নিজস্ব প্রতিবেদক

ঢাকা: চ্যাম্পিয়নস লিগের শিরোপা অধরাই থেকে গেল ম্যানচেস্টার সিটির। কাল রাতে চেলসির কাছে ১–০ গোলে হেরে স্বপ্নপূরণ হলো না পেপ গার্দিওয়ালার দলের। এই হারের পেছনে কাতালান কোচের কৌশল নিয়েও কম আলোচনা হচ্ছে না। দলের ব্যর্থতার দায় অনেকেই তুলে দিচ্ছেন গার্দিওলার কাঁধে। তবে মাশরাফি বিন মতুর্জার চোখে গার্দিওয়ালা এখনো সেরাদের সেরা। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফাইনাল নিয়ে নিজের ফেসবুকে জানিয়েছেন এই কথা।
ফাইনাল শেষে নিজের ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘পেপ স্টিল দ্য বেস্ট অব দ্য বেস্ট’। তবে চেলসিকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা এনে দেওয়া কোচ টমাস টুখেলকে কৃতিত্ব দিতেও কার্পণ্য করেননি মাশরাফি, ‘টমাস আজ পেপের চেয়ে একটু বেশি সেরাটা দেখিয়েছেন। হয়তো ভাগ্যবানও ছিলেন।’
একাদশ নির্বাচন নিয়ে সমালোচকেরা বিদ্ধ করছেন গার্দিওয়ালাকে। অবশ্য সমালোচনা করার সুযোগটা গার্দিওলা নিজেই করে দিয়েছেন। শুরুর একাদশে ছিলেন না রদ্রি, ফার্নানদিনিও, জোয়াও কানসেলোর কেউ। অতিরিক্ত আক্রমণনির্ভর একাদশ সাজাতে গিয়ে মার খেয়েছেন গার্দিওলা। ফাইনাল নিয়ে এ মৌসুমে টানা তিনবার টুখেলের কাছে হার মেনেছেন গার্দিওলা।
পুরো খেলায় একবারই বল জালে জড়িয়েছে, সেটিই নির্ধারণ করে দিয়েছে ফাইনালের ভাগ্য। মাশরাফি তাই লিখেছেন, ‘শেষ ৫ ম্যাচে ১২ গোল করেছে ম্যানসিটি। আবার খেয়েছে ৯ গোল। গোল খাওয়া ও দেওয়ার মাঝে সবচেয়ে ব্যয়বহুল গোলটা আজই খেল ম্যনসিটি।’
ম্যানসিটি আসলে কোন জায়গায় পিছিয়ে পড়েছিল চেলসির কাছে, সেই বিশ্লেষণও করেছেন মাশরাফি। সাবেক বাংলাদেশ অধিনায়ক লিখেছেন, ‘চেলসির রক্ষণভাগই ম্যানসিটির আক্রমণকে মাটিতে নামিয়ে এনেছে।’

ঢাকা: চ্যাম্পিয়নস লিগের শিরোপা অধরাই থেকে গেল ম্যানচেস্টার সিটির। কাল রাতে চেলসির কাছে ১–০ গোলে হেরে স্বপ্নপূরণ হলো না পেপ গার্দিওয়ালার দলের। এই হারের পেছনে কাতালান কোচের কৌশল নিয়েও কম আলোচনা হচ্ছে না। দলের ব্যর্থতার দায় অনেকেই তুলে দিচ্ছেন গার্দিওলার কাঁধে। তবে মাশরাফি বিন মতুর্জার চোখে গার্দিওয়ালা এখনো সেরাদের সেরা। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফাইনাল নিয়ে নিজের ফেসবুকে জানিয়েছেন এই কথা।
ফাইনাল শেষে নিজের ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘পেপ স্টিল দ্য বেস্ট অব দ্য বেস্ট’। তবে চেলসিকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা এনে দেওয়া কোচ টমাস টুখেলকে কৃতিত্ব দিতেও কার্পণ্য করেননি মাশরাফি, ‘টমাস আজ পেপের চেয়ে একটু বেশি সেরাটা দেখিয়েছেন। হয়তো ভাগ্যবানও ছিলেন।’
একাদশ নির্বাচন নিয়ে সমালোচকেরা বিদ্ধ করছেন গার্দিওয়ালাকে। অবশ্য সমালোচনা করার সুযোগটা গার্দিওলা নিজেই করে দিয়েছেন। শুরুর একাদশে ছিলেন না রদ্রি, ফার্নানদিনিও, জোয়াও কানসেলোর কেউ। অতিরিক্ত আক্রমণনির্ভর একাদশ সাজাতে গিয়ে মার খেয়েছেন গার্দিওলা। ফাইনাল নিয়ে এ মৌসুমে টানা তিনবার টুখেলের কাছে হার মেনেছেন গার্দিওলা।
পুরো খেলায় একবারই বল জালে জড়িয়েছে, সেটিই নির্ধারণ করে দিয়েছে ফাইনালের ভাগ্য। মাশরাফি তাই লিখেছেন, ‘শেষ ৫ ম্যাচে ১২ গোল করেছে ম্যানসিটি। আবার খেয়েছে ৯ গোল। গোল খাওয়া ও দেওয়ার মাঝে সবচেয়ে ব্যয়বহুল গোলটা আজই খেল ম্যনসিটি।’
ম্যানসিটি আসলে কোন জায়গায় পিছিয়ে পড়েছিল চেলসির কাছে, সেই বিশ্লেষণও করেছেন মাশরাফি। সাবেক বাংলাদেশ অধিনায়ক লিখেছেন, ‘চেলসির রক্ষণভাগই ম্যানসিটির আক্রমণকে মাটিতে নামিয়ে এনেছে।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৪ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৪ ঘণ্টা আগে