ক্রীড়া ডেস্ক

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আট রাউন্ডের খেলা শেষ হয়েছে। নবম রাউন্ড শুরু হচ্ছে ঈদের পর। ক্রিকেটাররা এখন কাটাচ্ছেন ঈদের ছুটি। শরীফুল ইসলাম ছুটি কাটাতে গেছেন নানা বাড়ি।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শরীফুল আজ ১৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি পুকুরে নেমেছেন ও মাছ ধরতে জাল ফেলেছেন। ভিডিওর ক্যাপশনে বাংলাদেশের বাঁহাতি পেসার লিখেছেন, ‘নানার বাড়ির আনন্দ।’ বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৯ মিনিটে এই ভিডিও পোস্ট করার তিন ঘণ্টায় প্রতিক্রিয়া ৫০ হাজার ছাড়িয়ে গেছে। লাভ, কেয়ার প্রতিক্রিয়াই সেখানে বেশি। ৯০০-এর বেশি মন্তব্য এসেছে। অনেকেই সেখানে নানা বাড়িতে শৈশবের স্মৃতি রোমন্থন করেছেন। শেয়ারও হয়েছে বেশি।
এবারের ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলছেন শরীফুল। ৭ ম্যাচে ৪.৬৫ ইকোনমিতে নিয়েছেন ১১ উইকেট। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে গত ৪ মার্চ দুর্দান্ত বোলিংয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন তিনি। ১০ ওভারে ১৪ রানে নিয়েছিলেন ৪ উইকেট। তিন ওভার মেডেন দিয়েছিলেন। ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জ এখন পয়েন্ট টেবিলের ছয়ে। ৬ এপ্রিল আবাহনী লিমিটেড-শাইনপুকুর ক্রিকেট ক্লাব ম্যাচ দিয়ে শুরু ডিপিএলের নবম রাউন্ড। শরীফুলের দল ৭ এপ্রিল পারটেক্স স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে।
ডিপিএলের আগে বিপিএলে চিটাগং কিংসের হয়ে ১৪ ম্যাচে নিয়েছিলেন ১৭ উইকেট। ইকোনমি ৯.০৬। টুর্নামেন্টের শুরুর দিকে এলোমেলো বোলিংয়ের কারণেই মূলত এমন বেশি ইকোনমি দেখাচ্ছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সঠিক লাইন-লেংথ বজায় রেখে বোলিং করেছিলেন তিনি। গুরুত্বপূর্ণ সময়ে প্রতিপক্ষের উইকেট নিয়েছিলেন। ৭ ফেব্রুয়ারি রুদ্ধশ্বাস ফাইনালে চিটাগং কিংসকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফরচুন বরিশাল।

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আট রাউন্ডের খেলা শেষ হয়েছে। নবম রাউন্ড শুরু হচ্ছে ঈদের পর। ক্রিকেটাররা এখন কাটাচ্ছেন ঈদের ছুটি। শরীফুল ইসলাম ছুটি কাটাতে গেছেন নানা বাড়ি।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শরীফুল আজ ১৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি পুকুরে নেমেছেন ও মাছ ধরতে জাল ফেলেছেন। ভিডিওর ক্যাপশনে বাংলাদেশের বাঁহাতি পেসার লিখেছেন, ‘নানার বাড়ির আনন্দ।’ বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৯ মিনিটে এই ভিডিও পোস্ট করার তিন ঘণ্টায় প্রতিক্রিয়া ৫০ হাজার ছাড়িয়ে গেছে। লাভ, কেয়ার প্রতিক্রিয়াই সেখানে বেশি। ৯০০-এর বেশি মন্তব্য এসেছে। অনেকেই সেখানে নানা বাড়িতে শৈশবের স্মৃতি রোমন্থন করেছেন। শেয়ারও হয়েছে বেশি।
এবারের ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলছেন শরীফুল। ৭ ম্যাচে ৪.৬৫ ইকোনমিতে নিয়েছেন ১১ উইকেট। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে গত ৪ মার্চ দুর্দান্ত বোলিংয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন তিনি। ১০ ওভারে ১৪ রানে নিয়েছিলেন ৪ উইকেট। তিন ওভার মেডেন দিয়েছিলেন। ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জ এখন পয়েন্ট টেবিলের ছয়ে। ৬ এপ্রিল আবাহনী লিমিটেড-শাইনপুকুর ক্রিকেট ক্লাব ম্যাচ দিয়ে শুরু ডিপিএলের নবম রাউন্ড। শরীফুলের দল ৭ এপ্রিল পারটেক্স স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে।
ডিপিএলের আগে বিপিএলে চিটাগং কিংসের হয়ে ১৪ ম্যাচে নিয়েছিলেন ১৭ উইকেট। ইকোনমি ৯.০৬। টুর্নামেন্টের শুরুর দিকে এলোমেলো বোলিংয়ের কারণেই মূলত এমন বেশি ইকোনমি দেখাচ্ছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সঠিক লাইন-লেংথ বজায় রেখে বোলিং করেছিলেন তিনি। গুরুত্বপূর্ণ সময়ে প্রতিপক্ষের উইকেট নিয়েছিলেন। ৭ ফেব্রুয়ারি রুদ্ধশ্বাস ফাইনালে চিটাগং কিংসকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফরচুন বরিশাল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
২৬ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে