Ajker Patrika

টেস্টে ভালো করতে বিসিবির নির্বাচকদের বিশেষ পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টেস্টে ভালো করতে বিসিবির নির্বাচকদের বিশেষ পরিকল্পনা

টেস্ট ক্রিকেটে ভালো করতে বিশেষ পরিকল্পনা করছে বিসিবির নির্বাচক প্যানেল। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট আরও উন্নত করতে তাঁরা শিগগির একটি প্রস্তাব দেবে ক্রিকেট বোর্ডকে। নতুন পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি বিভাগীয় দলকে বাধ্যতামূলক অনূর্ধ্ব–২৩ দল গঠন করতে হবে।

এতে বিভাগীয় পর্যায়ে লাল বলের ক্রিকেটে আরও ভালো খেলোয়াড় পাওয়া যাবে বলে মনে করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

বিভাগীয় দলগুলো সাধারণত দল তৈরি হয় জাতীয় লিগ (এনসিএল) ও বিসিএল সামনে রেখে। কিন্তু নির্বাচকেরা চাইছেন, এই দুটি ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের বাইরেও বড় দৈর্ঘ্যের ক্রিকেট খেলবে তারা। কাল মিনহাজুল আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমরা বিভাগীয় দলকে অনূর্ধ্ব–২৩ দল গঠন করতে বলব। এই দলগুলো তিন দিনের ম্যাচ খেলবে। এতে অনেক ক্রিকেটার বড় দৈর্ঘ্যের ক্রিকেটে যুক্ত হবে। এটা হলে লাল বলে আমাদের ক্রিকেটের ভিত্তিটা অনেক শক্ত হবে।’

গত এপ্রিলে করোনায় স্থগিত হয়েছে জাতীয় লিগ। লিগ ফের হবে নাকি নতুন করে এনসিএল হবে, সেটি এখনো নিশ্চিত নয়। তবে মিনহাজুল বলছেন, তাঁরা আগামী অক্টোবরের শুরুতেই নতুন মৌসুম শুরু করতে চান। প্রধান নির্বাচক বললেন, ‘অক্টোবর থেকে করোনা পরিস্থিতি যদি একটু স্বাভাবিক হয়, তবে নতুন মৌসুম শুরু করতে পারব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত