নিজস্ব প্রতিবেদক

ঢাকা: চ্যাম্পিয়নস লিগের শিরোপা অধরাই থেকে গেল ম্যানচেস্টার সিটির। কাল রাতে চেলসির কাছে ১–০ গোলে হেরে স্বপ্নপূরণ হলো না পেপ গার্দিওয়ালার দলের। এই হারের পেছনে কাতালান কোচের কৌশল নিয়েও কম আলোচনা হচ্ছে না। দলের ব্যর্থতার দায় অনেকেই তুলে দিচ্ছেন গার্দিওলার কাঁধে। তবে মাশরাফি বিন মতুর্জার চোখে গার্দিওয়ালা এখনো সেরাদের সেরা। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফাইনাল নিয়ে নিজের ফেসবুকে জানিয়েছেন এই কথা।
ফাইনাল শেষে নিজের ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘পেপ স্টিল দ্য বেস্ট অব দ্য বেস্ট’। তবে চেলসিকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা এনে দেওয়া কোচ টমাস টুখেলকে কৃতিত্ব দিতেও কার্পণ্য করেননি মাশরাফি, ‘টমাস আজ পেপের চেয়ে একটু বেশি সেরাটা দেখিয়েছেন। হয়তো ভাগ্যবানও ছিলেন।’
একাদশ নির্বাচন নিয়ে সমালোচকেরা বিদ্ধ করছেন গার্দিওয়ালাকে। অবশ্য সমালোচনা করার সুযোগটা গার্দিওলা নিজেই করে দিয়েছেন। শুরুর একাদশে ছিলেন না রদ্রি, ফার্নানদিনিও, জোয়াও কানসেলোর কেউ। অতিরিক্ত আক্রমণনির্ভর একাদশ সাজাতে গিয়ে মার খেয়েছেন গার্দিওলা। ফাইনাল নিয়ে এ মৌসুমে টানা তিনবার টুখেলের কাছে হার মেনেছেন গার্দিওলা।
পুরো খেলায় একবারই বল জালে জড়িয়েছে, সেটিই নির্ধারণ করে দিয়েছে ফাইনালের ভাগ্য। মাশরাফি তাই লিখেছেন, ‘শেষ ৫ ম্যাচে ১২ গোল করেছে ম্যানসিটি। আবার খেয়েছে ৯ গোল। গোল খাওয়া ও দেওয়ার মাঝে সবচেয়ে ব্যয়বহুল গোলটা আজই খেল ম্যনসিটি।’
ম্যানসিটি আসলে কোন জায়গায় পিছিয়ে পড়েছিল চেলসির কাছে, সেই বিশ্লেষণও করেছেন মাশরাফি। সাবেক বাংলাদেশ অধিনায়ক লিখেছেন, ‘চেলসির রক্ষণভাগই ম্যানসিটির আক্রমণকে মাটিতে নামিয়ে এনেছে।’

ঢাকা: চ্যাম্পিয়নস লিগের শিরোপা অধরাই থেকে গেল ম্যানচেস্টার সিটির। কাল রাতে চেলসির কাছে ১–০ গোলে হেরে স্বপ্নপূরণ হলো না পেপ গার্দিওয়ালার দলের। এই হারের পেছনে কাতালান কোচের কৌশল নিয়েও কম আলোচনা হচ্ছে না। দলের ব্যর্থতার দায় অনেকেই তুলে দিচ্ছেন গার্দিওলার কাঁধে। তবে মাশরাফি বিন মতুর্জার চোখে গার্দিওয়ালা এখনো সেরাদের সেরা। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফাইনাল নিয়ে নিজের ফেসবুকে জানিয়েছেন এই কথা।
ফাইনাল শেষে নিজের ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘পেপ স্টিল দ্য বেস্ট অব দ্য বেস্ট’। তবে চেলসিকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা এনে দেওয়া কোচ টমাস টুখেলকে কৃতিত্ব দিতেও কার্পণ্য করেননি মাশরাফি, ‘টমাস আজ পেপের চেয়ে একটু বেশি সেরাটা দেখিয়েছেন। হয়তো ভাগ্যবানও ছিলেন।’
একাদশ নির্বাচন নিয়ে সমালোচকেরা বিদ্ধ করছেন গার্দিওয়ালাকে। অবশ্য সমালোচনা করার সুযোগটা গার্দিওলা নিজেই করে দিয়েছেন। শুরুর একাদশে ছিলেন না রদ্রি, ফার্নানদিনিও, জোয়াও কানসেলোর কেউ। অতিরিক্ত আক্রমণনির্ভর একাদশ সাজাতে গিয়ে মার খেয়েছেন গার্দিওলা। ফাইনাল নিয়ে এ মৌসুমে টানা তিনবার টুখেলের কাছে হার মেনেছেন গার্দিওলা।
পুরো খেলায় একবারই বল জালে জড়িয়েছে, সেটিই নির্ধারণ করে দিয়েছে ফাইনালের ভাগ্য। মাশরাফি তাই লিখেছেন, ‘শেষ ৫ ম্যাচে ১২ গোল করেছে ম্যানসিটি। আবার খেয়েছে ৯ গোল। গোল খাওয়া ও দেওয়ার মাঝে সবচেয়ে ব্যয়বহুল গোলটা আজই খেল ম্যনসিটি।’
ম্যানসিটি আসলে কোন জায়গায় পিছিয়ে পড়েছিল চেলসির কাছে, সেই বিশ্লেষণও করেছেন মাশরাফি। সাবেক বাংলাদেশ অধিনায়ক লিখেছেন, ‘চেলসির রক্ষণভাগই ম্যানসিটির আক্রমণকে মাটিতে নামিয়ে এনেছে।’

ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এই সময়ে দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা ও আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।
৯ ঘণ্টা আগে
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসে খুবই বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিল নোয়াখালী এক্সপ্রেস। টানা ৬ হারে খাদের কিনারার পৌঁছে যায় তারা। অবশেষে বিপিএলে প্রথম জয়ের দেখা পেল নোয়াখালী। আজ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে হায়দার আলীর দল।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয় ঠিক কোথা থেকে আসে এনিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। গতকাল এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিশ্বকাপ ইস্যু নিয়ে কথা বলার সময় বলেন, ‘আমাদের ৯০-৯৫ শতাংশ রাজস্ব কিন্তু আইসিসি থেকে আসে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ সফরে গত নভেম্বর-ডিসেম্বরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে আয়ারল্যান্ড। সে সিরিজের দল নিয়েই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে আইরিশরা। আজ ছোট সংস্করণের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
৯ ঘণ্টা আগে