ক্রীড়া ডেস্ক

জসপ্রীত বুমরা ফিরবেন কবে—গত কয়েক মাস ধরে এমন প্রশ্ন আসছে বারবার। কারণ, জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের পর থেকে বুমরা না থাকলেও ভারতীয় ক্রিকেট দল ব্যস্ত সময় পার করেছে। এরই মধ্যে শুরু হয়ে গেছে ১৮তম আইপিএল।
২০২৫ আইপিএলে পুরোটা সময় যে বুমরা খেলতে পারবেন না, সেটা নিশ্চিত হওয়া গিয়েছিল টুর্নামেন্ট শুরুর আগেই। কবে মুম্বাই ইন্ডিয়ান্স তাঁকে পাবে, সেটাই এখন শুধু জানার অপেক্ষা। ক্রিকইনফোর আজকের এক প্রতিবেদনে জানা গেছে, বুমরা আজ রাতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ তো মিস করবেনই। এমনকি ৭ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে বুমরার খেলা নিয়েও রয়েছে শঙ্কা। ক্রিকইনফো জানতে পেরেছে, পিঠের চোটে ভুগতে থাকা বুমরার পুনর্বাসনপ্রক্রিয়ার কাজ চলছে জানুয়ারি থেকে। বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অব এক্সিলেন্সে বোলিং ওয়ার্কলোড নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে দারুণ কাজ করছেন। ফিটনেস টেস্টের শেষ পর্যায়ে আছেন তিনি।
বিসিসিআইয়ের মেডিকেল টিম থেকে পুরো ছাড়পত্র পেলেই বুমরা মুম্বাইয়ে যোগ দেবেন ও আইপিএলে খেলবেন। ভারতীয় এই পেসার নিজেকে নিয়ে খুবই সতর্ক এবং মাঠে ফেরার আগ পর্যন্ত পুরোপুরি ফিট থাকাটা নিশ্চিত করতে চাইছেন। ইংল্যান্ডের বিপক্ষে জুনে হতে যাওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের কথাও বিবেচনায় রয়েছে। ২০ জুন লিডসে শুরু হচ্ছে ইংল্যান্ড-ভারত সিরিজের প্রথম টেস্ট। এজবাস্টন, লর্ডস, ওল্ড ট্রাফোর্ড, লন্ডনের ওভালে হবে সিরিজের শেষ চার টেস্ট। পঞ্চম টেস্ট শুরু হবে ৩১ জুলাই।
এবারের আইপিএলে এখন পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স তিন ম্যাচ খেলেছে। ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ছয়ে রয়েছে হার্দিক পান্ডিয়ার মুম্বাই। তাদের নেট রানরেট +০.৩০৯। সত্যনারায়ণ রাজু, ভিগনেশ পুথুর, অশ্বনি কুমার—মুম্বাইয়ের তিন ক্রিকেটারের এবারের আইপিএলেই অভিষেক হয়েছে। বুমরার অনুপস্থিতিতে অশ্বনি, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, পান্ডিয়াকে নিয়ে পেস আক্রমণ সাজাতে হচ্ছে মুম্বাইকে। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে শুরু হবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ। ৭ এপ্রিল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুম্বাই খেলবে আরসিবির বিপক্ষে।
এ বছরের ৪ জানুয়ারি বোর্ডার-গাভাস্কার ট্রফির পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে পিঠের চোটে পড়েন বুমরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে আর বোলিং করতে পারেননি তিনি। তিন দিনে শেষ হওয়া সেই টেস্টে অস্ট্রেলিয়া জিতেছিল ৬ উইকেটে। এরপর ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ফিটনেস সাপেক্ষে রাখা হয়েছিল বুমরাকে। তবে সেই সিরিজে একটা ম্যাচও খেলতে পারেননি তিনি। এই তারকা পেসারকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গিয়েছিল ভারত। তবে বুমরার অভাব তারা টুর্নামেন্টে অনুভব করেনি। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত জিতেছিল আইসিসির এই ইভেন্ট।

জসপ্রীত বুমরা ফিরবেন কবে—গত কয়েক মাস ধরে এমন প্রশ্ন আসছে বারবার। কারণ, জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের পর থেকে বুমরা না থাকলেও ভারতীয় ক্রিকেট দল ব্যস্ত সময় পার করেছে। এরই মধ্যে শুরু হয়ে গেছে ১৮তম আইপিএল।
২০২৫ আইপিএলে পুরোটা সময় যে বুমরা খেলতে পারবেন না, সেটা নিশ্চিত হওয়া গিয়েছিল টুর্নামেন্ট শুরুর আগেই। কবে মুম্বাই ইন্ডিয়ান্স তাঁকে পাবে, সেটাই এখন শুধু জানার অপেক্ষা। ক্রিকইনফোর আজকের এক প্রতিবেদনে জানা গেছে, বুমরা আজ রাতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ তো মিস করবেনই। এমনকি ৭ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে বুমরার খেলা নিয়েও রয়েছে শঙ্কা। ক্রিকইনফো জানতে পেরেছে, পিঠের চোটে ভুগতে থাকা বুমরার পুনর্বাসনপ্রক্রিয়ার কাজ চলছে জানুয়ারি থেকে। বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অব এক্সিলেন্সে বোলিং ওয়ার্কলোড নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে দারুণ কাজ করছেন। ফিটনেস টেস্টের শেষ পর্যায়ে আছেন তিনি।
বিসিসিআইয়ের মেডিকেল টিম থেকে পুরো ছাড়পত্র পেলেই বুমরা মুম্বাইয়ে যোগ দেবেন ও আইপিএলে খেলবেন। ভারতীয় এই পেসার নিজেকে নিয়ে খুবই সতর্ক এবং মাঠে ফেরার আগ পর্যন্ত পুরোপুরি ফিট থাকাটা নিশ্চিত করতে চাইছেন। ইংল্যান্ডের বিপক্ষে জুনে হতে যাওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের কথাও বিবেচনায় রয়েছে। ২০ জুন লিডসে শুরু হচ্ছে ইংল্যান্ড-ভারত সিরিজের প্রথম টেস্ট। এজবাস্টন, লর্ডস, ওল্ড ট্রাফোর্ড, লন্ডনের ওভালে হবে সিরিজের শেষ চার টেস্ট। পঞ্চম টেস্ট শুরু হবে ৩১ জুলাই।
এবারের আইপিএলে এখন পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স তিন ম্যাচ খেলেছে। ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ছয়ে রয়েছে হার্দিক পান্ডিয়ার মুম্বাই। তাদের নেট রানরেট +০.৩০৯। সত্যনারায়ণ রাজু, ভিগনেশ পুথুর, অশ্বনি কুমার—মুম্বাইয়ের তিন ক্রিকেটারের এবারের আইপিএলেই অভিষেক হয়েছে। বুমরার অনুপস্থিতিতে অশ্বনি, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, পান্ডিয়াকে নিয়ে পেস আক্রমণ সাজাতে হচ্ছে মুম্বাইকে। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে শুরু হবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ। ৭ এপ্রিল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুম্বাই খেলবে আরসিবির বিপক্ষে।
এ বছরের ৪ জানুয়ারি বোর্ডার-গাভাস্কার ট্রফির পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে পিঠের চোটে পড়েন বুমরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে আর বোলিং করতে পারেননি তিনি। তিন দিনে শেষ হওয়া সেই টেস্টে অস্ট্রেলিয়া জিতেছিল ৬ উইকেটে। এরপর ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ফিটনেস সাপেক্ষে রাখা হয়েছিল বুমরাকে। তবে সেই সিরিজে একটা ম্যাচও খেলতে পারেননি তিনি। এই তারকা পেসারকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গিয়েছিল ভারত। তবে বুমরার অভাব তারা টুর্নামেন্টে অনুভব করেনি। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত জিতেছিল আইসিসির এই ইভেন্ট।

বিপিএলের চলতি পর্বে রংপুর রাইডার্সের হয়ে ওপেনিংয়ে নেমে ধারাবাহিকভাবে রান করছেন তাওহীদ হৃদয়। তবে টি–টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে দিয়ে ওপেনিং করানোর পরিকল্পনা নেই বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাসের। সবকিছু ঠিক থাকলে মিডল অর্ডারেই নামতে হবে হৃদয়কে।
৩৭ মিনিট আগে
হাসান মাহমুদকে স্কয়ার লেগে বলটা ঠেলে তাওহীদ হৃদয় ২ রান নিতেই রংপুর রাইডার্সের ডাগআউট থেকে ভেসে আসে করতালির শব্দ। সেঞ্চুরি ছোঁয়ার পর হৃদয় হেলমেট খুলে উঁচিয়ে ধরলেন তাঁর ব্যাট। তিন অঙ্ক ছুঁয়ে মিরপুর শেরেবাংলার পিচে সিজদা দিয়েছেন ২৫ বছর বয়সী এই ওপেনার।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর তিন সপ্তাহও বাকি নেই। তবে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো দূর হয়নি। চলমান সংকটের মাঝেই এবার আইসিসির চিন্তা বাড়িয়ে দিল পাকিস্তান। বাংলাদেশের সমস্যার সমাধান করতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে তারা। এমনটাই জানিয়েছে পাকিস্তানের
৪ ঘণ্টা আগে
৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে চলছে নানা রকম জটিলতা। ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা না পাওয়ার ব্যাপারেও চলছে নানারকম কথাবার্তা।
৫ ঘণ্টা আগে