Ajker Patrika

আশরাফুল মনে করেন, বিসিবি অনেক দেরি করে ফেলেছে

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ১৪: ০০
গণমাধ্যমের সঙ্গে আজ কথা বলেছেন মোহাম্মদ আশরাফুল।  ছবি: আজকের পত্রিকা
গণমাধ্যমের সঙ্গে আজ কথা বলেছেন মোহাম্মদ আশরাফুল। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) মোহাম্মদ সালাহউদ্দিনের কাজ করাটা নতুন কিছু নয়। এর আগেও জাতীয় দলের কোচিং সেটাপে থাকার পাশাপাশি বিসিবির একাডেমিতেও কাজ করেছেন। এবার তিনি ফিরলেন বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ হয়ে। মোহাম্মদ আশরাফুল এই প্রসঙ্গে বিসিবির কথা উল্লেখ করেছেন।

২০০৬ থেকে ২০১০ পর্যন্ত বাংলাদেশের ফিল্ডিং কোচ ও সহকারী কোচ হিসেবে কাজ করেছিলেন সালাহউদ্দিন। ১৪ বছর পর জাতীয় দলে কোচের দায়িত্বে ফিরলেন তিনি। ২০২৫ এর মার্চ পর্যন্ত বিসিবি তাঁর সঙ্গে চুক্তি করেছে। সিনিয়র কোচ হিসেবে আনুষ্ঠানিক কার্যক্রম সালাহউদ্দিনের শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে। বাংলাদেশ দল যখন আফগানিস্তানে ব্যস্ত, তখন তিনি মিরপুরে লিটন দাস, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হকদের নিয়ে কার্যক্রম শুরু করে দেন। মিরপুরে আজ সংবাদমাধ্যমকে সালাহউদ্দিন প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘বিসিবি এ সিদ্ধান্ত নিতে অনেক দেরি করেছে। তবে এটা ভালো সিদ্ধান্ত। জাতীয় দলের কোচিং প্যানেলে দেশীয় কোচদের যুক্ত করলে দেশীয় কোচদের দক্ষতা বাড়ে এবং ক্রিকেটারদের সঙ্গে কাজ করায় স্বাচ্ছন্দ্য আসে।’

ক্রিকেটে দীর্ঘ দুই দশকের ক্যারিয়ার শেষে কোচিংয়ে নতুন যাত্রা শুরু করছেন আশরাফুল। গত বছর আইসিসির ‘লেভেল ৩ - কোচ শিক্ষা কোর্স’-এর সার্টিফিকেট পেয়েছিলেন তিনি। এবার বিপিএলে রংপুর রাইডার্সের সহকারী কোচের দায়িত্বে আছেন আশরাফুল। কিন্তু ৩০ ডিসেম্বর বিপিএল শুরুর আগেই যে গ্লোবাল সুপার লিগে খেলতে হবে রংপুরকে। মিরপুরের ইনডোরে গ্লোবাল টি-টোয়েন্টি লিগের প্রস্তুতি হিসেবে আজ রংপুরের প্রথম অনুশীলন সেশনে ছিলেন আশরাফুল। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, ‘দুই যুগেরও বেশি সময় ক্রিকেট খেলেছি। কিন্তু এখন কোচিং পেশায় এসেছি। এখানে অনেক কিছু শেখার সুযোগ আছে। আগে শিখতে চাই, তারপর বড় জায়গায় জিতে চাই। শেখার প্রক্রিয়াটাকে উপভোগ করতে চাই। নিজের দক্ষতা বাড়িয়ে বিসিবির কোচিংয়ের রাডারে আসতে চাই, তবে এখনই নয়।’

বিপিএলে আশরাফুলের রংপুরে প্রধান কোচের দায়িত্বে থাকছেন মিকি আর্থার। কোচিং ক্যারিয়ারে আশরাফুলের শেখার আগ্রহ যে অনেক, সেটা আজ তাঁর কথায় বোঝা গেছে। বাংলাদেশের তারকা এই ব্যাটার বলেন, ‘গত বছরই রংপুরের কোচিং প্যানেলে যুক্ত হওয়ার কথা ছিল, তবে এবার যুক্ত হলাম। রংপুরের পাশাপাশি একটি একাডেমিতেও কোচিং করছি। এই পেশাটা উপভোগ করতে চাই এবং ভবিষ্যতে আরও কিছু শেখার পরিকল্পনা রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত