
সাদা বলের ক্রিকেটে মোহাম্মদ শামি আছেন দুর্দান্ত ফর্মে। কয়েক দিন আগে শেষ হওয়া বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নিয়েছেন তিনি। সেই শামি ক্রিকেটের রাজকীয় সংস্করণ টেস্টে নেই দীর্ঘদিন। এবার সেই অপেক্ষা আরও বাড়ল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন শামি।
গোড়ালির চোটে পড়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলা হচ্ছে না শামির। নভেম্বরের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ভারত যখন দল ঘোষণা করে, তখন টেস্ট দলে ছিলেন শামি। সুস্থ হওয়া সাপেক্ষে টেস্ট সিরিজে ছিল তাঁর নাম। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিজ্ঞপ্তিতে আজ জানিয়েছে, বিসিসিআইয়ের মেডিকেল টিম থেকে অনুমতি দেওয়া হয়নি। যার ফলে সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিতে হয়। বর্তমানে তিনি বিসিসিআইয়ের ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) তত্ত্বাবধানে আছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে শামির বিকল্প কে, তা এখনো জানানো হয়নি। শামি ছাড়াও এই সিরিজে ভারতের পেসার হিসেবে আছেন জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, মুকেশ কুমার ও শার্দুল ঠাকুর। শামি সর্বশেষ টেস্ট খেলেছেন লন্ডনের ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে নতুন ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করে ভারত। সেই সিরিজে খেলেননি শামি।
জোহানেসবার্গে আগামীকাল শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সিরিজে পারিবারিক সমস্যার কারণে খেলছেন না দীপক চাহার। অন্যদিকে শ্রেয়াস আয়ার ওয়ানডে সিরিজের শুধু প্রথম ম্যাচটাই খেলবেন। এরপর তিনি টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নেবেন। ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। এরপর ৩ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় টেস্ট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কোচ হিসেবে থাকছেন না রাহুল দ্রাবিড়। ওয়ানডে সিরিজে প্রধান কোচ হিসেবে থাকছেন সিতাংশু কোটাক। কোটাকের সঙ্গে বোলিং কোচ হিসেবে থাকছেন রাজীব দত্ত ও ফিল্ডিং কোচের দায়িত্বে থাকছেন অজয় রাত্রা। ১৯ ও ২১ ডিসেম্বর পোর্ট এলিজাবেথ ও পার্লে হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।

সাদা বলের ক্রিকেটে মোহাম্মদ শামি আছেন দুর্দান্ত ফর্মে। কয়েক দিন আগে শেষ হওয়া বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নিয়েছেন তিনি। সেই শামি ক্রিকেটের রাজকীয় সংস্করণ টেস্টে নেই দীর্ঘদিন। এবার সেই অপেক্ষা আরও বাড়ল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন শামি।
গোড়ালির চোটে পড়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলা হচ্ছে না শামির। নভেম্বরের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ভারত যখন দল ঘোষণা করে, তখন টেস্ট দলে ছিলেন শামি। সুস্থ হওয়া সাপেক্ষে টেস্ট সিরিজে ছিল তাঁর নাম। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিজ্ঞপ্তিতে আজ জানিয়েছে, বিসিসিআইয়ের মেডিকেল টিম থেকে অনুমতি দেওয়া হয়নি। যার ফলে সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিতে হয়। বর্তমানে তিনি বিসিসিআইয়ের ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) তত্ত্বাবধানে আছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে শামির বিকল্প কে, তা এখনো জানানো হয়নি। শামি ছাড়াও এই সিরিজে ভারতের পেসার হিসেবে আছেন জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, মুকেশ কুমার ও শার্দুল ঠাকুর। শামি সর্বশেষ টেস্ট খেলেছেন লন্ডনের ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে নতুন ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করে ভারত। সেই সিরিজে খেলেননি শামি।
জোহানেসবার্গে আগামীকাল শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সিরিজে পারিবারিক সমস্যার কারণে খেলছেন না দীপক চাহার। অন্যদিকে শ্রেয়াস আয়ার ওয়ানডে সিরিজের শুধু প্রথম ম্যাচটাই খেলবেন। এরপর তিনি টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নেবেন। ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। এরপর ৩ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় টেস্ট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কোচ হিসেবে থাকছেন না রাহুল দ্রাবিড়। ওয়ানডে সিরিজে প্রধান কোচ হিসেবে থাকছেন সিতাংশু কোটাক। কোটাকের সঙ্গে বোলিং কোচ হিসেবে থাকছেন রাজীব দত্ত ও ফিল্ডিং কোচের দায়িত্বে থাকছেন অজয় রাত্রা। ১৯ ও ২১ ডিসেম্বর পোর্ট এলিজাবেথ ও পার্লে হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৬ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৬ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৮ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১১ ঘণ্টা আগে