ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের ব্যাটাররা চোখে সর্ষেফুল দেখলেও শ্রীলঙ্কা ব্যাটিং করেছে সাবলীলভাবে। কখনো রক্ষণাত্মক, কখনো আক্রমণাত্মক—ম্যাচের পরিস্থিতি বুঝে খেলেছেন লঙ্কান ব্যাটাররা। রানের পাহাড় গড়া স্বাগতিকদের অলআউট করতে ১১৭ ওভার বোলিং করতে হয়েছে বাংলাদেশকে।
কলম্বোতে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং নিলেও নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ স্কোরবোর্ডে পর্যাপ্ত রান জমা করতে পারেনি। ৭৯.৩ ওভার ব্যাটিং করে ২৪৭ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের চেয়ে ৩৭ ওভার বেশি ব্যাটিং করে ২১১ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা। স্বাগতিকেরা অলআউট হয়েছে ৪৫৮ রানে।
প্রথম ইনিংসে ৭৮ ওভারে ২ উইকেটে ২৯০ রানে আজ শ্রীলঙ্কা তৃতীয় দিনের খেলা শুরু করে। দিনের প্রথম সেশনে লঙ্কানরা নিয়মিত বিরতিতে উইকেট হারালেও রানের চাকা সচল রেখেছে। ১০৩ ওভারে ৬ উইকেটে ৪০১ রানে দিনের প্রথম সেশনের খেলা শেষ করে স্বাগতিকেরা। মধ্যাহ্নভোজের বিরতির আগে লঙ্কানরা যে ৪ উইকেট হারিয়েছে, তার মধ্যে দুটি নিয়েছেন তাইজুল ইসলাম। নাহিদ রানা ও নাঈম হাসান পেয়েছেন একটি করে উইকেট।
তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতির পর আক্রমণাত্মক খেলা চালু রাখে শ্রীলঙ্কা। বিশেষ করে কুশল মেন্ডিস খেলতে থাকেন ওয়ানডে মেজাজে। যদিও ১১তম টেস্ট সেঞ্চুরিটা তিনি পাননি। ১১৭তম ওভারের প্রথম বলে তাইজুলকে ডিপ কভারে ঠেলে ২ রান নিতে যান মেন্ডিস। এই ২ রান নেওয়াটাই কাল হয়ে দাঁড়াল মেন্ডিসের জন্য। টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি থেকে ১৬ রান দূরে থাকতে আউট হয়েছেন তিনি। ৮৭ বলে ৮ চার ও ২ ছক্কায় ৮৪ রান করেছেন লঙ্কান উইকেটরক্ষক ব্যাটার।
মেন্ডিস আউট হওয়ার চার বলের মধ্যে শ্রীলঙ্কা অলআউট হয়ে যায়। ১১৭তম ওভারের পঞ্চম বলে আসিথা ফার্নান্দো তুলে মারতে যান তাইজুলকে। মিড অনে সাদমান ইসলাম ক্যাচ ধরলে ১১৬.৫ ওভারে ৪৫৮ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। তাইজুল নিয়েছেন ৫ উইকেট। নাঈম হাসান পেয়েছেন ৩ উইকেট। নাহিদ রানা পেয়েছেন এক উইকেট। লঙ্কান ব্যাটারদের মধ্যে কুশল মেন্ডিস হয়েছেন রানআউট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৬ রান করেছে বাংলাদেশ।

বাংলাদেশের ব্যাটাররা চোখে সর্ষেফুল দেখলেও শ্রীলঙ্কা ব্যাটিং করেছে সাবলীলভাবে। কখনো রক্ষণাত্মক, কখনো আক্রমণাত্মক—ম্যাচের পরিস্থিতি বুঝে খেলেছেন লঙ্কান ব্যাটাররা। রানের পাহাড় গড়া স্বাগতিকদের অলআউট করতে ১১৭ ওভার বোলিং করতে হয়েছে বাংলাদেশকে।
কলম্বোতে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং নিলেও নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ স্কোরবোর্ডে পর্যাপ্ত রান জমা করতে পারেনি। ৭৯.৩ ওভার ব্যাটিং করে ২৪৭ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের চেয়ে ৩৭ ওভার বেশি ব্যাটিং করে ২১১ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা। স্বাগতিকেরা অলআউট হয়েছে ৪৫৮ রানে।
প্রথম ইনিংসে ৭৮ ওভারে ২ উইকেটে ২৯০ রানে আজ শ্রীলঙ্কা তৃতীয় দিনের খেলা শুরু করে। দিনের প্রথম সেশনে লঙ্কানরা নিয়মিত বিরতিতে উইকেট হারালেও রানের চাকা সচল রেখেছে। ১০৩ ওভারে ৬ উইকেটে ৪০১ রানে দিনের প্রথম সেশনের খেলা শেষ করে স্বাগতিকেরা। মধ্যাহ্নভোজের বিরতির আগে লঙ্কানরা যে ৪ উইকেট হারিয়েছে, তার মধ্যে দুটি নিয়েছেন তাইজুল ইসলাম। নাহিদ রানা ও নাঈম হাসান পেয়েছেন একটি করে উইকেট।
তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতির পর আক্রমণাত্মক খেলা চালু রাখে শ্রীলঙ্কা। বিশেষ করে কুশল মেন্ডিস খেলতে থাকেন ওয়ানডে মেজাজে। যদিও ১১তম টেস্ট সেঞ্চুরিটা তিনি পাননি। ১১৭তম ওভারের প্রথম বলে তাইজুলকে ডিপ কভারে ঠেলে ২ রান নিতে যান মেন্ডিস। এই ২ রান নেওয়াটাই কাল হয়ে দাঁড়াল মেন্ডিসের জন্য। টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি থেকে ১৬ রান দূরে থাকতে আউট হয়েছেন তিনি। ৮৭ বলে ৮ চার ও ২ ছক্কায় ৮৪ রান করেছেন লঙ্কান উইকেটরক্ষক ব্যাটার।
মেন্ডিস আউট হওয়ার চার বলের মধ্যে শ্রীলঙ্কা অলআউট হয়ে যায়। ১১৭তম ওভারের পঞ্চম বলে আসিথা ফার্নান্দো তুলে মারতে যান তাইজুলকে। মিড অনে সাদমান ইসলাম ক্যাচ ধরলে ১১৬.৫ ওভারে ৪৫৮ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। তাইজুল নিয়েছেন ৫ উইকেট। নাঈম হাসান পেয়েছেন ৩ উইকেট। নাহিদ রানা পেয়েছেন এক উইকেট। লঙ্কান ব্যাটারদের মধ্যে কুশল মেন্ডিস হয়েছেন রানআউট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৬ রান করেছে বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৫ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৫ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
৭ ঘণ্টা আগে