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিন টি-টোয়েন্টি।
স্থগিত আইপিএল পুনরায় শুরুর পর ব্যক্তিগত কারণে জেক ফ্রেজার ম্যাগার্ক না ফেরায় দিল্লি নিয়েছে মোস্তাফিজকে। ৩ ম্যাচে মোস্তাফিজ ৭.৯০ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। আর গত রাতে দিল্লি ৬ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংসকে। জয়ের ম্যাচেই সাকিব আল হাসানের রেকর্ড ভেঙেছেন মোস্তাফিজ। বাংলাদেশিদের মধ্যে আইপিএলে সর্বোচ্চ ৬৫ উইকেট মোস্তাফিজের। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তিনি খেলেছেন ৬০ ম্যাচ। সাকিব আইপিএলে ৭১ ম্যাচে ৭.৪৩ ইকোনমিতে নিয়েছেন ৬৩ উইকেট।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৮ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১২ ঘণ্টা আগে