নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পূর্ব গ্যালারিতে স্বাগতিক দর্শকের ভিড়েও আলাদা করে চেনা যাচ্ছিল তাঁকে। গায়ে দক্ষিণ আফ্রিকার জার্সি। মাথায় প্রোটিয়া টেস্ট ক্যাপ। হাতে দক্ষিণ আফ্রিকার পতাকা। থেকে থেকেই নাড়ছিলেন সেই পতাকা।
প্রেসবক্স থেকে পরিষ্কার দেখা যাচ্ছিল ম্যানুয়াল স্কোরবোর্ডের নিচে বসে থাকা সেই দর্শককে। কাছে গিয়ে জানলাম, তাঁর নাম জোনাথন নলস। বর্তমানে লন্ডনের বাসিন্দা। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। কাজের ব্যস্ততা ফেলে জোনাথন ছুটে এসেছেন ঢাকায়, মিরপুর টেস্ট দেখতে।
ক্রিকেট, বিশেষ করে টেস্টের প্রতি আলাদা টান তাঁর। সেই টানেই সময় পেলে চলে আসেন মাঠে। যেমন এসেছেন এবার। অবশ্য কর্মস্থলে ফিরে যাওয়ার তাড়া থাকায় মিরপুর টেস্ট দেখেই ফিরে যাবেন লন্ডনে। চট্টগ্রামে যাবেন না।
কেমন লাগছে বাংলাদেশ? জোনাথনের উত্তর, ‘বাংলাদেশে এসে দারুণ লাগছে। গ্যালারির দর্শকেরা দারুণ। যদিও আমি বাংলা বুঝি না, তবে আশপাশের কিছু ছাত্র আমাকে ইংরেজিতে অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে। আমার সঙ্গে কথা বলার চেষ্টা করছে। মুহূর্তগুলো বেশ উপভোগ করছি।’
জোনাথনের পরনে যে সাদা টেস্ট জার্সি, সেটি একটি বিশেষ স্মারক। জার্সির গল্পটা তাঁর কাছ থেকেই শোনা যাক, ‘এটা আমাকে এইডেন মার্করাম দিয়েছেন। তিনি আমার প্রিয় খেলোয়াড়দের একজন এবং এই টেস্টে তিনি অধিনায়কত্ব করছেন।’ মাথার টেস্ট ক্যাপটি যদিও অনলাইনে কেনা, কিন্তু জার্সির এই বিশেষ উপহার নিয়ে তাঁর মুখে গর্বের হাসি।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে জোনাথনের প্রিয় সাকিব আল হাসান আর তামিম ইকবাল। তাঁদের অনেক খেলা তিনি দেখেছেন। দুই তারকা ক্রিকেটারকে মিরপুর টেস্টে না দেখতে পেয়ে খানিকটা হতাশও। ‘তাঁরা অসাধারণ ক্রিকেটার, তাঁদের না দেখে অবাক হয়েছি। তবে সব সময় বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি আমার সম্মান রয়েছে’—বলছিলেন জোনাথন।

পূর্ব গ্যালারিতে স্বাগতিক দর্শকের ভিড়েও আলাদা করে চেনা যাচ্ছিল তাঁকে। গায়ে দক্ষিণ আফ্রিকার জার্সি। মাথায় প্রোটিয়া টেস্ট ক্যাপ। হাতে দক্ষিণ আফ্রিকার পতাকা। থেকে থেকেই নাড়ছিলেন সেই পতাকা।
প্রেসবক্স থেকে পরিষ্কার দেখা যাচ্ছিল ম্যানুয়াল স্কোরবোর্ডের নিচে বসে থাকা সেই দর্শককে। কাছে গিয়ে জানলাম, তাঁর নাম জোনাথন নলস। বর্তমানে লন্ডনের বাসিন্দা। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। কাজের ব্যস্ততা ফেলে জোনাথন ছুটে এসেছেন ঢাকায়, মিরপুর টেস্ট দেখতে।
ক্রিকেট, বিশেষ করে টেস্টের প্রতি আলাদা টান তাঁর। সেই টানেই সময় পেলে চলে আসেন মাঠে। যেমন এসেছেন এবার। অবশ্য কর্মস্থলে ফিরে যাওয়ার তাড়া থাকায় মিরপুর টেস্ট দেখেই ফিরে যাবেন লন্ডনে। চট্টগ্রামে যাবেন না।
কেমন লাগছে বাংলাদেশ? জোনাথনের উত্তর, ‘বাংলাদেশে এসে দারুণ লাগছে। গ্যালারির দর্শকেরা দারুণ। যদিও আমি বাংলা বুঝি না, তবে আশপাশের কিছু ছাত্র আমাকে ইংরেজিতে অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে। আমার সঙ্গে কথা বলার চেষ্টা করছে। মুহূর্তগুলো বেশ উপভোগ করছি।’
জোনাথনের পরনে যে সাদা টেস্ট জার্সি, সেটি একটি বিশেষ স্মারক। জার্সির গল্পটা তাঁর কাছ থেকেই শোনা যাক, ‘এটা আমাকে এইডেন মার্করাম দিয়েছেন। তিনি আমার প্রিয় খেলোয়াড়দের একজন এবং এই টেস্টে তিনি অধিনায়কত্ব করছেন।’ মাথার টেস্ট ক্যাপটি যদিও অনলাইনে কেনা, কিন্তু জার্সির এই বিশেষ উপহার নিয়ে তাঁর মুখে গর্বের হাসি।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে জোনাথনের প্রিয় সাকিব আল হাসান আর তামিম ইকবাল। তাঁদের অনেক খেলা তিনি দেখেছেন। দুই তারকা ক্রিকেটারকে মিরপুর টেস্টে না দেখতে পেয়ে খানিকটা হতাশও। ‘তাঁরা অসাধারণ ক্রিকেটার, তাঁদের না দেখে অবাক হয়েছি। তবে সব সময় বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি আমার সম্মান রয়েছে’—বলছিলেন জোনাথন।

ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না—গতকাল এমন বিতর্কিত মন্তব্যের পর তোপের মুখে পড়েন পরিচালক এম নাজমুল ইসলাম। তাঁর পদত্যাগের দাবিতে আজ মেহেদী হাসান মিরাজ-মোহাম্মদ মিঠুনরা খেলা বয়কট করেছেন।
২ ঘণ্টা আগে
দিনের প্রথম ম্যাচের মতো আজ বিপিএলের দ্বিতীয় ম্যাচও মাঠে গড়ানোর কোনো ইঙ্গিত নেই। সন্ধ্যা ৬টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও টসের সময় (সাড়ে ৫টা) ইতোমধ্যেই পেরিয়েছে। দুই দলের কেউই এখনো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসে পৌঁছায়নি।
২ ঘণ্টা আগে
এম নাজমুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) থাকলে মাঠে ফিরবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। বনানীর শেরাটন হোটেলে ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াবের সভাপতি মিঠুন সংবাদ সম্মেলন শেষে এমনটা জানানোর অল্প কিছুক্ষণ পরেই তাঁকে অব্যহতি দিয়েছে বিসিবি। তবে তাঁকে পরিচালক পদ থেকে সরানোর সুযো
২ ঘণ্টা আগে
বিতর্কিত পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানসহ সব কর্মকাণ্ড থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। আজ অনলাইনে এক জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবির এক সূত্র।
৩ ঘণ্টা আগে