
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে প্রস্তুতি ভালো ছিল না বাংলাদেশের। তখন এ নিয়ে অনেক সমালোচনাও হয়েছে বাংলাদেশ দলের। প্রস্তুতি ভালো না হলেও বিশ্বকাপে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। এখন পর্যন্ত দুই ম্যাচে জয়ও পেয়েছেন সাকিব আল হাসান-লিটন দাসরা। তাই জয়ের বিবেচনায় এই টুর্নামেন্টকে বাংলাদেশের সেরা বিশ্বকাপ বলছেন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম।
পাকিস্তানের বিপক্ষে আগামীকাল টুর্নামেন্টের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি সামনে রেখে সংবাদ সম্মেলনে এসে এমনটি জানিয়েছেন শ্রীরাম। তিনি বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা টুর্নামেন্ট। এর আগে সুপার টুয়েলভে বাংলাদেশ কখনো দুটি জয় পায়নি। এবার আমরা করেছি। মনে হয় এর জন্য ছেলেদের গর্ব করা উচিত।’
টুর্নামেন্টে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে শ্রীরাম বলেছেন, ‘মনে হয় এটা নতুন শুরু। জানি না অতীতে কী হয়েছে। সেখানে ছিলামও না। নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে আমরা দুটি ক্লোজ ম্যাচ জিতেছি। ভারতের বিপক্ষে ক্লোজ ম্যাচ হেরেছি, এমনটিই হয়। আমার মনে হয় এটা নতুন শুরু। অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। তা ছাড়া, অতীতে আমি ছিলাম না, তাই মন্তব্য করতে পারি না।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর চমক দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচেই ওয়েস্ট উইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে দিয়ে। সেই জয়ই ছিল বাংলাদেশের মূল পর্বে একমাত্র জয়। পরের ৬ টুর্নামেন্টে মূল পর্বে আর কোনো জয় পায়নি বাংলাদেশ। দীর্ঘ ১৫ বছর পর এবার মূল পর্বে দুটি জয় পেয়েছে বাংলাদেশ।
এবারের টুর্নামেন্টে চার ম্যাচে বাংলাদেশের জয়-পরাজয় সমান। দুটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে। গ্রুপ-২-এ ৪ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে আছে বাংলাদেশ। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে জিতলে সেমিফাইনালে খেলার ন্যূনতম সম্ভাবনা থাকবে বাংলাদেশের। সেটা নির্ভর করছে ‘যদি-কিন্তু’র ওপরে।
টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পকিত আরও পড়ুন:

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে প্রস্তুতি ভালো ছিল না বাংলাদেশের। তখন এ নিয়ে অনেক সমালোচনাও হয়েছে বাংলাদেশ দলের। প্রস্তুতি ভালো না হলেও বিশ্বকাপে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। এখন পর্যন্ত দুই ম্যাচে জয়ও পেয়েছেন সাকিব আল হাসান-লিটন দাসরা। তাই জয়ের বিবেচনায় এই টুর্নামেন্টকে বাংলাদেশের সেরা বিশ্বকাপ বলছেন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম।
পাকিস্তানের বিপক্ষে আগামীকাল টুর্নামেন্টের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি সামনে রেখে সংবাদ সম্মেলনে এসে এমনটি জানিয়েছেন শ্রীরাম। তিনি বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা টুর্নামেন্ট। এর আগে সুপার টুয়েলভে বাংলাদেশ কখনো দুটি জয় পায়নি। এবার আমরা করেছি। মনে হয় এর জন্য ছেলেদের গর্ব করা উচিত।’
টুর্নামেন্টে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে শ্রীরাম বলেছেন, ‘মনে হয় এটা নতুন শুরু। জানি না অতীতে কী হয়েছে। সেখানে ছিলামও না। নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে আমরা দুটি ক্লোজ ম্যাচ জিতেছি। ভারতের বিপক্ষে ক্লোজ ম্যাচ হেরেছি, এমনটিই হয়। আমার মনে হয় এটা নতুন শুরু। অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। তা ছাড়া, অতীতে আমি ছিলাম না, তাই মন্তব্য করতে পারি না।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর চমক দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচেই ওয়েস্ট উইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে দিয়ে। সেই জয়ই ছিল বাংলাদেশের মূল পর্বে একমাত্র জয়। পরের ৬ টুর্নামেন্টে মূল পর্বে আর কোনো জয় পায়নি বাংলাদেশ। দীর্ঘ ১৫ বছর পর এবার মূল পর্বে দুটি জয় পেয়েছে বাংলাদেশ।
এবারের টুর্নামেন্টে চার ম্যাচে বাংলাদেশের জয়-পরাজয় সমান। দুটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে। গ্রুপ-২-এ ৪ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে আছে বাংলাদেশ। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে জিতলে সেমিফাইনালে খেলার ন্যূনতম সম্ভাবনা থাকবে বাংলাদেশের। সেটা নির্ভর করছে ‘যদি-কিন্তু’র ওপরে।
টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পকিত আরও পড়ুন:

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৬ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৭ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৮ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১১ ঘণ্টা আগে