
ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। অপ্রয়োজনীয় প্রকল্পে অযাচিত সরকারি ব্যয় দ্বীপ দেশটির বিপর্যয় ডেকে এনেছে। এ নিয়ে যখন বিক্ষোভে উত্তাল গোটা দেশ, তখনই বাংলাদেশ সফরে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।
এবারের সফরে মুমিনুল হক-মুশফিকুর রহিমদের বিপক্ষে শুধু টেস্ট সিরিজ খেলবে লঙ্কানরা। গতকাল দুপুরে ঢাকায় পৌঁছার পর বিশ্রামে ছিল সফরকারীরা। আজ সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে তারা।
তবে দলের সঙ্গে আসেননি অধিনায়ক দিমুথ করুণারত্নে ও পেস বোলিং অলরাউন্ডার চামিকা করুণারত্নে। দুই করুণারত্নে ঢাকায় আসছেন আজ।
লঙ্কান দলপতি দিমুথ ব্যস্ত ছিলেন ইয়র্কশায়ারের হয়ে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে। এসেক্সের বিপক্ষে তাঁর দলের ম্যাচ শেষ হয়েছে গত রাতে। কাউন্টির পাট চুকিয়ে তড়িঘড়ি আজ বিকেলেই বাংলাদেশে আসছেন তিনি।
আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে এত দিন ভারতে অবস্থান করছিলেন চামিকা। ২৫ বছর বয়সী অলরাউন্ডারকে ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিটির হয়ে শুধু বেঞ্চই গরম করতে হয়েছে তাঁকে।
কলকাতার একটি ম্যাচেও একাদশে সুযোগ না পাওয়া চামিকা জাতীয় দলের ডাকে সাড়া দিয়ে আসছেন বাংলাদেশে। আজ সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা তাঁর।
আগামীকাল থেকে বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। প্রতিপক্ষ বিসিবি একাদশ। আগের সূচি অনুযায়ী, ম্যাচটি হওয়ার কথা ছিল চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে।
প্রস্তুতি ম্যাচ খেলেই অবশ্য চট্টগ্রাম যাবে সফরকারীরা। সেখানে তাদের অপেক্ষায় স্বাগতিক বাংলাদেশ। ১৫ মে বন্দর নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু প্রথম টেস্ট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেষ টেস্ট ২৩ মে থেকে।

ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। অপ্রয়োজনীয় প্রকল্পে অযাচিত সরকারি ব্যয় দ্বীপ দেশটির বিপর্যয় ডেকে এনেছে। এ নিয়ে যখন বিক্ষোভে উত্তাল গোটা দেশ, তখনই বাংলাদেশ সফরে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।
এবারের সফরে মুমিনুল হক-মুশফিকুর রহিমদের বিপক্ষে শুধু টেস্ট সিরিজ খেলবে লঙ্কানরা। গতকাল দুপুরে ঢাকায় পৌঁছার পর বিশ্রামে ছিল সফরকারীরা। আজ সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে তারা।
তবে দলের সঙ্গে আসেননি অধিনায়ক দিমুথ করুণারত্নে ও পেস বোলিং অলরাউন্ডার চামিকা করুণারত্নে। দুই করুণারত্নে ঢাকায় আসছেন আজ।
লঙ্কান দলপতি দিমুথ ব্যস্ত ছিলেন ইয়র্কশায়ারের হয়ে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে। এসেক্সের বিপক্ষে তাঁর দলের ম্যাচ শেষ হয়েছে গত রাতে। কাউন্টির পাট চুকিয়ে তড়িঘড়ি আজ বিকেলেই বাংলাদেশে আসছেন তিনি।
আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে এত দিন ভারতে অবস্থান করছিলেন চামিকা। ২৫ বছর বয়সী অলরাউন্ডারকে ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিটির হয়ে শুধু বেঞ্চই গরম করতে হয়েছে তাঁকে।
কলকাতার একটি ম্যাচেও একাদশে সুযোগ না পাওয়া চামিকা জাতীয় দলের ডাকে সাড়া দিয়ে আসছেন বাংলাদেশে। আজ সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা তাঁর।
আগামীকাল থেকে বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। প্রতিপক্ষ বিসিবি একাদশ। আগের সূচি অনুযায়ী, ম্যাচটি হওয়ার কথা ছিল চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে।
প্রস্তুতি ম্যাচ খেলেই অবশ্য চট্টগ্রাম যাবে সফরকারীরা। সেখানে তাদের অপেক্ষায় স্বাগতিক বাংলাদেশ। ১৫ মে বন্দর নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু প্রথম টেস্ট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেষ টেস্ট ২৩ মে থেকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
৪১ মিনিট আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
৪৩ মিনিট আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিন দিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের
২ ঘণ্টা আগে