
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে স্বাভাবিকভাবেই ভক্ত-সমর্থকদের আগ্রহ বেশি থাকে। পৃথিবীর যে প্রান্তেই খেলা হোক না কেন, মাঠ থাকে কানায় কানায় পরিপূর্ণ। এবারের এশিয়া কাপ শুরুর আগেও দেখা যাচ্ছে একই চিত্র। ভারত-পাকিস্তান ম্যাচ তো বটেই, বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ নিয়েও দর্শকদের তুমুল আগ্রহ।
হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় হবে এবারের এশিয়া কাপ। ৩০ আগস্ট মুলতান ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। এরপর ৩১ আগস্ট পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। পিসিবি ডট বুকমি ডট পিকে ওয়েবসাইটে টিকিট কাটতে গেলে দেখা গেছে, সব টিকিট বিক্রি হয়ে গেছে। যেখানে টিকিটের সর্বনিম্ন দাম ৫ ডলার, বাংলাদেশি মুদ্রায় ৫৪৭ টাকা আর সর্বোচ্চ ৩৫ ডলার (বাংলাদেশি ৩৮৩০ টাকা)। একই মাঠে ২ সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাচের টিকিটও শেষ। তবে এই ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ৩০ ডলার (৩২৮৩ টাকা) ও সর্বোচ্চ ৩০০ ডলার (৩২৮২৯ টাকা)।
গত বছরের মতো এবারও হবে ছয় দলের এশিয়া কাপ। ২০২৩ বিশ্বকাপ সামনে রেখে এবারের এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে। দুই গ্রুপ থেকে চার দল যাবে সুপার ফোরে। গ্রুপ ‘এ’তে রয়েছে ভারত, পাকিস্তান ও নেপাল। আর গ্রুপ ‘বি’তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সুপার ফোর থেকে সেরা দুই দল খেলবে ফাইনাল। ১৭ সেপ্টেম্বর হবে ফাইনাল। ১৩ ম্যাচের এই টুর্নামেন্টে পাকিস্তানে হবে মাত্র চার ম্যাচ এবং বাকি ৯ ম্যাচ হবে শ্রীলঙ্কায়।

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে স্বাভাবিকভাবেই ভক্ত-সমর্থকদের আগ্রহ বেশি থাকে। পৃথিবীর যে প্রান্তেই খেলা হোক না কেন, মাঠ থাকে কানায় কানায় পরিপূর্ণ। এবারের এশিয়া কাপ শুরুর আগেও দেখা যাচ্ছে একই চিত্র। ভারত-পাকিস্তান ম্যাচ তো বটেই, বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ নিয়েও দর্শকদের তুমুল আগ্রহ।
হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় হবে এবারের এশিয়া কাপ। ৩০ আগস্ট মুলতান ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। এরপর ৩১ আগস্ট পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। পিসিবি ডট বুকমি ডট পিকে ওয়েবসাইটে টিকিট কাটতে গেলে দেখা গেছে, সব টিকিট বিক্রি হয়ে গেছে। যেখানে টিকিটের সর্বনিম্ন দাম ৫ ডলার, বাংলাদেশি মুদ্রায় ৫৪৭ টাকা আর সর্বোচ্চ ৩৫ ডলার (বাংলাদেশি ৩৮৩০ টাকা)। একই মাঠে ২ সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাচের টিকিটও শেষ। তবে এই ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ৩০ ডলার (৩২৮৩ টাকা) ও সর্বোচ্চ ৩০০ ডলার (৩২৮২৯ টাকা)।
গত বছরের মতো এবারও হবে ছয় দলের এশিয়া কাপ। ২০২৩ বিশ্বকাপ সামনে রেখে এবারের এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে। দুই গ্রুপ থেকে চার দল যাবে সুপার ফোরে। গ্রুপ ‘এ’তে রয়েছে ভারত, পাকিস্তান ও নেপাল। আর গ্রুপ ‘বি’তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সুপার ফোর থেকে সেরা দুই দল খেলবে ফাইনাল। ১৭ সেপ্টেম্বর হবে ফাইনাল। ১৩ ম্যাচের এই টুর্নামেন্টে পাকিস্তানে হবে মাত্র চার ম্যাচ এবং বাকি ৯ ম্যাচ হবে শ্রীলঙ্কায়।

বুলাওয়েতে গতকাল বিকেলে টসের সময় হাত মেলাননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে করমর্দন করেননি। সামাজিক মাধ্যমে মুহূর্তেই সেই ঘটনা ছড়িয়ে পড়ে। অনেকেই তখন গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের ‘নো হ্যান্ডশেক’ ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।
২ মিনিট আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর নামের পাশে যুক্ত হতে পারত আরও একটি গোল। ১০০০ গোলের যে মিশনে তিনি নেমেছেন, তাতে এগিয়ে যেতে পারতেন আরও এক ধাপ। আল শাবাবের রক্ষণভাগে তিনি পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গোলটা তিনি করতে পারেননি।
১ ঘণ্টা আগে
ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। ইন্দোরে আজ বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে। আজ শেষ হবে বিপিএলের লিগ পর্ব। মিরপুরে বাংলাদেশ সময় বেলা ১টায় শুরু হবে রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস ম্যাচ।
১ ঘণ্টা আগে
বিপিএলের শেষভাগে এসে বিদেশি ক্রিকেটার উড়িয়ে নিয়ে আসা একেবারে নতুন কিছু নয়। বিশেষ করে প্লে-অফ পর্ব উতড়ে কীভাবে শিরোপা জেতা যায়, সেই লক্ষ্যে তারকা বিদেশি দলে ভেড়ানোর চেষ্টা করে ফ্র্যাঞ্চাইজিগুলো।
২ ঘণ্টা আগে