Ajker Patrika

পোলার্ডের সঙ্গে ডেভিডের তুলনার ব্যাপারে কী বললেন রোহিত 

পোলার্ডের সঙ্গে ডেভিডের তুলনার ব্যাপারে কী বললেন রোহিত 

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আক্রমণাত্মক ব্যাটিং করে বেশ নজর কেড়েছেন টিম ডেভিড। শেষের দিকে ঝোড়ো ব্যাটিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে জিতিয়েছেন বেশ কিছু ম্যাচ। ডেভিডের ঝোড়ো ব্যাটিংয়ে যেন অনেকেই খুঁজে পাচ্ছেন কাইরন পোলার্ডকে।

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে গতকাল আইপিএলের হাজারতম ম্যাচে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস-মুম্বাই ইন্ডিয়ান্স। ২১৩ এর লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে এক পর্যায়ে মুম্বাইয়ের স্কোর দাঁড়ায় ১৫.৪ ওভারে ৪ উইকেটে ১৫২ রান। শেষ ২৬ বলে যখন ৬১ রান দরকার, তখন ব্যাটিংয়ে আসেন টিম ডেভিড। ১৪ বলে ২ চার ও ৫ ছক্কায় ঝোড়ো ইনিংস খেলে মুম্বাইকে ৩ বল আগে ৬ উইকেটের জয় এনে দেন। যেখানে জেসন হোল্ডারকে টানা তিন ছক্কা মেরে মুম্বাইকে জিতিয়ে মাঠ ছাড়েন ডেভিড। ডেভিডের মতো কাইরন পোলার্ডও বিগত মৌসুমগুলোতে ঝোড়ো ব্যাটিং করে মুম্বাইকে অনেক ম্যাচ জিতিয়েছেন। ডেভিড-পোলার্ডের তুলনা প্রসঙ্গে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত শর্মা বলেন, ‘এখনো অনেক পথ বাকি। পোলার্ড অনেক ম্যাচ আমাদের এভাবে জিতিয়েছে। তবে টিমেরও অনেক শক্তি ও সামর্থ্য রয়েছে। এমন ব্যাটিংই বোলারদের চিন্তায় ফেলে দেয়।’

রাজস্থানের দেওয়া ২১৩ রান তাড়া করে ওয়াংখেড়েতে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড নিজেদের করে নেয় মুম্বাই। বড় রান তাড়া প্রসঙ্গে রোহিত বলেন, ‘যেভাবে আমরা রান তাড়া করেছি, তাতে খুবই ভালো লাগছে। এখানে আমরা এর আগের ম্যাচেও এমন লক্ষ্যে কাছাকাছি এসেছিলাম। আমাদের সামর্থ্য রয়েছে এবং নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত