
ঢাকা: করোনার কাছে হারই মানতে হয়েছে আইপিএলকে। মাঝে অবশ্য কোনোভাবে কোভিড–বাউন্সারগুলো ডাক কিংবা ছেড়ে খেলছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু শেষ পর্যন্ত বোল্ডই হতে হলো সৌরভদের। করোনায় স্থগিত হয়েছে আইপিএল। প্রশ্ন উঠেছে এত ঢাকঢোল পিটিয়ে আয়োজন করা আইপিএলের ‘ডিফেন্স’ অর্থাৎ জৈব সুরক্ষাবলয়ের দুর্বলতা নিয়েও।
করোনার ভয়াবহ পরিস্থিতিতে একপ্রকার জোর করেই টুর্নামেন্ট চালিয়ে নিচ্ছিলেন আয়োজকেরা। এতে রীতিমতো ধুয়ে দিচ্ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট, শোয়েব আখতারের মতো তারকা ক্রিকেটাররা। কোনো কিছুর তোয়াক্কা না করে জৈব সুরক্ষাবলয় মেনে নিয়মিত চলছিল আইপিএল। অবশেষে মৌসুমের প্রায় অর্ধেক ম্যাচ (২৯) শেষ হওয়ার পর স্থগিত করতে বাধ্য হলো। অদৃশ্য ভাইরাসটা ঢুকেই পড়েছে আইপিএলের দলগুলোতে। বাধ্য হয়েই ভারতীয় ক্রিকেট বোর্ডকে পিছু হটতে হলো। যতই সৌরভরা দাবি করুন তাঁদের জৈবসুরক্ষা বলয় নিশ্চিদ্র—শেষপর্যন্ত তো প্রমাণ হলো, তাঁরা ভুল!
করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন বিপর্যস্ত পুরো ভারত, এর মধ্যেই শুরু হয়েছিল আইপিএল–উৎসব। টুর্নামেন্টের আগে দুঃসংবাদ—রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরুর দেবদূত পাড়িক্কাল, ডেনিয়েল স্যামস ও দিল্লি ক্যাপিটালসের অক্ষর প্যাটেল হয়েছিলেন কোভিড পজেটিভ। শুধু তাই নয়, আক্রান্ত হয়েছিলেন ওয়াংখেড়ের ১০ মাঠকর্মীও।
করোনাধাক্কা সামলে দ্রুতই মাঠে ফেরেন দেবদূত ও অক্ষর। সব কিছু যখন বেশ চলছিল, হঠাৎই ঘটে বিপত্তি। দিল্লির রবিচন্দ্রন অশ্বিন, বেঙ্গালুরুর অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন, রাজস্থান রয়্যালসের লিয়াম লিভিংস্টোন, অ্যান্ড্রু টাই- টুর্নামেন্টের মাঝপথেই সরে দাঁড়ান আইপিএল থেকে। জাম্পা তো দেশে ফিরে কাঠগড়ায় তোলেন আইপিএল আয়োজকদের। তিনি দাবী করেন, দেশটা ভারত বলেই সেখানে ভালো জৈব সুরক্ষাবলয় তৈরি সম্ভব নয়!
সমস্যা আরও প্রকট হয় গত দুদিনে। কাল কলকাতার বরুণ চক্রবর্তী, সন্দীপ ওয়ারিয়রসহ চেন্নাইয়ের প্রধান নির্বাহী, বোলিং কোচ ও টিম বাস পরিষ্কারক হয়েছিলেন করোনা আক্রান্ত। করোনাথাবা থেকে রক্ষা পাননি অরুণ জেটলি স্টেডিয়ামের পাঁচ মাঠকর্মীও।
আজ আক্রান্তদের দলে নাম লেখালেন আরও দুজন। দিল্লির অমিত মিশ্র ও সানরাইজার্স হায়দরাবাদের ঋদ্ধিমান সাহা। এরপর আইপিএল বন্ধ করতে বাধ্য হয় বিসিসিআই। বিসিসিআই সহসভাপতি রাজিব শুক্লা আইপিএল স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাড়ি ফেরার ব্যবস্থা হচ্ছে
আইপিএল খেলতে যাওয়া বিদেশি খেলোয়াড়েরা পড়েছেন চরম বিপাকে। অনেক দেশের সঙ্গে ভারতের ফ্লাইট বন্ধ। তাঁরা কীভাবে ফিরবেন, এ নিয়ে পড়েছেন চিন্তায়। বিসিসিআই অবশ্য আশ্বস্ত করেছে, দেশি–বিদেশি ক্রিকেটারদের বাড়ি ফেরার সব ব্যবস্থা তারা করবে।

ঢাকা: করোনার কাছে হারই মানতে হয়েছে আইপিএলকে। মাঝে অবশ্য কোনোভাবে কোভিড–বাউন্সারগুলো ডাক কিংবা ছেড়ে খেলছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু শেষ পর্যন্ত বোল্ডই হতে হলো সৌরভদের। করোনায় স্থগিত হয়েছে আইপিএল। প্রশ্ন উঠেছে এত ঢাকঢোল পিটিয়ে আয়োজন করা আইপিএলের ‘ডিফেন্স’ অর্থাৎ জৈব সুরক্ষাবলয়ের দুর্বলতা নিয়েও।
করোনার ভয়াবহ পরিস্থিতিতে একপ্রকার জোর করেই টুর্নামেন্ট চালিয়ে নিচ্ছিলেন আয়োজকেরা। এতে রীতিমতো ধুয়ে দিচ্ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট, শোয়েব আখতারের মতো তারকা ক্রিকেটাররা। কোনো কিছুর তোয়াক্কা না করে জৈব সুরক্ষাবলয় মেনে নিয়মিত চলছিল আইপিএল। অবশেষে মৌসুমের প্রায় অর্ধেক ম্যাচ (২৯) শেষ হওয়ার পর স্থগিত করতে বাধ্য হলো। অদৃশ্য ভাইরাসটা ঢুকেই পড়েছে আইপিএলের দলগুলোতে। বাধ্য হয়েই ভারতীয় ক্রিকেট বোর্ডকে পিছু হটতে হলো। যতই সৌরভরা দাবি করুন তাঁদের জৈবসুরক্ষা বলয় নিশ্চিদ্র—শেষপর্যন্ত তো প্রমাণ হলো, তাঁরা ভুল!
করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন বিপর্যস্ত পুরো ভারত, এর মধ্যেই শুরু হয়েছিল আইপিএল–উৎসব। টুর্নামেন্টের আগে দুঃসংবাদ—রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরুর দেবদূত পাড়িক্কাল, ডেনিয়েল স্যামস ও দিল্লি ক্যাপিটালসের অক্ষর প্যাটেল হয়েছিলেন কোভিড পজেটিভ। শুধু তাই নয়, আক্রান্ত হয়েছিলেন ওয়াংখেড়ের ১০ মাঠকর্মীও।
করোনাধাক্কা সামলে দ্রুতই মাঠে ফেরেন দেবদূত ও অক্ষর। সব কিছু যখন বেশ চলছিল, হঠাৎই ঘটে বিপত্তি। দিল্লির রবিচন্দ্রন অশ্বিন, বেঙ্গালুরুর অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন, রাজস্থান রয়্যালসের লিয়াম লিভিংস্টোন, অ্যান্ড্রু টাই- টুর্নামেন্টের মাঝপথেই সরে দাঁড়ান আইপিএল থেকে। জাম্পা তো দেশে ফিরে কাঠগড়ায় তোলেন আইপিএল আয়োজকদের। তিনি দাবী করেন, দেশটা ভারত বলেই সেখানে ভালো জৈব সুরক্ষাবলয় তৈরি সম্ভব নয়!
সমস্যা আরও প্রকট হয় গত দুদিনে। কাল কলকাতার বরুণ চক্রবর্তী, সন্দীপ ওয়ারিয়রসহ চেন্নাইয়ের প্রধান নির্বাহী, বোলিং কোচ ও টিম বাস পরিষ্কারক হয়েছিলেন করোনা আক্রান্ত। করোনাথাবা থেকে রক্ষা পাননি অরুণ জেটলি স্টেডিয়ামের পাঁচ মাঠকর্মীও।
আজ আক্রান্তদের দলে নাম লেখালেন আরও দুজন। দিল্লির অমিত মিশ্র ও সানরাইজার্স হায়দরাবাদের ঋদ্ধিমান সাহা। এরপর আইপিএল বন্ধ করতে বাধ্য হয় বিসিসিআই। বিসিসিআই সহসভাপতি রাজিব শুক্লা আইপিএল স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাড়ি ফেরার ব্যবস্থা হচ্ছে
আইপিএল খেলতে যাওয়া বিদেশি খেলোয়াড়েরা পড়েছেন চরম বিপাকে। অনেক দেশের সঙ্গে ভারতের ফ্লাইট বন্ধ। তাঁরা কীভাবে ফিরবেন, এ নিয়ে পড়েছেন চিন্তায়। বিসিসিআই অবশ্য আশ্বস্ত করেছে, দেশি–বিদেশি ক্রিকেটারদের বাড়ি ফেরার সব ব্যবস্থা তারা করবে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১০ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১০ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১১ ঘণ্টা আগে