দেশে তো বটেই, এখন সাকিব আল হাসানকে আদর্শ মানেন দেশের বাইরের অনেকেই। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে আদর্শ মানেন তাঁর সতীর্থ মোহাম্মদ সাইফউদ্দিনও। সাকিবের প্রতি ভালো লাগাটা এমনই, অনূর্ধ্ব–১৯ পর্যায় পর্যন্ত গায়ে চড়াতেন বিখ্যাত হয়ে যাওয়া ৭৫ নম্বর জার্সি। সেই সাকিবের উপহার হিসেবে দেওয়া দুটি ব্যাট দিয়ে জিম্বাবুয়েতে ব্যাটিং করা হচ্ছে না এই অলরাউন্ডারের।
জিম্বাবুয়ে সফরের আগে সাকিবের কাছ থেকে পাওয়া নিজের প্রিয় ব্যাট দুটি সংস্কারের জন্য ফেনী থেকে এস এ পরিবহনের মাধ্যমে রাজশাহীতে পাঠিয়েছিলেন সাইফউদ্দিন। কিন্তু তাঁর কাছে যখন ব্যাট দুটি ফেরত আসে, দেখেন দুটি ব্যাটই ভাঙা! ১ জুলাই ফেসবুকে সেই ভাঙা ব্যাটের ছবি দিয়ে নিজের মন খারাপের কথা জানিয়েছিলেন সাইফউদ্দিন।
সেদিন সাইফউদ্দিন ফেসবুকে লিখেছিলেন, ‘জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে দুটি ব্যাট পাঠিয়েছিলাম ফেনী এস এ পরিবহন থেকে রাজশাহীতে। কিন্তু মেরামতের পরিবর্তে ব্যাটের অবস্থা। এর দায় নিতে নারাজ ফেনী এস এ পরিবহন। মনটা এ জন্যই বেশি খারাপ। কারণ, ব্যাটটা আমি সাকিব ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম কিছুদিন আগে।’
সাইফউদ্দিনের এমন অভিযোগের পর ফেসবুকে অনেকেই এস এ পরিবহনের দায়িত্বহীনতা নিয়ে সমালোচনা করেন। এরপর নড়েচড়ে বসে কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানটিও।
যেহেতু জিম্বাবুয়ে সফরে যাওয়ার সময় হয়ে আসছে, ব্যাটের সংকট কিংবা গুরুতর সমস্যায় পড়ে যাননি তো সাইফউদ্দিন? কাল তিনি আজকের পত্রিকাকে বললেন, ‘ওরা (এস এ পরিবহন) ক্ষতিপূরণ দিয়েছে।’ এস এ পরিবহন ক্ষতিপূরণ দিলেও সাইফউদ্দিনের মনটা সহজেই ভালো হচ্ছে না। মোবাইল ফোনে আফসোসভরা কণ্ঠে বাংলাদেশ পেস বোলিং অলরাউন্ডার তাই বলছিলেন, ‘কী আর করা! সাকিব ভাইয়ের দেওয়া ব্যাট দুটো দিয়ে আর জিম্বাবুয়ে সফরে ব্যাটিং করা হবে না। এখন যেগুলো আছে, সেগুলো নিয়ে সফরটা সারতে হবে।’
'প্রিয়' ব্যাট না হলেই যে ম্যাচে ব্যাট কথা বলবে না, তা তো নয়! তবে সবার মতো খেলোয়াড়দেরও কিছু সংস্কার থাকে। থাকে একান্ত কিছু স্বচ্ছন্দের বিষয়ও। সাইফউদ্দিনের হয়তো খারাপ লাগছে এসব কারণেই।

বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
২ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
৩ ঘণ্টা আগে