ক্রীড়া ডেস্ক

দুবাইয়ে পাকিস্তান শাহিনসের বিপক্ষে নাজমুল হোসেন শান্তরা খেলছেন চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচ। এদিকে মিরপুরে বিসিবি কার্যালয়ে দেশের ক্রিকেটের সার্বিক উন্নয়নে সাবেক অধিনায়কদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সভা শেষে মিরপুরে শেরেবাংলায় বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম কথা বলেছেন সভা ও চ্যাম্পিয়নস ট্রফি প্রসঙ্গে। জানিয়েছেন, চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তবে সাকিব আল হাসানকে নিয়ে সাংবাদিক প্রশ্ন করতেই, এড়িয়ে গেলেন ফাহিম।
চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দুবাই যাওয়ার আগে সংবাদ সম্মেলনে সাকিব প্রসঙ্গে প্রশ্ন করায় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময়ে সেটা অপ্রাসঙ্গিকই বাংলাদেশ অধিনায়কের কাছে। নাজমুল আবেদীন ফাহিম বিরক্তি নিয়ে সেই সুরেই পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন, ‘না, এটা কি করতেই হবে (প্রশ্ন)? না এটা কি করতেই হবে? সাকিবকে নিয়ে আর কোনো প্রশ্ন? ধন্যবাদ।’
সভায় উপস্থিত ছিলেন—সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান, হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীস, রাজিন সালেহরা। ফাহিম জানিয়েছেন, সভায় মূলত আলোচনা হয়েছে সদ্য শেষ হওয়া বিপিএল।
বিপিএল ও অন্যান্য খেলাসহ সাবেক অধিনায়কদের কাছ থেকে মতামত নিয়েছে বিসিবি। ফাহিম বলেছেন, ‘যে বিপিএলটা হয়েছে, সেটা নিয়ে কথা বলেছি। সামনের বছর আমাদের খেলাটাকে কীভাবে সাজাতে পারি বা তাদের মতামতগুলো কী। আগের অধিনায়কেরা ছিল এখানে। মজার ব্যাপার, আমাদের বর্তমান লিটন কুমার দাস, মুমিনুল হক সৌরভ–তারাও এখানে ছিল। এখান ক্রিকেটের কী অবস্থা তারা সবচেয়ে ভালো জানে।’
সাবেকদের মতামতকে গুরুত্ব দিচ্ছে বিসিবি। সামনে তাঁদের পরামর্শের ওপর নির্ভর করে কিছু সিদ্ধান্তও নিতে পারে ক্রিকেট বোর্ড। ফাহিম বললেন, ‘প্রত্যেক অধিনায়কই তাদের মতো করে মতামত জানিয়েছে, কোন কোন জায়গায় আমরা একটু ভালো করতে পারি। কোথায় পরিবর্তন দরকার, কোথায় আমরা খুব একটা ভালো করছি না। এসব মিলিয়ে আলাপ আলোচনা হয়েছে। আমরা অবশ্যই, এ বোর্ড সে আলোচনাকে খুবই গুরুত্ব দেবে। সেটার ওপর ভিত্তি করে হয়তো কিছু কিছু সিদ্ধান্তও হবে। হয়তো আমরা সামনে দেখতে পাব ক্রিকেট মাঠে বা সামনের ক্যালেন্ডারগুলোতে।’

দুবাইয়ে পাকিস্তান শাহিনসের বিপক্ষে নাজমুল হোসেন শান্তরা খেলছেন চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচ। এদিকে মিরপুরে বিসিবি কার্যালয়ে দেশের ক্রিকেটের সার্বিক উন্নয়নে সাবেক অধিনায়কদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সভা শেষে মিরপুরে শেরেবাংলায় বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম কথা বলেছেন সভা ও চ্যাম্পিয়নস ট্রফি প্রসঙ্গে। জানিয়েছেন, চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তবে সাকিব আল হাসানকে নিয়ে সাংবাদিক প্রশ্ন করতেই, এড়িয়ে গেলেন ফাহিম।
চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দুবাই যাওয়ার আগে সংবাদ সম্মেলনে সাকিব প্রসঙ্গে প্রশ্ন করায় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময়ে সেটা অপ্রাসঙ্গিকই বাংলাদেশ অধিনায়কের কাছে। নাজমুল আবেদীন ফাহিম বিরক্তি নিয়ে সেই সুরেই পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন, ‘না, এটা কি করতেই হবে (প্রশ্ন)? না এটা কি করতেই হবে? সাকিবকে নিয়ে আর কোনো প্রশ্ন? ধন্যবাদ।’
সভায় উপস্থিত ছিলেন—সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান, হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীস, রাজিন সালেহরা। ফাহিম জানিয়েছেন, সভায় মূলত আলোচনা হয়েছে সদ্য শেষ হওয়া বিপিএল।
বিপিএল ও অন্যান্য খেলাসহ সাবেক অধিনায়কদের কাছ থেকে মতামত নিয়েছে বিসিবি। ফাহিম বলেছেন, ‘যে বিপিএলটা হয়েছে, সেটা নিয়ে কথা বলেছি। সামনের বছর আমাদের খেলাটাকে কীভাবে সাজাতে পারি বা তাদের মতামতগুলো কী। আগের অধিনায়কেরা ছিল এখানে। মজার ব্যাপার, আমাদের বর্তমান লিটন কুমার দাস, মুমিনুল হক সৌরভ–তারাও এখানে ছিল। এখান ক্রিকেটের কী অবস্থা তারা সবচেয়ে ভালো জানে।’
সাবেকদের মতামতকে গুরুত্ব দিচ্ছে বিসিবি। সামনে তাঁদের পরামর্শের ওপর নির্ভর করে কিছু সিদ্ধান্তও নিতে পারে ক্রিকেট বোর্ড। ফাহিম বললেন, ‘প্রত্যেক অধিনায়কই তাদের মতো করে মতামত জানিয়েছে, কোন কোন জায়গায় আমরা একটু ভালো করতে পারি। কোথায় পরিবর্তন দরকার, কোথায় আমরা খুব একটা ভালো করছি না। এসব মিলিয়ে আলাপ আলোচনা হয়েছে। আমরা অবশ্যই, এ বোর্ড সে আলোচনাকে খুবই গুরুত্ব দেবে। সেটার ওপর ভিত্তি করে হয়তো কিছু কিছু সিদ্ধান্তও হবে। হয়তো আমরা সামনে দেখতে পাব ক্রিকেট মাঠে বা সামনের ক্যালেন্ডারগুলোতে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৯ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৯ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
১১ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১৪ ঘণ্টা আগে