Ajker Patrika

করোনা পজিটিভ হলেন জাম্পা

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৬: ০১
করোনা পজিটিভ হলেন জাম্পা

পার্থে আজ শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে অস্ট্রেলিয়া। তার আগে এক দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া। করোনা পজিটিভ হয়েছেন অ্যাডাম জাম্পা। 

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের এক মুখপাত্র জাম্পার করোনা পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেছেন। যদিও জানা গেছে জাম্পার করোনা উপসর্গ মৃদু। তার পরও অস্ট্রেলিয়ার এই লেগ স্পিনারের খেলা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। 

অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নিয়ম অনুযায়ী, করোনা পজিটিভ হলেও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা যাবে, যেখানে রোববার হোবার্টে শ্রীলঙ্কার বিপক্ষে করোনা আক্রান্ত হয়েও খেলেছিলেন আয়ারল্যান্ডের অলরাউন্ডার জর্জ ডকরেল।, যিনি করোনায় আক্রান্ত হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা প্রথম ক্রিকেটার। হয়তো আজ পার্থে জাম্পাকে একাদশে দেখাও যেতে পারে। 

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৯ রানে হেরেছিল অস্ট্রেলিয়া। এই ম্যাচে ৪ ওভার বোলিং করে ৩৯ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭০ ম্যাচে নিয়েছেন ৭৮ উইকেট। বোলিং গড় ২২.৩০ এবং ইকোনমি ৬.৯৯। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত