
ঢাকা: করোনার কাছে হারই মানতে হয়েছে আইপিএলকে। মাঝে অবশ্য কোনোভাবে কোভিড–বাউন্সারগুলো ডাক কিংবা ছেড়ে খেলছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু শেষ পর্যন্ত বোল্ডই হতে হলো সৌরভদের। করোনায় স্থগিত হয়েছে আইপিএল। প্রশ্ন উঠেছে এত ঢাকঢোল পিটিয়ে আয়োজন করা আইপিএলের ‘ডিফেন্স’ অর্থাৎ জৈব সুরক্ষাবলয়ের দুর্বলতা নিয়েও।
করোনার ভয়াবহ পরিস্থিতিতে একপ্রকার জোর করেই টুর্নামেন্ট চালিয়ে নিচ্ছিলেন আয়োজকেরা। এতে রীতিমতো ধুয়ে দিচ্ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট, শোয়েব আখতারের মতো তারকা ক্রিকেটাররা। কোনো কিছুর তোয়াক্কা না করে জৈব সুরক্ষাবলয় মেনে নিয়মিত চলছিল আইপিএল। অবশেষে মৌসুমের প্রায় অর্ধেক ম্যাচ (২৯) শেষ হওয়ার পর স্থগিত করতে বাধ্য হলো। অদৃশ্য ভাইরাসটা ঢুকেই পড়েছে আইপিএলের দলগুলোতে। বাধ্য হয়েই ভারতীয় ক্রিকেট বোর্ডকে পিছু হটতে হলো। যতই সৌরভরা দাবি করুন তাঁদের জৈবসুরক্ষা বলয় নিশ্চিদ্র—শেষপর্যন্ত তো প্রমাণ হলো, তাঁরা ভুল!
করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন বিপর্যস্ত পুরো ভারত, এর মধ্যেই শুরু হয়েছিল আইপিএল–উৎসব। টুর্নামেন্টের আগে দুঃসংবাদ—রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরুর দেবদূত পাড়িক্কাল, ডেনিয়েল স্যামস ও দিল্লি ক্যাপিটালসের অক্ষর প্যাটেল হয়েছিলেন কোভিড পজেটিভ। শুধু তাই নয়, আক্রান্ত হয়েছিলেন ওয়াংখেড়ের ১০ মাঠকর্মীও।
করোনাধাক্কা সামলে দ্রুতই মাঠে ফেরেন দেবদূত ও অক্ষর। সব কিছু যখন বেশ চলছিল, হঠাৎই ঘটে বিপত্তি। দিল্লির রবিচন্দ্রন অশ্বিন, বেঙ্গালুরুর অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন, রাজস্থান রয়্যালসের লিয়াম লিভিংস্টোন, অ্যান্ড্রু টাই- টুর্নামেন্টের মাঝপথেই সরে দাঁড়ান আইপিএল থেকে। জাম্পা তো দেশে ফিরে কাঠগড়ায় তোলেন আইপিএল আয়োজকদের। তিনি দাবী করেন, দেশটা ভারত বলেই সেখানে ভালো জৈব সুরক্ষাবলয় তৈরি সম্ভব নয়!
সমস্যা আরও প্রকট হয় গত দুদিনে। কাল কলকাতার বরুণ চক্রবর্তী, সন্দীপ ওয়ারিয়রসহ চেন্নাইয়ের প্রধান নির্বাহী, বোলিং কোচ ও টিম বাস পরিষ্কারক হয়েছিলেন করোনা আক্রান্ত। করোনাথাবা থেকে রক্ষা পাননি অরুণ জেটলি স্টেডিয়ামের পাঁচ মাঠকর্মীও।
আজ আক্রান্তদের দলে নাম লেখালেন আরও দুজন। দিল্লির অমিত মিশ্র ও সানরাইজার্স হায়দরাবাদের ঋদ্ধিমান সাহা। এরপর আইপিএল বন্ধ করতে বাধ্য হয় বিসিসিআই। বিসিসিআই সহসভাপতি রাজিব শুক্লা আইপিএল স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাড়ি ফেরার ব্যবস্থা হচ্ছে
আইপিএল খেলতে যাওয়া বিদেশি খেলোয়াড়েরা পড়েছেন চরম বিপাকে। অনেক দেশের সঙ্গে ভারতের ফ্লাইট বন্ধ। তাঁরা কীভাবে ফিরবেন, এ নিয়ে পড়েছেন চিন্তায়। বিসিসিআই অবশ্য আশ্বস্ত করেছে, দেশি–বিদেশি ক্রিকেটারদের বাড়ি ফেরার সব ব্যবস্থা তারা করবে।

ঢাকা: করোনার কাছে হারই মানতে হয়েছে আইপিএলকে। মাঝে অবশ্য কোনোভাবে কোভিড–বাউন্সারগুলো ডাক কিংবা ছেড়ে খেলছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু শেষ পর্যন্ত বোল্ডই হতে হলো সৌরভদের। করোনায় স্থগিত হয়েছে আইপিএল। প্রশ্ন উঠেছে এত ঢাকঢোল পিটিয়ে আয়োজন করা আইপিএলের ‘ডিফেন্স’ অর্থাৎ জৈব সুরক্ষাবলয়ের দুর্বলতা নিয়েও।
করোনার ভয়াবহ পরিস্থিতিতে একপ্রকার জোর করেই টুর্নামেন্ট চালিয়ে নিচ্ছিলেন আয়োজকেরা। এতে রীতিমতো ধুয়ে দিচ্ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট, শোয়েব আখতারের মতো তারকা ক্রিকেটাররা। কোনো কিছুর তোয়াক্কা না করে জৈব সুরক্ষাবলয় মেনে নিয়মিত চলছিল আইপিএল। অবশেষে মৌসুমের প্রায় অর্ধেক ম্যাচ (২৯) শেষ হওয়ার পর স্থগিত করতে বাধ্য হলো। অদৃশ্য ভাইরাসটা ঢুকেই পড়েছে আইপিএলের দলগুলোতে। বাধ্য হয়েই ভারতীয় ক্রিকেট বোর্ডকে পিছু হটতে হলো। যতই সৌরভরা দাবি করুন তাঁদের জৈবসুরক্ষা বলয় নিশ্চিদ্র—শেষপর্যন্ত তো প্রমাণ হলো, তাঁরা ভুল!
করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন বিপর্যস্ত পুরো ভারত, এর মধ্যেই শুরু হয়েছিল আইপিএল–উৎসব। টুর্নামেন্টের আগে দুঃসংবাদ—রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরুর দেবদূত পাড়িক্কাল, ডেনিয়েল স্যামস ও দিল্লি ক্যাপিটালসের অক্ষর প্যাটেল হয়েছিলেন কোভিড পজেটিভ। শুধু তাই নয়, আক্রান্ত হয়েছিলেন ওয়াংখেড়ের ১০ মাঠকর্মীও।
করোনাধাক্কা সামলে দ্রুতই মাঠে ফেরেন দেবদূত ও অক্ষর। সব কিছু যখন বেশ চলছিল, হঠাৎই ঘটে বিপত্তি। দিল্লির রবিচন্দ্রন অশ্বিন, বেঙ্গালুরুর অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন, রাজস্থান রয়্যালসের লিয়াম লিভিংস্টোন, অ্যান্ড্রু টাই- টুর্নামেন্টের মাঝপথেই সরে দাঁড়ান আইপিএল থেকে। জাম্পা তো দেশে ফিরে কাঠগড়ায় তোলেন আইপিএল আয়োজকদের। তিনি দাবী করেন, দেশটা ভারত বলেই সেখানে ভালো জৈব সুরক্ষাবলয় তৈরি সম্ভব নয়!
সমস্যা আরও প্রকট হয় গত দুদিনে। কাল কলকাতার বরুণ চক্রবর্তী, সন্দীপ ওয়ারিয়রসহ চেন্নাইয়ের প্রধান নির্বাহী, বোলিং কোচ ও টিম বাস পরিষ্কারক হয়েছিলেন করোনা আক্রান্ত। করোনাথাবা থেকে রক্ষা পাননি অরুণ জেটলি স্টেডিয়ামের পাঁচ মাঠকর্মীও।
আজ আক্রান্তদের দলে নাম লেখালেন আরও দুজন। দিল্লির অমিত মিশ্র ও সানরাইজার্স হায়দরাবাদের ঋদ্ধিমান সাহা। এরপর আইপিএল বন্ধ করতে বাধ্য হয় বিসিসিআই। বিসিসিআই সহসভাপতি রাজিব শুক্লা আইপিএল স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাড়ি ফেরার ব্যবস্থা হচ্ছে
আইপিএল খেলতে যাওয়া বিদেশি খেলোয়াড়েরা পড়েছেন চরম বিপাকে। অনেক দেশের সঙ্গে ভারতের ফ্লাইট বন্ধ। তাঁরা কীভাবে ফিরবেন, এ নিয়ে পড়েছেন চিন্তায়। বিসিসিআই অবশ্য আশ্বস্ত করেছে, দেশি–বিদেশি ক্রিকেটারদের বাড়ি ফেরার সব ব্যবস্থা তারা করবে।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৪ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৪ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৫ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৭ ঘণ্টা আগে