নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে তো বটেই, এখন সাকিব আল হাসানকে আদর্শ মানেন দেশের বাইরের অনেকেই। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে আদর্শ মানেন তাঁর সতীর্থ মোহাম্মদ সাইফউদ্দিনও। সাকিবের প্রতি ভালো লাগাটা এমনই, অনূর্ধ্ব–১৯ পর্যায় পর্যন্ত গায়ে চড়াতেন বিখ্যাত হয়ে যাওয়া ৭৫ নম্বর জার্সি। সেই সাকিবের উপহার হিসেবে দেওয়া দুটি ব্যাট দিয়ে জিম্বাবুয়েতে ব্যাটিং করা হচ্ছে না এই অলরাউন্ডারের।
জিম্বাবুয়ে সফরের আগে সাকিবের কাছ থেকে পাওয়া নিজের প্রিয় ব্যাট দুটি সংস্কারের জন্য ফেনী থেকে এস এ পরিবহনের মাধ্যমে রাজশাহীতে পাঠিয়েছিলেন সাইফউদ্দিন। কিন্তু তাঁর কাছে যখন ব্যাট দুটি ফেরত আসে, দেখেন দুটি ব্যাটই ভাঙা! ১ জুলাই ফেসবুকে সেই ভাঙা ব্যাটের ছবি দিয়ে নিজের মন খারাপের কথা জানিয়েছিলেন সাইফউদ্দিন।
সেদিন সাইফউদ্দিন ফেসবুকে লিখেছিলেন, ‘জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে দুটি ব্যাট পাঠিয়েছিলাম ফেনী এস এ পরিবহন থেকে রাজশাহীতে। কিন্তু মেরামতের পরিবর্তে ব্যাটের অবস্থা। এর দায় নিতে নারাজ ফেনী এস এ পরিবহন। মনটা এ জন্যই বেশি খারাপ। কারণ, ব্যাটটা আমি সাকিব ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম কিছুদিন আগে।’
সাইফউদ্দিনের এমন অভিযোগের পর ফেসবুকে অনেকেই এস এ পরিবহনের দায়িত্বহীনতা নিয়ে সমালোচনা করেন। এরপর নড়েচড়ে বসে কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানটিও।
যেহেতু জিম্বাবুয়ে সফরে যাওয়ার সময় হয়ে আসছে, ব্যাটের সংকট কিংবা গুরুতর সমস্যায় পড়ে যাননি তো সাইফউদ্দিন? কাল তিনি আজকের পত্রিকাকে বললেন, ‘ওরা (এস এ পরিবহন) ক্ষতিপূরণ দিয়েছে।’ এস এ পরিবহন ক্ষতিপূরণ দিলেও সাইফউদ্দিনের মনটা সহজেই ভালো হচ্ছে না। মোবাইল ফোনে আফসোসভরা কণ্ঠে বাংলাদেশ পেস বোলিং অলরাউন্ডার তাই বলছিলেন, ‘কী আর করা! সাকিব ভাইয়ের দেওয়া ব্যাট দুটো দিয়ে আর জিম্বাবুয়ে সফরে ব্যাটিং করা হবে না। এখন যেগুলো আছে, সেগুলো নিয়ে সফরটা সারতে হবে।’
'প্রিয়' ব্যাট না হলেই যে ম্যাচে ব্যাট কথা বলবে না, তা তো নয়! তবে সবার মতো খেলোয়াড়দেরও কিছু সংস্কার থাকে। থাকে একান্ত কিছু স্বচ্ছন্দের বিষয়ও। সাইফউদ্দিনের হয়তো খারাপ লাগছে এসব কারণেই।

দেশে তো বটেই, এখন সাকিব আল হাসানকে আদর্শ মানেন দেশের বাইরের অনেকেই। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে আদর্শ মানেন তাঁর সতীর্থ মোহাম্মদ সাইফউদ্দিনও। সাকিবের প্রতি ভালো লাগাটা এমনই, অনূর্ধ্ব–১৯ পর্যায় পর্যন্ত গায়ে চড়াতেন বিখ্যাত হয়ে যাওয়া ৭৫ নম্বর জার্সি। সেই সাকিবের উপহার হিসেবে দেওয়া দুটি ব্যাট দিয়ে জিম্বাবুয়েতে ব্যাটিং করা হচ্ছে না এই অলরাউন্ডারের।
জিম্বাবুয়ে সফরের আগে সাকিবের কাছ থেকে পাওয়া নিজের প্রিয় ব্যাট দুটি সংস্কারের জন্য ফেনী থেকে এস এ পরিবহনের মাধ্যমে রাজশাহীতে পাঠিয়েছিলেন সাইফউদ্দিন। কিন্তু তাঁর কাছে যখন ব্যাট দুটি ফেরত আসে, দেখেন দুটি ব্যাটই ভাঙা! ১ জুলাই ফেসবুকে সেই ভাঙা ব্যাটের ছবি দিয়ে নিজের মন খারাপের কথা জানিয়েছিলেন সাইফউদ্দিন।
সেদিন সাইফউদ্দিন ফেসবুকে লিখেছিলেন, ‘জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে দুটি ব্যাট পাঠিয়েছিলাম ফেনী এস এ পরিবহন থেকে রাজশাহীতে। কিন্তু মেরামতের পরিবর্তে ব্যাটের অবস্থা। এর দায় নিতে নারাজ ফেনী এস এ পরিবহন। মনটা এ জন্যই বেশি খারাপ। কারণ, ব্যাটটা আমি সাকিব ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম কিছুদিন আগে।’
সাইফউদ্দিনের এমন অভিযোগের পর ফেসবুকে অনেকেই এস এ পরিবহনের দায়িত্বহীনতা নিয়ে সমালোচনা করেন। এরপর নড়েচড়ে বসে কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানটিও।
যেহেতু জিম্বাবুয়ে সফরে যাওয়ার সময় হয়ে আসছে, ব্যাটের সংকট কিংবা গুরুতর সমস্যায় পড়ে যাননি তো সাইফউদ্দিন? কাল তিনি আজকের পত্রিকাকে বললেন, ‘ওরা (এস এ পরিবহন) ক্ষতিপূরণ দিয়েছে।’ এস এ পরিবহন ক্ষতিপূরণ দিলেও সাইফউদ্দিনের মনটা সহজেই ভালো হচ্ছে না। মোবাইল ফোনে আফসোসভরা কণ্ঠে বাংলাদেশ পেস বোলিং অলরাউন্ডার তাই বলছিলেন, ‘কী আর করা! সাকিব ভাইয়ের দেওয়া ব্যাট দুটো দিয়ে আর জিম্বাবুয়ে সফরে ব্যাটিং করা হবে না। এখন যেগুলো আছে, সেগুলো নিয়ে সফরটা সারতে হবে।’
'প্রিয়' ব্যাট না হলেই যে ম্যাচে ব্যাট কথা বলবে না, তা তো নয়! তবে সবার মতো খেলোয়াড়দেরও কিছু সংস্কার থাকে। থাকে একান্ত কিছু স্বচ্ছন্দের বিষয়ও। সাইফউদ্দিনের হয়তো খারাপ লাগছে এসব কারণেই।

রিয়াল মাদ্রিদে কেন টিকতে পারলেন না জাভি আলোনসো। রিয়ালের ‘ঘরের ছেলে’ জাবি আলোনসো কোচ হিসেবে যদি টিকতে না পারেন, তাহলে বাইরে থেকে আসা কোচ কীভাবে কাজ করবেন বার্নাব্যুতে!
২২ মিনিট আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১২ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১৩ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১৩ ঘণ্টা আগে