ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের ব্যাটাররা চোখে সর্ষেফুল দেখলেও শ্রীলঙ্কা ব্যাটিং করেছে সাবলীলভাবে। কখনো রক্ষণাত্মক, কখনো আক্রমণাত্মক—ম্যাচের পরিস্থিতি বুঝে খেলেছেন লঙ্কান ব্যাটাররা। রানের পাহাড় গড়া স্বাগতিকদের অলআউট করতে ১১৭ ওভার বোলিং করতে হয়েছে বাংলাদেশকে।
কলম্বোতে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং নিলেও নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ স্কোরবোর্ডে পর্যাপ্ত রান জমা করতে পারেনি। ৭৯.৩ ওভার ব্যাটিং করে ২৪৭ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের চেয়ে ৩৭ ওভার বেশি ব্যাটিং করে ২১১ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা। স্বাগতিকেরা অলআউট হয়েছে ৪৫৮ রানে।
প্রথম ইনিংসে ৭৮ ওভারে ২ উইকেটে ২৯০ রানে আজ শ্রীলঙ্কা তৃতীয় দিনের খেলা শুরু করে। দিনের প্রথম সেশনে লঙ্কানরা নিয়মিত বিরতিতে উইকেট হারালেও রানের চাকা সচল রেখেছে। ১০৩ ওভারে ৬ উইকেটে ৪০১ রানে দিনের প্রথম সেশনের খেলা শেষ করে স্বাগতিকেরা। মধ্যাহ্নভোজের বিরতির আগে লঙ্কানরা যে ৪ উইকেট হারিয়েছে, তার মধ্যে দুটি নিয়েছেন তাইজুল ইসলাম। নাহিদ রানা ও নাঈম হাসান পেয়েছেন একটি করে উইকেট।
তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতির পর আক্রমণাত্মক খেলা চালু রাখে শ্রীলঙ্কা। বিশেষ করে কুশল মেন্ডিস খেলতে থাকেন ওয়ানডে মেজাজে। যদিও ১১তম টেস্ট সেঞ্চুরিটা তিনি পাননি। ১১৭তম ওভারের প্রথম বলে তাইজুলকে ডিপ কভারে ঠেলে ২ রান নিতে যান মেন্ডিস। এই ২ রান নেওয়াটাই কাল হয়ে দাঁড়াল মেন্ডিসের জন্য। টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি থেকে ১৬ রান দূরে থাকতে আউট হয়েছেন তিনি। ৮৭ বলে ৮ চার ও ২ ছক্কায় ৮৪ রান করেছেন লঙ্কান উইকেটরক্ষক ব্যাটার।
মেন্ডিস আউট হওয়ার চার বলের মধ্যে শ্রীলঙ্কা অলআউট হয়ে যায়। ১১৭তম ওভারের পঞ্চম বলে আসিথা ফার্নান্দো তুলে মারতে যান তাইজুলকে। মিড অনে সাদমান ইসলাম ক্যাচ ধরলে ১১৬.৫ ওভারে ৪৫৮ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। তাইজুল নিয়েছেন ৫ উইকেট। নাঈম হাসান পেয়েছেন ৩ উইকেট। নাহিদ রানা পেয়েছেন এক উইকেট। লঙ্কান ব্যাটারদের মধ্যে কুশল মেন্ডিস হয়েছেন রানআউট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৬ রান করেছে বাংলাদেশ।

বাংলাদেশের ব্যাটাররা চোখে সর্ষেফুল দেখলেও শ্রীলঙ্কা ব্যাটিং করেছে সাবলীলভাবে। কখনো রক্ষণাত্মক, কখনো আক্রমণাত্মক—ম্যাচের পরিস্থিতি বুঝে খেলেছেন লঙ্কান ব্যাটাররা। রানের পাহাড় গড়া স্বাগতিকদের অলআউট করতে ১১৭ ওভার বোলিং করতে হয়েছে বাংলাদেশকে।
কলম্বোতে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং নিলেও নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ স্কোরবোর্ডে পর্যাপ্ত রান জমা করতে পারেনি। ৭৯.৩ ওভার ব্যাটিং করে ২৪৭ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের চেয়ে ৩৭ ওভার বেশি ব্যাটিং করে ২১১ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা। স্বাগতিকেরা অলআউট হয়েছে ৪৫৮ রানে।
প্রথম ইনিংসে ৭৮ ওভারে ২ উইকেটে ২৯০ রানে আজ শ্রীলঙ্কা তৃতীয় দিনের খেলা শুরু করে। দিনের প্রথম সেশনে লঙ্কানরা নিয়মিত বিরতিতে উইকেট হারালেও রানের চাকা সচল রেখেছে। ১০৩ ওভারে ৬ উইকেটে ৪০১ রানে দিনের প্রথম সেশনের খেলা শেষ করে স্বাগতিকেরা। মধ্যাহ্নভোজের বিরতির আগে লঙ্কানরা যে ৪ উইকেট হারিয়েছে, তার মধ্যে দুটি নিয়েছেন তাইজুল ইসলাম। নাহিদ রানা ও নাঈম হাসান পেয়েছেন একটি করে উইকেট।
তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতির পর আক্রমণাত্মক খেলা চালু রাখে শ্রীলঙ্কা। বিশেষ করে কুশল মেন্ডিস খেলতে থাকেন ওয়ানডে মেজাজে। যদিও ১১তম টেস্ট সেঞ্চুরিটা তিনি পাননি। ১১৭তম ওভারের প্রথম বলে তাইজুলকে ডিপ কভারে ঠেলে ২ রান নিতে যান মেন্ডিস। এই ২ রান নেওয়াটাই কাল হয়ে দাঁড়াল মেন্ডিসের জন্য। টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি থেকে ১৬ রান দূরে থাকতে আউট হয়েছেন তিনি। ৮৭ বলে ৮ চার ও ২ ছক্কায় ৮৪ রান করেছেন লঙ্কান উইকেটরক্ষক ব্যাটার।
মেন্ডিস আউট হওয়ার চার বলের মধ্যে শ্রীলঙ্কা অলআউট হয়ে যায়। ১১৭তম ওভারের পঞ্চম বলে আসিথা ফার্নান্দো তুলে মারতে যান তাইজুলকে। মিড অনে সাদমান ইসলাম ক্যাচ ধরলে ১১৬.৫ ওভারে ৪৫৮ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। তাইজুল নিয়েছেন ৫ উইকেট। নাঈম হাসান পেয়েছেন ৩ উইকেট। নাহিদ রানা পেয়েছেন এক উইকেট। লঙ্কান ব্যাটারদের মধ্যে কুশল মেন্ডিস হয়েছেন রানআউট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৬ রান করেছে বাংলাদেশ।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৪ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৪ ঘণ্টা আগে