Ajker Patrika

রেকর্ড সেঞ্চুরির পর র‍্যাঙ্কিংয়ে মুশফিকের লাফ

আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৮: ০৬
রেকর্ড সেঞ্চুরির পর র‍্যাঙ্কিংয়ে মুশফিকের লাফ

ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি করার পর প্রশংসায় ভাসছেন মুশফিকুর রহিম। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) র‍্যাঙ্কিংয়ে। ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়েছেন মুশফিক। আর টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়েও চার ধাপ এগোলেন উইলিয়ামসন।

আজ সাপ্তাহিক র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ২২ থেকে ১৮ নম্বরে উঠে এসেছেন মুশফিক। গত পরশু সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৬০ বলে ১০০ রান করে অপরাজিত ছিলেন বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটার। প্রথম ওয়ানডেতে ২৬ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন মুশফিক। আর টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ছয় থেকে দুইয়ে উঠে এসেছেন উইলিয়ামসন। লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৬৮.৫০ গড়ে সর্বোচ্চ ৩৩৭ রান করেন তিনি। সিরিজসেরাও হয়েছিলেন উইলিয়ামসন। 

অন্যদিকে ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ৮ উইকেট নিয়েছেন স্টার্ক। রোববার বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিয়েছেন ৫ উইকেট। ওয়ানডেতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে মোহাম্মদ সিরাজের সঙ্গে যৌথভাবে তিনে আছেন স্টার্ক। দুজনের রেটিং ৭০২। যেখানে ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে সিরাজ পেয়েছেন ৩ উইকেট। তবে দ্বিতীয় ওয়ানডেতে ৩ ওভারে ৩৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন ভারতীয় এই পেসার। আর তিন মাস ওয়ানডে না খেলেও বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন জস হ্যাজলউড। 

টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ করে পিছিয়েছেন স্টিভ স্মিথ, জো রুট, বাবর আজম, ট্রাভিস হেড। স্মিথ, রুট, বাবর ও হেড আছেন তিন, চার, পাঁচ ও ছয় নম্বরে। দুই ধাপ এগিয়ে দশ নম্বরে এসেছেন ডিমুথ করুণারত্নে। আর ১০ থেকে ১২ নম্বরে নেমে গেছেন রোহিত শর্মা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত