আজকের পত্রিকা ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) মোহাম্মদ সালাহউদ্দিনের কাজ করাটা নতুন কিছু নয়। এর আগেও জাতীয় দলের কোচিং সেটাপে থাকার পাশাপাশি বিসিবির একাডেমিতেও কাজ করেছেন। এবার তিনি ফিরলেন বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ হয়ে। মোহাম্মদ আশরাফুল এই প্রসঙ্গে বিসিবির কথা উল্লেখ করেছেন।
২০০৬ থেকে ২০১০ পর্যন্ত বাংলাদেশের ফিল্ডিং কোচ ও সহকারী কোচ হিসেবে কাজ করেছিলেন সালাহউদ্দিন। ১৪ বছর পর জাতীয় দলে কোচের দায়িত্বে ফিরলেন তিনি। ২০২৫ এর মার্চ পর্যন্ত বিসিবি তাঁর সঙ্গে চুক্তি করেছে। সিনিয়র কোচ হিসেবে আনুষ্ঠানিক কার্যক্রম সালাহউদ্দিনের শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে। বাংলাদেশ দল যখন আফগানিস্তানে ব্যস্ত, তখন তিনি মিরপুরে লিটন দাস, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হকদের নিয়ে কার্যক্রম শুরু করে দেন। মিরপুরে আজ সংবাদমাধ্যমকে সালাহউদ্দিন প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘বিসিবি এ সিদ্ধান্ত নিতে অনেক দেরি করেছে। তবে এটা ভালো সিদ্ধান্ত। জাতীয় দলের কোচিং প্যানেলে দেশীয় কোচদের যুক্ত করলে দেশীয় কোচদের দক্ষতা বাড়ে এবং ক্রিকেটারদের সঙ্গে কাজ করায় স্বাচ্ছন্দ্য আসে।’
ক্রিকেটে দীর্ঘ দুই দশকের ক্যারিয়ার শেষে কোচিংয়ে নতুন যাত্রা শুরু করছেন আশরাফুল। গত বছর আইসিসির ‘লেভেল ৩ - কোচ শিক্ষা কোর্স’-এর সার্টিফিকেট পেয়েছিলেন তিনি। এবার বিপিএলে রংপুর রাইডার্সের সহকারী কোচের দায়িত্বে আছেন আশরাফুল। কিন্তু ৩০ ডিসেম্বর বিপিএল শুরুর আগেই যে গ্লোবাল সুপার লিগে খেলতে হবে রংপুরকে। মিরপুরের ইনডোরে গ্লোবাল টি-টোয়েন্টি লিগের প্রস্তুতি হিসেবে আজ রংপুরের প্রথম অনুশীলন সেশনে ছিলেন আশরাফুল। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, ‘দুই যুগেরও বেশি সময় ক্রিকেট খেলেছি। কিন্তু এখন কোচিং পেশায় এসেছি। এখানে অনেক কিছু শেখার সুযোগ আছে। আগে শিখতে চাই, তারপর বড় জায়গায় জিতে চাই। শেখার প্রক্রিয়াটাকে উপভোগ করতে চাই। নিজের দক্ষতা বাড়িয়ে বিসিবির কোচিংয়ের রাডারে আসতে চাই, তবে এখনই নয়।’
বিপিএলে আশরাফুলের রংপুরে প্রধান কোচের দায়িত্বে থাকছেন মিকি আর্থার। কোচিং ক্যারিয়ারে আশরাফুলের শেখার আগ্রহ যে অনেক, সেটা আজ তাঁর কথায় বোঝা গেছে। বাংলাদেশের তারকা এই ব্যাটার বলেন, ‘গত বছরই রংপুরের কোচিং প্যানেলে যুক্ত হওয়ার কথা ছিল, তবে এবার যুক্ত হলাম। রংপুরের পাশাপাশি একটি একাডেমিতেও কোচিং করছি। এই পেশাটা উপভোগ করতে চাই এবং ভবিষ্যতে আরও কিছু শেখার পরিকল্পনা রয়েছে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) মোহাম্মদ সালাহউদ্দিনের কাজ করাটা নতুন কিছু নয়। এর আগেও জাতীয় দলের কোচিং সেটাপে থাকার পাশাপাশি বিসিবির একাডেমিতেও কাজ করেছেন। এবার তিনি ফিরলেন বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ হয়ে। মোহাম্মদ আশরাফুল এই প্রসঙ্গে বিসিবির কথা উল্লেখ করেছেন।
২০০৬ থেকে ২০১০ পর্যন্ত বাংলাদেশের ফিল্ডিং কোচ ও সহকারী কোচ হিসেবে কাজ করেছিলেন সালাহউদ্দিন। ১৪ বছর পর জাতীয় দলে কোচের দায়িত্বে ফিরলেন তিনি। ২০২৫ এর মার্চ পর্যন্ত বিসিবি তাঁর সঙ্গে চুক্তি করেছে। সিনিয়র কোচ হিসেবে আনুষ্ঠানিক কার্যক্রম সালাহউদ্দিনের শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে। বাংলাদেশ দল যখন আফগানিস্তানে ব্যস্ত, তখন তিনি মিরপুরে লিটন দাস, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হকদের নিয়ে কার্যক্রম শুরু করে দেন। মিরপুরে আজ সংবাদমাধ্যমকে সালাহউদ্দিন প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘বিসিবি এ সিদ্ধান্ত নিতে অনেক দেরি করেছে। তবে এটা ভালো সিদ্ধান্ত। জাতীয় দলের কোচিং প্যানেলে দেশীয় কোচদের যুক্ত করলে দেশীয় কোচদের দক্ষতা বাড়ে এবং ক্রিকেটারদের সঙ্গে কাজ করায় স্বাচ্ছন্দ্য আসে।’
ক্রিকেটে দীর্ঘ দুই দশকের ক্যারিয়ার শেষে কোচিংয়ে নতুন যাত্রা শুরু করছেন আশরাফুল। গত বছর আইসিসির ‘লেভেল ৩ - কোচ শিক্ষা কোর্স’-এর সার্টিফিকেট পেয়েছিলেন তিনি। এবার বিপিএলে রংপুর রাইডার্সের সহকারী কোচের দায়িত্বে আছেন আশরাফুল। কিন্তু ৩০ ডিসেম্বর বিপিএল শুরুর আগেই যে গ্লোবাল সুপার লিগে খেলতে হবে রংপুরকে। মিরপুরের ইনডোরে গ্লোবাল টি-টোয়েন্টি লিগের প্রস্তুতি হিসেবে আজ রংপুরের প্রথম অনুশীলন সেশনে ছিলেন আশরাফুল। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, ‘দুই যুগেরও বেশি সময় ক্রিকেট খেলেছি। কিন্তু এখন কোচিং পেশায় এসেছি। এখানে অনেক কিছু শেখার সুযোগ আছে। আগে শিখতে চাই, তারপর বড় জায়গায় জিতে চাই। শেখার প্রক্রিয়াটাকে উপভোগ করতে চাই। নিজের দক্ষতা বাড়িয়ে বিসিবির কোচিংয়ের রাডারে আসতে চাই, তবে এখনই নয়।’
বিপিএলে আশরাফুলের রংপুরে প্রধান কোচের দায়িত্বে থাকছেন মিকি আর্থার। কোচিং ক্যারিয়ারে আশরাফুলের শেখার আগ্রহ যে অনেক, সেটা আজ তাঁর কথায় বোঝা গেছে। বাংলাদেশের তারকা এই ব্যাটার বলেন, ‘গত বছরই রংপুরের কোচিং প্যানেলে যুক্ত হওয়ার কথা ছিল, তবে এবার যুক্ত হলাম। রংপুরের পাশাপাশি একটি একাডেমিতেও কোচিং করছি। এই পেশাটা উপভোগ করতে চাই এবং ভবিষ্যতে আরও কিছু শেখার পরিকল্পনা রয়েছে।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৪ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৪ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৫ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৭ ঘণ্টা আগে