
ব্যাট হাতে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনার। দলের জন্য অবদান রেখে অনেক স্মরণীয় ইনিংস খেলেছেন তামিম ইকবাল। ২২ গজের মতো ধারাভাষ্য কক্ষে দুর্দান্ত এই বাঁহাতি ব্যাটার। মাঠের অভিজ্ঞতা মাইক্রোফোন হাতে সাবলীলভাবে তুলে ধরার অসাধারণ দক্ষতা রয়েছে তাঁর।
দেশের ধারাভাষ্য কক্ষে ইতিমধ্যে অভিষেক হয়ে গেছে তামিমের। এবার দেশের বাইরেও সেই অপেক্ষা পুরোতে যাচ্ছে। সম্প্রচার কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ভারত-বাংলাদেশ সিরিজে মাইক্রোফোন হাতে দেখা মিলবে তামিমের। দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি—দুটি সিরিজে ধারাভাষ্য দেবেন বাংলাদেশ-ভারতের পাঁচজন।
বাংলাদেশের তামিমের সঙ্গে থাকবেন স্বনামধন্য আতহার আলী খান। ভারতের থাকবেন হার্শা ভোগলে, দীপ দাশগুপ্ত ও মুরালি কার্তিক। বিপিএল ও নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে ধারাভাষ্য দিয়েছিলেন তামিম। ২০২২ সালের বিপিএলে প্রথমবারের মতো ধারাভাষ্যে এসেছিলেন তামিম।
আন্তর্জাতিক ধারাভাষ্যে তামিমের অভিষেক হয়েছে গত বছরের ডিসেম্বরে। মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টে দারুণ বিশ্লেষণ করে প্রশংসাও কুড়িয়েছেন জাতীয় দলের এই বাঁহাতি ওপেনার। ফিটনেস ইস্যু ও টিম ম্যানেজমেন্টর সঙ্গে কিছু জটিলতায় আপাতত মাঠের বাইরে রয়েছেন তিনি। দলে না থাকলেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ধারাভাষ্য কক্ষে।
দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামীকাল ভারত সফরে যাবে নাজমুল হোসেন শান্তর দল। ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হবে বাংলাদেশ-ভারতের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে আগামী ৬, ৯ ও ১২ অক্টোবর।
জাতীয় দলের হয়ে তামিম ইকবাল সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে। সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০২০ সালে।

ব্যাট হাতে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনার। দলের জন্য অবদান রেখে অনেক স্মরণীয় ইনিংস খেলেছেন তামিম ইকবাল। ২২ গজের মতো ধারাভাষ্য কক্ষে দুর্দান্ত এই বাঁহাতি ব্যাটার। মাঠের অভিজ্ঞতা মাইক্রোফোন হাতে সাবলীলভাবে তুলে ধরার অসাধারণ দক্ষতা রয়েছে তাঁর।
দেশের ধারাভাষ্য কক্ষে ইতিমধ্যে অভিষেক হয়ে গেছে তামিমের। এবার দেশের বাইরেও সেই অপেক্ষা পুরোতে যাচ্ছে। সম্প্রচার কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ভারত-বাংলাদেশ সিরিজে মাইক্রোফোন হাতে দেখা মিলবে তামিমের। দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি—দুটি সিরিজে ধারাভাষ্য দেবেন বাংলাদেশ-ভারতের পাঁচজন।
বাংলাদেশের তামিমের সঙ্গে থাকবেন স্বনামধন্য আতহার আলী খান। ভারতের থাকবেন হার্শা ভোগলে, দীপ দাশগুপ্ত ও মুরালি কার্তিক। বিপিএল ও নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে ধারাভাষ্য দিয়েছিলেন তামিম। ২০২২ সালের বিপিএলে প্রথমবারের মতো ধারাভাষ্যে এসেছিলেন তামিম।
আন্তর্জাতিক ধারাভাষ্যে তামিমের অভিষেক হয়েছে গত বছরের ডিসেম্বরে। মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টে দারুণ বিশ্লেষণ করে প্রশংসাও কুড়িয়েছেন জাতীয় দলের এই বাঁহাতি ওপেনার। ফিটনেস ইস্যু ও টিম ম্যানেজমেন্টর সঙ্গে কিছু জটিলতায় আপাতত মাঠের বাইরে রয়েছেন তিনি। দলে না থাকলেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ধারাভাষ্য কক্ষে।
দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামীকাল ভারত সফরে যাবে নাজমুল হোসেন শান্তর দল। ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হবে বাংলাদেশ-ভারতের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে আগামী ৬, ৯ ও ১২ অক্টোবর।
জাতীয় দলের হয়ে তামিম ইকবাল সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে। সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০২০ সালে।

মোস্তাফিজুর রহমান ইস্যুতে তোপের মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইপিএল থেকে নাম ছাঁটাইয়ের পর বিসিসিআইকে যে যেভাবে পারছেন, ধুয়ে দিচ্ছেন। মাশরাফি বিন মর্তুজার যে ‘চিহ্ন’টুকু আইপিএলে রয়েছে, সেটাও বেশি দিন টিকবে বলে মনে করছেন না পাকিস্তানের বাঁহাতি পেসার জুনায়েদ খান।
৩৩ মিনিট আগে
মাইকেল নেসেরের বল সোজা চালালেন জো রুট। দুই রান নেওয়ার পর হেলমেট ও ব্যাটটা শূন্যে প্রসারিত করলেন রুট। হেলমেটে দিলেন চুমু। সেঞ্চুরির পর হরহামেশা রুট এমনটা করলেও আজকের উপলক্ষ যে আলাদা। তিন অঙ্ক ছুঁয়ে আজ তিনি অস্ট্রেলিয়ান কিংবদন্তির রেকর্ডে ভাগ বসালেন রুট।
১ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়ার বিষয়টি এখন শুধুই আর দুই ক্রিকেট বোর্ডের মধ্যে সীমাবদ্ধ নেই। বল গড়িয়েছে রাষ্ট্রের কোর্টে। বাংলাদেশ সরকারের অন্তত তিনজন উপদেষ্টা এ বিষয়ে গত দুই দিনে এ নিয়ে কথা বলেছেন। ক্রীড়া উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল আইসিসিকে পরিষ্কার জানিয়ে দিয়ে
৯ ঘণ্টা আগে
ঘটনার সূত্রপাত ম্যাচের ২১ মিনিটে। মনিকা চাকমাকে পেছন থেকে ফেলে দেন সাবিত্রি ত্রিপুরা। রেফারি অবশ্য ফাউলের বাঁশি বাজাননি। তবে ক্ষিপ্ত হয়ে ওঠেন মনিকা।
১২ ঘণ্টা আগে