Ajker Patrika

বাংলাদেশকে ধসিয়ে বোল্ট বললেন, এখনো অর্ধেক কাজ বাকি

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৭: ৩৫
বাংলাদেশকে ধসিয়ে বোল্ট বললেন, এখনো অর্ধেক কাজ বাকি

সপ্তাহের ব্যবধানে মুদ্রার এপিঠ-ওপিঠ দু-ই দেখে ফেলল বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে নিয়ে ক্রাইস্টচার্চে খেলতে নামা দলটির কী শোচনীয় অবস্থা! স্বাগতিকদের ৫২১ রানের জবাবে ১২৬ রানে শেষ মুমিনুল হকের দল। 

হ্যাগলি ওভালের ঘাসে ভরা প্রাণবন্ত পিচে সুইংয়ের পসরায় বাংলাদেশকে ধসিয়ে দেওয়ার নায়ক ট্রেন্ট বোল্ট। বাঁহাতি তারকা পেসার একাই নিয়েছেন ৫ উইকেট। পাশাপাশি নিউজিল্যান্ডের চতুর্থ বোলার হিসেবে টেস্টে ৩০০ উইকেটের কীর্তি গড়েছেন। 

হাতের তালুর মতোই চেনা কন্ডিশনে বল হাতে নিয়ে দুই দিকেই সুইং করাতে থাকেন বোল্ট। লিটন দাস-নাজমুল হোসেন শান্তদের শট খেলতে প্রলুব্ধ করে নেন উইকেট। 

আজ দ্বিতীয় দিনের খেলা শেষে ৩২ বছর বয়সী বোল্ট জানিয়েছেন, শুধু ঘাস নয়; হ্যাগলি ওভালের বাতাসও সুবিধা দিয়েছে তাঁদের, ‘এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। ভিন্ন ভেন্যুতে ভিন্ন দৃশ্যপট। ঘাস ও বাতাস এতে ভূমিকা রেখেছে। আমার মনে হয় শুরুর কয়েক উইকেট ইনিংসের সুর বেঁধে দিয়েছে, ওদের (বাংলাদেশকে) চাপে রাখা গেছে। আমরা যা চেয়েছিলাম, করতে পেরেছি। ওদের সামনের পায়ে (ফ্রন্ট ফুটে) খেলতে বাধ্য করেছি।’ 

মেহেদী হাসান মিরাজকে দারুণ এক বলে বোল্ড করে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন বোল্ট। তাতে তৃপ্ত হলেও ম্যাচ জিতে সিরিজ ড্রয়েই চোখ তাঁর, ‘আমি খুশি। তবে এখনো অর্ধেক কাজ বাকি আছে।’ 

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের চেয়ে ৩৯৫ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। কিন্তু স্বাগতিকেরা আগামীকাল মুমিনুলদের ফলো-অন করাবে নাকি নিজেরাই ব্যাটিংয়ে নামবে—সেটি আনুষ্ঠানিকভাবে না জানালেও একটা আভাস দিয়ে রেখেছেন বোল্ট, ‘উইকেট কিছুটা ক্ষত তৈরি হয়েছে। নতুন বল হাতে (আগামীকাল) সকালটা দারুণ হওয়ার কথা। আমার মনে হয় এটা ভেবেই ওদের রাত কাটবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

ভোলায় তরুণকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

তেলের দাম না দিয়ে পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যা করে পালান সাবেক যুবদল নেতা, পরে আটক

এক মন্তব্যে আমাদের ক্ষতি হয়ে গেল, বলছেন বিসিবি পরিচালক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত