ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের ব্যাটাররা চোখে সর্ষেফুল দেখলেও শ্রীলঙ্কা ব্যাটিং করেছে সাবলীলভাবে। কখনো রক্ষণাত্মক, কখনো আক্রমণাত্মক—ম্যাচের পরিস্থিতি বুঝে খেলেছেন লঙ্কান ব্যাটাররা। রানের পাহাড় গড়া স্বাগতিকদের অলআউট করতে ১১৭ ওভার বোলিং করতে হয়েছে বাংলাদেশকে।
কলম্বোতে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং নিলেও নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ স্কোরবোর্ডে পর্যাপ্ত রান জমা করতে পারেনি। ৭৯.৩ ওভার ব্যাটিং করে ২৪৭ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের চেয়ে ৩৭ ওভার বেশি ব্যাটিং করে ২১১ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা। স্বাগতিকেরা অলআউট হয়েছে ৪৫৮ রানে।
প্রথম ইনিংসে ৭৮ ওভারে ২ উইকেটে ২৯০ রানে আজ শ্রীলঙ্কা তৃতীয় দিনের খেলা শুরু করে। দিনের প্রথম সেশনে লঙ্কানরা নিয়মিত বিরতিতে উইকেট হারালেও রানের চাকা সচল রেখেছে। ১০৩ ওভারে ৬ উইকেটে ৪০১ রানে দিনের প্রথম সেশনের খেলা শেষ করে স্বাগতিকেরা। মধ্যাহ্নভোজের বিরতির আগে লঙ্কানরা যে ৪ উইকেট হারিয়েছে, তার মধ্যে দুটি নিয়েছেন তাইজুল ইসলাম। নাহিদ রানা ও নাঈম হাসান পেয়েছেন একটি করে উইকেট।
তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতির পর আক্রমণাত্মক খেলা চালু রাখে শ্রীলঙ্কা। বিশেষ করে কুশল মেন্ডিস খেলতে থাকেন ওয়ানডে মেজাজে। যদিও ১১তম টেস্ট সেঞ্চুরিটা তিনি পাননি। ১১৭তম ওভারের প্রথম বলে তাইজুলকে ডিপ কভারে ঠেলে ২ রান নিতে যান মেন্ডিস। এই ২ রান নেওয়াটাই কাল হয়ে দাঁড়াল মেন্ডিসের জন্য। টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি থেকে ১৬ রান দূরে থাকতে আউট হয়েছেন তিনি। ৮৭ বলে ৮ চার ও ২ ছক্কায় ৮৪ রান করেছেন লঙ্কান উইকেটরক্ষক ব্যাটার।
মেন্ডিস আউট হওয়ার চার বলের মধ্যে শ্রীলঙ্কা অলআউট হয়ে যায়। ১১৭তম ওভারের পঞ্চম বলে আসিথা ফার্নান্দো তুলে মারতে যান তাইজুলকে। মিড অনে সাদমান ইসলাম ক্যাচ ধরলে ১১৬.৫ ওভারে ৪৫৮ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। তাইজুল নিয়েছেন ৫ উইকেট। নাঈম হাসান পেয়েছেন ৩ উইকেট। নাহিদ রানা পেয়েছেন এক উইকেট। লঙ্কান ব্যাটারদের মধ্যে কুশল মেন্ডিস হয়েছেন রানআউট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৬ রান করেছে বাংলাদেশ।

বাংলাদেশের ব্যাটাররা চোখে সর্ষেফুল দেখলেও শ্রীলঙ্কা ব্যাটিং করেছে সাবলীলভাবে। কখনো রক্ষণাত্মক, কখনো আক্রমণাত্মক—ম্যাচের পরিস্থিতি বুঝে খেলেছেন লঙ্কান ব্যাটাররা। রানের পাহাড় গড়া স্বাগতিকদের অলআউট করতে ১১৭ ওভার বোলিং করতে হয়েছে বাংলাদেশকে।
কলম্বোতে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং নিলেও নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ স্কোরবোর্ডে পর্যাপ্ত রান জমা করতে পারেনি। ৭৯.৩ ওভার ব্যাটিং করে ২৪৭ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের চেয়ে ৩৭ ওভার বেশি ব্যাটিং করে ২১১ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা। স্বাগতিকেরা অলআউট হয়েছে ৪৫৮ রানে।
প্রথম ইনিংসে ৭৮ ওভারে ২ উইকেটে ২৯০ রানে আজ শ্রীলঙ্কা তৃতীয় দিনের খেলা শুরু করে। দিনের প্রথম সেশনে লঙ্কানরা নিয়মিত বিরতিতে উইকেট হারালেও রানের চাকা সচল রেখেছে। ১০৩ ওভারে ৬ উইকেটে ৪০১ রানে দিনের প্রথম সেশনের খেলা শেষ করে স্বাগতিকেরা। মধ্যাহ্নভোজের বিরতির আগে লঙ্কানরা যে ৪ উইকেট হারিয়েছে, তার মধ্যে দুটি নিয়েছেন তাইজুল ইসলাম। নাহিদ রানা ও নাঈম হাসান পেয়েছেন একটি করে উইকেট।
তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতির পর আক্রমণাত্মক খেলা চালু রাখে শ্রীলঙ্কা। বিশেষ করে কুশল মেন্ডিস খেলতে থাকেন ওয়ানডে মেজাজে। যদিও ১১তম টেস্ট সেঞ্চুরিটা তিনি পাননি। ১১৭তম ওভারের প্রথম বলে তাইজুলকে ডিপ কভারে ঠেলে ২ রান নিতে যান মেন্ডিস। এই ২ রান নেওয়াটাই কাল হয়ে দাঁড়াল মেন্ডিসের জন্য। টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি থেকে ১৬ রান দূরে থাকতে আউট হয়েছেন তিনি। ৮৭ বলে ৮ চার ও ২ ছক্কায় ৮৪ রান করেছেন লঙ্কান উইকেটরক্ষক ব্যাটার।
মেন্ডিস আউট হওয়ার চার বলের মধ্যে শ্রীলঙ্কা অলআউট হয়ে যায়। ১১৭তম ওভারের পঞ্চম বলে আসিথা ফার্নান্দো তুলে মারতে যান তাইজুলকে। মিড অনে সাদমান ইসলাম ক্যাচ ধরলে ১১৬.৫ ওভারে ৪৫৮ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। তাইজুল নিয়েছেন ৫ উইকেট। নাঈম হাসান পেয়েছেন ৩ উইকেট। নাহিদ রানা পেয়েছেন এক উইকেট। লঙ্কান ব্যাটারদের মধ্যে কুশল মেন্ডিস হয়েছেন রানআউট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৬ রান করেছে বাংলাদেশ।

চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু টানা দুই হারে কিছুটা বিপর্যস্ত নুরুল হাসান সোহানের দল। নোয়াখালী এক্সপ্রেসের পর গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরেছে তারা। নিজেদের অষ্টম ম্যাচে আজ রংপুরের প্রতিপক্ষ সিলেট টাইটানস। দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে রা
৭ মিনিট আগে
২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১৩ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৭ ঘণ্টা আগে