
বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের টিকিটের দাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকিটের সর্বনিম্ন দাম ২০০ টাকা ও সর্বোচ্চ দাম ১৫০০ টাকা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ। চট্টগ্রাম পর্বেরই টিকিটের দাম ঘোষণা করা হয়েছে। সর্বনিম্ন ২০০ টাকায় ম্যাচ দেখা যাবে ওয়েস্টার্ন স্ট্যান্ডের গ্যালারিতে বসে। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা। ৫০০ ও ১০০০ টাকায় ক্লাব হাউজ ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের গ্যালারিতে বসে দর্শকেরা ম্যাচ উপভোগ করতে পারবেন। সর্বোচ্চ ১৫০০ টাকা টিকিটের দাম দুই গ্যালারির। গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ হসপিটালিটিতে বসে খেলা দেখা যাবে ১৫০০ টাকায়।
বিটাক সার্কেলের কাছে সাগরিকা টিকিট কাউন্টার ও এমএ আজিজ স্টেডিয়াম—টিকিটের কাউন্টার এই দুটি। টিকিট বিক্রি শুরু হবে পরশু হবে। ম্যাচের দিন ও আগের দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টিকিট সংগ্রহ করা যাবে। টিকিট সংগ্রহের বুথ রয়েছে এমএ আজিজ স্টেডিয়াম টিকিট কাউন্টারে। ম্যাচের আগের দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে বুথ থেকে টিকিট নেওয়া যাবে। অনলাইনে টিকিট বিক্রি হবে আগামীকাল থেকে।
৩,৫ ও ৭ মে চট্টগ্রামে বাংলাদেশ-জিম্বাবুয়ে খেলবে প্রথম তিন টি-টোয়েন্টি। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায় এবং তৃতীয় টি-টোয়েন্টি বেলা ৩টায় শুরু হবে। মিরপুরে ১০ ও ১২ মে হবে চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ। মুখোমুখি ২০ ম্যাচের লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ১৩ ম্যাচ, জিম্বাবুয়ে ৭ ম্যাচ জিতেছে।
আরও পড়ুন:

বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের টিকিটের দাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকিটের সর্বনিম্ন দাম ২০০ টাকা ও সর্বোচ্চ দাম ১৫০০ টাকা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ। চট্টগ্রাম পর্বেরই টিকিটের দাম ঘোষণা করা হয়েছে। সর্বনিম্ন ২০০ টাকায় ম্যাচ দেখা যাবে ওয়েস্টার্ন স্ট্যান্ডের গ্যালারিতে বসে। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা। ৫০০ ও ১০০০ টাকায় ক্লাব হাউজ ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের গ্যালারিতে বসে দর্শকেরা ম্যাচ উপভোগ করতে পারবেন। সর্বোচ্চ ১৫০০ টাকা টিকিটের দাম দুই গ্যালারির। গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ হসপিটালিটিতে বসে খেলা দেখা যাবে ১৫০০ টাকায়।
বিটাক সার্কেলের কাছে সাগরিকা টিকিট কাউন্টার ও এমএ আজিজ স্টেডিয়াম—টিকিটের কাউন্টার এই দুটি। টিকিট বিক্রি শুরু হবে পরশু হবে। ম্যাচের দিন ও আগের দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টিকিট সংগ্রহ করা যাবে। টিকিট সংগ্রহের বুথ রয়েছে এমএ আজিজ স্টেডিয়াম টিকিট কাউন্টারে। ম্যাচের আগের দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে বুথ থেকে টিকিট নেওয়া যাবে। অনলাইনে টিকিট বিক্রি হবে আগামীকাল থেকে।
৩,৫ ও ৭ মে চট্টগ্রামে বাংলাদেশ-জিম্বাবুয়ে খেলবে প্রথম তিন টি-টোয়েন্টি। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায় এবং তৃতীয় টি-টোয়েন্টি বেলা ৩টায় শুরু হবে। মিরপুরে ১০ ও ১২ মে হবে চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ। মুখোমুখি ২০ ম্যাচের লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ১৩ ম্যাচ, জিম্বাবুয়ে ৭ ম্যাচ জিতেছে।
আরও পড়ুন:

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
২১ মিনিট আগে
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি। এরই মধ্যে এবার লিটন দাস, তাসকিন আহমেদদের সমর্থনে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটি জানিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
৩ ঘণ্টা আগে