নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইসলামাবাদে ক্লাব ক্রিকেট ওভালে দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে মঙ্গলবারের প্রস্তুতি বৃষ্টিবাধায় পণ্ড হয়েছিল। হোটেলবন্দী ছিল পুরো দল। গতকাল ইসলামাবাদে বৃষ্টি থাকলেও রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ ঠিকঠাক প্রস্তুতি নিয়েছে। তবু আকাশের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে সাকিব-শান্তদের। আজ ও কাল বৃষ্টির পূর্বাভাস আছে।
শুক্রবার টেস্টের প্রথম দিনে বৃষ্টির পূর্বাভাস থাকলেও দ্বিতীয় দিন থেকে আবহাওয়া নিয়ে চিন্তা কমবে। টেস্টের শেষ চার দিন ঝকঝকে আবহাওয়া থাকার কথাই বলছে পূর্বাভাস। তবু এই মুহূর্তে রাওয়ালপিন্ডির বৃষ্টিভেজা কন্ডিশনে দুই দলকেই সমন্বয় নিয়ে ভাবতে হচ্ছে। বাংলাদেশকে অবশ্য পাকিস্তানের মতো খুব বেশি ভাবতে হচ্ছে না। দলীয় সূত্রে জানা গেছে, উইনিং কম্বিনেশন ভাঙলে বড়জোর তরুণ পেসার নাহিদ রানার জায়গায় তাসকিন আহমেদকে সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট। ফিজিওর কাছ থেকে এরই মধ্যে পেয়েছেন ছাড়পত্র। বাংলাদেশ দল অনেক দিন পর একটা টেস্ট খেলল, যেটিতে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং—তিন বিভাগেই ভালো নম্বর দিতে হচ্ছে। দ্বিতীয় টেস্টের আগে দলের একাদশ নির্বাচনে টিম ম্যানেজমেন্টকে কিছুটা মধুর সমস্যায় পড়তেই হচ্ছে।
বাংলাদেশ দল গতকাল অনুশীলনে পেস বোলিংয়ের বিপক্ষে ব্যাটিং করার চেয়ে স্পিন বোলিংয়ের বিপক্ষে বেশি সময় কাটিয়েছে। অনুশীলন নেটে স্পিনার তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান বেশ লম্বা সময় নিয়ে বোলিং করেছেন।
দ্বিতীয় টেস্টের আগে জয়ের নায়ক মুশফিকুর রহিম পেয়েছেন সুসংবাদ, ১৯১ রানের দুর্দান্ত এক ইনিংস দিয়ে ব্যাটারদের টেস্ট র্যাঙ্কিং তালিকায় উঠেছেন ১৭তম স্থানে। এর আগে ২০২২ ও ২০২৩ সালে একই অবস্থানে উঠেছিলেন ‘মিস্টার ডিফেন্ডেবল’ উইকেটরক্ষক ব্যাটার। তাঁর বর্তমানে ৬৮৪ রেটিং পয়েন্টও ক্যারিয়ারসেরা। সিরিজের শেষ টেস্টের আগে দলের সেরা ব্যাটারের এই সুখবর তাঁকে আরও উজ্জীবিত করবে নিশ্চিত।

ইসলামাবাদে ক্লাব ক্রিকেট ওভালে দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে মঙ্গলবারের প্রস্তুতি বৃষ্টিবাধায় পণ্ড হয়েছিল। হোটেলবন্দী ছিল পুরো দল। গতকাল ইসলামাবাদে বৃষ্টি থাকলেও রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ ঠিকঠাক প্রস্তুতি নিয়েছে। তবু আকাশের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে সাকিব-শান্তদের। আজ ও কাল বৃষ্টির পূর্বাভাস আছে।
শুক্রবার টেস্টের প্রথম দিনে বৃষ্টির পূর্বাভাস থাকলেও দ্বিতীয় দিন থেকে আবহাওয়া নিয়ে চিন্তা কমবে। টেস্টের শেষ চার দিন ঝকঝকে আবহাওয়া থাকার কথাই বলছে পূর্বাভাস। তবু এই মুহূর্তে রাওয়ালপিন্ডির বৃষ্টিভেজা কন্ডিশনে দুই দলকেই সমন্বয় নিয়ে ভাবতে হচ্ছে। বাংলাদেশকে অবশ্য পাকিস্তানের মতো খুব বেশি ভাবতে হচ্ছে না। দলীয় সূত্রে জানা গেছে, উইনিং কম্বিনেশন ভাঙলে বড়জোর তরুণ পেসার নাহিদ রানার জায়গায় তাসকিন আহমেদকে সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট। ফিজিওর কাছ থেকে এরই মধ্যে পেয়েছেন ছাড়পত্র। বাংলাদেশ দল অনেক দিন পর একটা টেস্ট খেলল, যেটিতে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং—তিন বিভাগেই ভালো নম্বর দিতে হচ্ছে। দ্বিতীয় টেস্টের আগে দলের একাদশ নির্বাচনে টিম ম্যানেজমেন্টকে কিছুটা মধুর সমস্যায় পড়তেই হচ্ছে।
বাংলাদেশ দল গতকাল অনুশীলনে পেস বোলিংয়ের বিপক্ষে ব্যাটিং করার চেয়ে স্পিন বোলিংয়ের বিপক্ষে বেশি সময় কাটিয়েছে। অনুশীলন নেটে স্পিনার তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান বেশ লম্বা সময় নিয়ে বোলিং করেছেন।
দ্বিতীয় টেস্টের আগে জয়ের নায়ক মুশফিকুর রহিম পেয়েছেন সুসংবাদ, ১৯১ রানের দুর্দান্ত এক ইনিংস দিয়ে ব্যাটারদের টেস্ট র্যাঙ্কিং তালিকায় উঠেছেন ১৭তম স্থানে। এর আগে ২০২২ ও ২০২৩ সালে একই অবস্থানে উঠেছিলেন ‘মিস্টার ডিফেন্ডেবল’ উইকেটরক্ষক ব্যাটার। তাঁর বর্তমানে ৬৮৪ রেটিং পয়েন্টও ক্যারিয়ারসেরা। সিরিজের শেষ টেস্টের আগে দলের সেরা ব্যাটারের এই সুখবর তাঁকে আরও উজ্জীবিত করবে নিশ্চিত।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১০ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১১ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১২ ঘণ্টা আগে