
জয়ে দিয়ে এশিয়ান গেমসের শেষটা করতে চেয়েছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ সাইফুল বারী টিটু। কিন্তু তাঁর সেই চাওয়া পূরণ হয়নি। আজ ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে নেপালের সঙ্গে ১–১ গোলে ড্র করেছে তাঁর দল।
এতে কোনো জয় ছাড়াই দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশ নারী দলকে। নেপালকে হারিয়েই সর্বশেষ সাফে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তাই শেষ ম্যাচে হিমালয়ের কন্যাকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ায় জয়ের আশা করেছিলেন কোচ। তাঁর চাওয়াটা প্রায় পূরণই করেছিলেন সাবিনা খাতুন–মারিয়া মান্ডারা। কিন্তু শেষ মুহূর্তে গোল খেয়ে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হলো।
চীনের ওয়েনজুর অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। বিরতিতে যাওয়ার ঠিক এক মিনিট আগে দলকে লিড এনে দেন সাবিনা। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোল করেন বাংলাদেশের অধিনায়ক। তাঁর গোল করা লিডেই যখন জয় উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ। ঠিক তখনই রেখা পাউডেলের এক হেড বাংলাদেশের মেয়েদের হৃদয় চুরমার করে দেয়। নেপালের বিপক্ষে সর্বশেষ ঘরের মাঠেও দুই ম্যাচে জয় পায়নি বাংলাদেশ। কমলাপুরে প্রথমটি গোলশুন্য ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে আজকের মতো এগিয়ে গিয়েও শেষে ১–১ গোলে ড্রয়ের আক্ষেপে পুড়তে হয়েছিল বাংলাদেশকে।
সাবিত্রী ভান্ডারির সহায়তায় আজ যখন রেখা গোল শোধ দিলেন তখন ম্যাচের মাত্র ৭ মিনিট বাকি ছিল। এই সময়টুকু কোনো গোল হজম না করলেই এবারের এশিয়ান গেমসে প্রথম জয় পেতে বাংলাদেশ। সেই সঙ্গে জয়ের স্মৃতি নিয়ে ফিরতে পারত দেশে। কিন্তু ১–১ গোলে ড্র হওয়ায় জয় ছাড়াই দেশে আসতে হচ্ছে বাংলাদেশের মেয়েদের। উল্টো ৩ ম্যাচ ২ হার ও ১ ড্রয়ে ১ পয়েন্টে গ্রুপের তলানিতে বাংলাদেশ। নেপালের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানের কারণে তারা তিনে।
এশিয়ান গেমসে বাংলাদেশের শুরুটা হয়েছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জাপানের বিপক্ষে ৮–০ গোলের বিশাল ব্যবধানে হেরে। পরের ম্যাচেও বাংলাদেশ হারে। এবার ভিয়েতনামের কাছে ৬–১ গোলে। শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ড্র হওয়ায় জয়ের আক্ষেপ থেকেই গেল বাংলাদেশের।

জয়ে দিয়ে এশিয়ান গেমসের শেষটা করতে চেয়েছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ সাইফুল বারী টিটু। কিন্তু তাঁর সেই চাওয়া পূরণ হয়নি। আজ ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে নেপালের সঙ্গে ১–১ গোলে ড্র করেছে তাঁর দল।
এতে কোনো জয় ছাড়াই দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশ নারী দলকে। নেপালকে হারিয়েই সর্বশেষ সাফে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তাই শেষ ম্যাচে হিমালয়ের কন্যাকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ায় জয়ের আশা করেছিলেন কোচ। তাঁর চাওয়াটা প্রায় পূরণই করেছিলেন সাবিনা খাতুন–মারিয়া মান্ডারা। কিন্তু শেষ মুহূর্তে গোল খেয়ে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হলো।
চীনের ওয়েনজুর অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। বিরতিতে যাওয়ার ঠিক এক মিনিট আগে দলকে লিড এনে দেন সাবিনা। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোল করেন বাংলাদেশের অধিনায়ক। তাঁর গোল করা লিডেই যখন জয় উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ। ঠিক তখনই রেখা পাউডেলের এক হেড বাংলাদেশের মেয়েদের হৃদয় চুরমার করে দেয়। নেপালের বিপক্ষে সর্বশেষ ঘরের মাঠেও দুই ম্যাচে জয় পায়নি বাংলাদেশ। কমলাপুরে প্রথমটি গোলশুন্য ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে আজকের মতো এগিয়ে গিয়েও শেষে ১–১ গোলে ড্রয়ের আক্ষেপে পুড়তে হয়েছিল বাংলাদেশকে।
সাবিত্রী ভান্ডারির সহায়তায় আজ যখন রেখা গোল শোধ দিলেন তখন ম্যাচের মাত্র ৭ মিনিট বাকি ছিল। এই সময়টুকু কোনো গোল হজম না করলেই এবারের এশিয়ান গেমসে প্রথম জয় পেতে বাংলাদেশ। সেই সঙ্গে জয়ের স্মৃতি নিয়ে ফিরতে পারত দেশে। কিন্তু ১–১ গোলে ড্র হওয়ায় জয় ছাড়াই দেশে আসতে হচ্ছে বাংলাদেশের মেয়েদের। উল্টো ৩ ম্যাচ ২ হার ও ১ ড্রয়ে ১ পয়েন্টে গ্রুপের তলানিতে বাংলাদেশ। নেপালের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানের কারণে তারা তিনে।
এশিয়ান গেমসে বাংলাদেশের শুরুটা হয়েছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জাপানের বিপক্ষে ৮–০ গোলের বিশাল ব্যবধানে হেরে। পরের ম্যাচেও বাংলাদেশ হারে। এবার ভিয়েতনামের কাছে ৬–১ গোলে। শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ড্র হওয়ায় জয়ের আক্ষেপ থেকেই গেল বাংলাদেশের।

দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
১৪ মিনিট আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৪ ঘণ্টা আগে