লাইছ ত্বোহা, ঢাকা

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে গতকাল আক্ষেপের সুরেই নেদারল্যান্ডসের ফাস্ট বোলার লোগান ভ্যান বিক বলেছিলেন, ‘তিন হারের পর এক প্রকার জর্জরিত দল। শেষ দুই ম্যাচ থেকে অন্তত একটি জয় নিয়ে ফিরতে হবে।’ আজ অ্যাডিলেডে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে সেই আক্ষেপই যেন ঘুচালেন ডাচরা।
নেদারল্যান্ডসের এই জয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপও পেল ভিন্ন এক পূর্ণতা। ডাচদের পাশে এখন ২ পয়েন্ট। এতে চলতি বিশ্বকাপে সুপার টুয়েলভে খেলা কোনো দলই আর পয়েন্ট ছাড়া থাকল না। ১২টি দলই পয়েন্ট পেয়েছে। এর মধ্যে ১১টি দলই অন্তত একটি করে ম্যাচে জয় পেয়েছে। ৪টি ম্যাচ খেলে এখনো জয়হীন থাকল আফগানিস্তান। খেলায় না জিতলেও রশিদ খানদের পয়েন্ট পাওয়া থেকে আটকানো যায়নি। বৃষ্টির কল্যাণে দলটিও পেয়েছে ২ পয়েন্ট।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এর আগে কখনো মূল পর্বে এমন নজির দেখা যায়নি। কোনো না কোনো দলকে পয়েন্ট ছাড়াই প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয়েছিল। ২০২১ বিশ্বকাপে বাংলাদেশ ও স্কটল্যান্ড সুপার টুয়েলভে একটি ম্যাচও জিততে পারেনি। ২০১৪ ও ২০১৬ বিশ্বকাপে সুপার টেনে শুধু বাংলাদেশই কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি।
২০১২ বিশ্বকাপে সুপার এইট থেকে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড পয়েন্ট ছাড়া দেশে ফিরেছিল। ওয়েস্ট ইন্ডিজে ২০১০ বিশ্বকাপ থেকে সুপার এইট থেকে পয়েন্টশূন্য ভারতের বিদায় হয়। ২০০৯ বিশ্বকাপে ভারত ও আয়ারল্যান্ড পয়েন্ট ছাড়া বিদায় নেয়। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ইংল্যান্ড ও বাংলাদেশ সুপার এইটে কোনো পয়েন্ট পায়নি।
শুধুই তাই নয়, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বেও পয়েন্ট অর্জন করেছে সবগুলো দল। ২০ ওভারের বিশ্বকাপে আগের সাত আসরের প্রথম পর্বে এমন দৃশ্য আর দেখা যায়নি। প্রত্যেক দল অন্তত একটি করে জয় পেয়েছে।
এবারের বিশ্বকাপে ১৬টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে এখন পর্যন্ত আফগানিস্তান ছাড়া ১৫টি দলই জয়ের মুখ দেখেছে। বিশ্বকাপ থেকে ইতিমধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে আফগানদের। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ম্যাচ আছে তাদের। সেটিতে হারলে, শুধু তারাই জয়হীন থেকে যাবে। জিততে পারলে বিশ্বকাপের আসরটি অন্যবারের চেয়ে আলাদা হয়েই থাকবে।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে গতকাল আক্ষেপের সুরেই নেদারল্যান্ডসের ফাস্ট বোলার লোগান ভ্যান বিক বলেছিলেন, ‘তিন হারের পর এক প্রকার জর্জরিত দল। শেষ দুই ম্যাচ থেকে অন্তত একটি জয় নিয়ে ফিরতে হবে।’ আজ অ্যাডিলেডে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে সেই আক্ষেপই যেন ঘুচালেন ডাচরা।
নেদারল্যান্ডসের এই জয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপও পেল ভিন্ন এক পূর্ণতা। ডাচদের পাশে এখন ২ পয়েন্ট। এতে চলতি বিশ্বকাপে সুপার টুয়েলভে খেলা কোনো দলই আর পয়েন্ট ছাড়া থাকল না। ১২টি দলই পয়েন্ট পেয়েছে। এর মধ্যে ১১টি দলই অন্তত একটি করে ম্যাচে জয় পেয়েছে। ৪টি ম্যাচ খেলে এখনো জয়হীন থাকল আফগানিস্তান। খেলায় না জিতলেও রশিদ খানদের পয়েন্ট পাওয়া থেকে আটকানো যায়নি। বৃষ্টির কল্যাণে দলটিও পেয়েছে ২ পয়েন্ট।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এর আগে কখনো মূল পর্বে এমন নজির দেখা যায়নি। কোনো না কোনো দলকে পয়েন্ট ছাড়াই প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয়েছিল। ২০২১ বিশ্বকাপে বাংলাদেশ ও স্কটল্যান্ড সুপার টুয়েলভে একটি ম্যাচও জিততে পারেনি। ২০১৪ ও ২০১৬ বিশ্বকাপে সুপার টেনে শুধু বাংলাদেশই কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি।
২০১২ বিশ্বকাপে সুপার এইট থেকে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড পয়েন্ট ছাড়া দেশে ফিরেছিল। ওয়েস্ট ইন্ডিজে ২০১০ বিশ্বকাপ থেকে সুপার এইট থেকে পয়েন্টশূন্য ভারতের বিদায় হয়। ২০০৯ বিশ্বকাপে ভারত ও আয়ারল্যান্ড পয়েন্ট ছাড়া বিদায় নেয়। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ইংল্যান্ড ও বাংলাদেশ সুপার এইটে কোনো পয়েন্ট পায়নি।
শুধুই তাই নয়, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বেও পয়েন্ট অর্জন করেছে সবগুলো দল। ২০ ওভারের বিশ্বকাপে আগের সাত আসরের প্রথম পর্বে এমন দৃশ্য আর দেখা যায়নি। প্রত্যেক দল অন্তত একটি করে জয় পেয়েছে।
এবারের বিশ্বকাপে ১৬টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে এখন পর্যন্ত আফগানিস্তান ছাড়া ১৫টি দলই জয়ের মুখ দেখেছে। বিশ্বকাপ থেকে ইতিমধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে আফগানদের। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ম্যাচ আছে তাদের। সেটিতে হারলে, শুধু তারাই জয়হীন থেকে যাবে। জিততে পারলে বিশ্বকাপের আসরটি অন্যবারের চেয়ে আলাদা হয়েই থাকবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৯ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৯ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
১১ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১৪ ঘণ্টা আগে