
বাংলাদেশ-ভারত ম্যাচের উত্তেজনা ছাপিয়ে আলোচিত ইস্যু হয়ে দাঁড়ায় আম্পায়ারিং। ভারতের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনে সাবেক ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) তুমুল সমালোচনা করেছেন। এবার এ ব্যাপারে কথা বললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি রজার বিনি। বিনির দাবি, আইসিসির থেকে ভারত কোনো সুবিধা পায়নি।
গত ২ নভেম্বর অ্যাডিলেডে মুখোমুখি হয় বাংলাদেশ-ভারত। এই ম্যাচে আম্পায়ারদের বেশ কিছু সিদ্ধান্ত ছিল বিতর্কিত। বিরাট কোহলির বিরুদ্ধে ফেক ফিল্ডিংয়ের অভিযোগ তোলার পরও আম্পায়াররা তা আমলে নেননি। এমনকি বৃষ্টি থামার পর ভেজা আউটফিল্ডে খেলোয়াড়দের তড়িঘড়ি করে খেলতে নামানোর অভিযোগও উঠেছে। ম্যাচ শেষে নেটিজেনরা বিসিসিআই ও আইসিসিকে কড়া বিদ্রূপ করেছেন।
তুমুল বিতর্কিত আম্পায়ারিং ইস্যু নিয়ে কথা বললেন বিনি। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘এটা সত্য না। আমার মনে হয় না আইসিসির থেকে আমরা সুবিধা পেয়েছি। সবার সঙ্গে একই আচরণ করা হয়। এটা বলার কোনো সুযোগ নেই। আমরা অন্য দলগুলোর থেকে কী পাই? ভারত ক্রিকেটের বড় পরাশক্তি, কিন্তু আমরা সবাইকে সমান চোখে দেখি।’
৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ-২-এর পয়েন্ট তালিকার শীর্ষে এখন ভারত। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৫। বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই সমান ৪ পয়েন্ট। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় তিনে পাকিস্তান এবং চারে বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে জিম্বাবুয়ে এবং ২ পয়েন্ট নিয়ে তলানিতে নেদারল্যান্ডস। গ্রুপ-২-এর বাকি থাকা ম্যাচ তিনটি হবে আগামীকাল।

বাংলাদেশ-ভারত ম্যাচের উত্তেজনা ছাপিয়ে আলোচিত ইস্যু হয়ে দাঁড়ায় আম্পায়ারিং। ভারতের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনে সাবেক ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) তুমুল সমালোচনা করেছেন। এবার এ ব্যাপারে কথা বললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি রজার বিনি। বিনির দাবি, আইসিসির থেকে ভারত কোনো সুবিধা পায়নি।
গত ২ নভেম্বর অ্যাডিলেডে মুখোমুখি হয় বাংলাদেশ-ভারত। এই ম্যাচে আম্পায়ারদের বেশ কিছু সিদ্ধান্ত ছিল বিতর্কিত। বিরাট কোহলির বিরুদ্ধে ফেক ফিল্ডিংয়ের অভিযোগ তোলার পরও আম্পায়াররা তা আমলে নেননি। এমনকি বৃষ্টি থামার পর ভেজা আউটফিল্ডে খেলোয়াড়দের তড়িঘড়ি করে খেলতে নামানোর অভিযোগও উঠেছে। ম্যাচ শেষে নেটিজেনরা বিসিসিআই ও আইসিসিকে কড়া বিদ্রূপ করেছেন।
তুমুল বিতর্কিত আম্পায়ারিং ইস্যু নিয়ে কথা বললেন বিনি। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘এটা সত্য না। আমার মনে হয় না আইসিসির থেকে আমরা সুবিধা পেয়েছি। সবার সঙ্গে একই আচরণ করা হয়। এটা বলার কোনো সুযোগ নেই। আমরা অন্য দলগুলোর থেকে কী পাই? ভারত ক্রিকেটের বড় পরাশক্তি, কিন্তু আমরা সবাইকে সমান চোখে দেখি।’
৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ-২-এর পয়েন্ট তালিকার শীর্ষে এখন ভারত। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৫। বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই সমান ৪ পয়েন্ট। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় তিনে পাকিস্তান এবং চারে বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে জিম্বাবুয়ে এবং ২ পয়েন্ট নিয়ে তলানিতে নেদারল্যান্ডস। গ্রুপ-২-এর বাকি থাকা ম্যাচ তিনটি হবে আগামীকাল।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
৭ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
১০ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১১ ঘণ্টা আগে
দেশে ফেরার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেত পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারায় বিসিবির পাশাপাশি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেন এই অলরাউন্ডার। সম্প্রতি আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এস
১১ ঘণ্টা আগে