
ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। অপ্রয়োজনীয় প্রকল্পে অযাচিত সরকারি ব্যয় দ্বীপ দেশটির বিপর্যয় ডেকে এনেছে। এ নিয়ে যখন বিক্ষোভে উত্তাল গোটা দেশ, তখনই বাংলাদেশ সফরে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।
এবারের সফরে মুমিনুল হক-মুশফিকুর রহিমদের বিপক্ষে শুধু টেস্ট সিরিজ খেলবে লঙ্কানরা। গতকাল দুপুরে ঢাকায় পৌঁছার পর বিশ্রামে ছিল সফরকারীরা। আজ সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে তারা।
তবে দলের সঙ্গে আসেননি অধিনায়ক দিমুথ করুণারত্নে ও পেস বোলিং অলরাউন্ডার চামিকা করুণারত্নে। দুই করুণারত্নে ঢাকায় আসছেন আজ।
লঙ্কান দলপতি দিমুথ ব্যস্ত ছিলেন ইয়র্কশায়ারের হয়ে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে। এসেক্সের বিপক্ষে তাঁর দলের ম্যাচ শেষ হয়েছে গত রাতে। কাউন্টির পাট চুকিয়ে তড়িঘড়ি আজ বিকেলেই বাংলাদেশে আসছেন তিনি।
আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে এত দিন ভারতে অবস্থান করছিলেন চামিকা। ২৫ বছর বয়সী অলরাউন্ডারকে ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিটির হয়ে শুধু বেঞ্চই গরম করতে হয়েছে তাঁকে।
কলকাতার একটি ম্যাচেও একাদশে সুযোগ না পাওয়া চামিকা জাতীয় দলের ডাকে সাড়া দিয়ে আসছেন বাংলাদেশে। আজ সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা তাঁর।
আগামীকাল থেকে বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। প্রতিপক্ষ বিসিবি একাদশ। আগের সূচি অনুযায়ী, ম্যাচটি হওয়ার কথা ছিল চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে।
প্রস্তুতি ম্যাচ খেলেই অবশ্য চট্টগ্রাম যাবে সফরকারীরা। সেখানে তাদের অপেক্ষায় স্বাগতিক বাংলাদেশ। ১৫ মে বন্দর নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু প্রথম টেস্ট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেষ টেস্ট ২৩ মে থেকে।

ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। অপ্রয়োজনীয় প্রকল্পে অযাচিত সরকারি ব্যয় দ্বীপ দেশটির বিপর্যয় ডেকে এনেছে। এ নিয়ে যখন বিক্ষোভে উত্তাল গোটা দেশ, তখনই বাংলাদেশ সফরে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।
এবারের সফরে মুমিনুল হক-মুশফিকুর রহিমদের বিপক্ষে শুধু টেস্ট সিরিজ খেলবে লঙ্কানরা। গতকাল দুপুরে ঢাকায় পৌঁছার পর বিশ্রামে ছিল সফরকারীরা। আজ সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে তারা।
তবে দলের সঙ্গে আসেননি অধিনায়ক দিমুথ করুণারত্নে ও পেস বোলিং অলরাউন্ডার চামিকা করুণারত্নে। দুই করুণারত্নে ঢাকায় আসছেন আজ।
লঙ্কান দলপতি দিমুথ ব্যস্ত ছিলেন ইয়র্কশায়ারের হয়ে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে। এসেক্সের বিপক্ষে তাঁর দলের ম্যাচ শেষ হয়েছে গত রাতে। কাউন্টির পাট চুকিয়ে তড়িঘড়ি আজ বিকেলেই বাংলাদেশে আসছেন তিনি।
আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে এত দিন ভারতে অবস্থান করছিলেন চামিকা। ২৫ বছর বয়সী অলরাউন্ডারকে ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিটির হয়ে শুধু বেঞ্চই গরম করতে হয়েছে তাঁকে।
কলকাতার একটি ম্যাচেও একাদশে সুযোগ না পাওয়া চামিকা জাতীয় দলের ডাকে সাড়া দিয়ে আসছেন বাংলাদেশে। আজ সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা তাঁর।
আগামীকাল থেকে বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। প্রতিপক্ষ বিসিবি একাদশ। আগের সূচি অনুযায়ী, ম্যাচটি হওয়ার কথা ছিল চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে।
প্রস্তুতি ম্যাচ খেলেই অবশ্য চট্টগ্রাম যাবে সফরকারীরা। সেখানে তাদের অপেক্ষায় স্বাগতিক বাংলাদেশ। ১৫ মে বন্দর নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু প্রথম টেস্ট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেষ টেস্ট ২৩ মে থেকে।

শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু চট্টগ্রাম রয়্যালসের দাপটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের পর্বের লিগ টেবিলের দুইয়ে নেমে যেতে হয়েছে তাদের। হারানো সিংহাসন ফিরে পাওয়ার মিশনে আজ দুপুরে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিট
৪০ মিনিট আগে
বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ার মোহাম্মদ সালাহর। চেলসি, লিভারপুলের মতো ইউরোপসেরা ক্লাবের হয়ে সম্ভাব্য সব ধরনের শিরোপা জিতেছেন এই ফরোয়ার্ড। কিন্তু কখনো মিসরের হয়ে শিরোপা উঁচিয়ে ধরা হয়নি তাঁর। সেই অপেক্ষার পালা শেষ করতে আরেকটি সুযোগ পেয়েছেন তিনি। আফ্রিকান কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে সালাহর মিসর।
১ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এল ক্লাসিকো দেখতে চাওয়ার আশা পূরণ হয়েছে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকের। এখন নির্ভার হয়ে শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে পরিকল্পনা আঁটছেন তিনি। তবে ফ্লিকের মতো নির্ভার থাকার সুযোগ নেই জাবি রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসোর। মাথার ওপর চাপ এবং ভবিষ্যতের শঙ্কা নিয়ে ফাইনালের মঞ্চ
২ ঘণ্টা আগে
নিরাপত্তার কারণে ভারতে বিশ্বকাপে খেলতে না চাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ মুহূর্তে বেশ চাপে আছে। সবচেয়ে বেশি চাপে আছেন সম্ভবত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) কি স্বস্তিতে আছে? উত্তরটা যে হ্যাঁ-সূচক নয়, সেটি ভারতীয় সংবাদমাধ্যমের খবরই বলে দিচ্ছে।
২ ঘণ্টা আগে