
অবসরের ঘোষণার পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তামিম ইকবাল। বলতে গেলে মাশরাফি বিন মর্তুজাই ফিরিয়েছেন তামিমকে। তামিমদের মাঠের ক্রিকেটে পারফরম্যান্সে মনোযোগ দিতে বলেছেন মাশরাফি।
তামিম চট্টগ্রামে পরশু দুপুরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসরের ঘোষণা দেন। এরপর বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটারকে গতকাল মাশরাফির মাধ্যমে গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর অনুরোধে অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম। মাশরাফি এখানে ১০ বছর আগের পুরনো এক স্মৃতি মনে করিয়ে দিয়েছেন। ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন সাকিব আল হাসান। অসুস্থ সাকিবকে দেখতে অ্যাপোলো হাসপাতালে গিয়েছিলেন হাসিনা। মুশফিকের ব্যক্তিগত সমস্যা সমাধান করতে সাহায্য করেছিলেন প্রধানমন্ত্রী।
খেলার প্রতি ভালোবাসা থেকে হাসিনা এমনটা করেন বলে জানিয়েছেন মাশরাফি। খেলাধুলার প্রতি প্রধানমন্ত্রীর ভালোবাসার সম্মান রাখতে ক্রিকেটারদের মাঠের ক্রিকেটে মনোযোগী হতে বলেছেন মাশরাফি। বাংলাদেশের ক্রিকেটের সাবেক অধিনায়ক ফেসবুকে লিখেছেন, ‘সাকিবের ডেঙ্গু হলো, তিনি হাসপাতালে গিয়ে হাজির। মুশফিকের ব্যক্তিগত কথা বলতে হবে, তিনি বললেন, ‘চলে আসো গণভবনে।’ তামিম হুট করে অবসরে, তিনি ডেকে নিয়ে সমাধান করে দিলেন। এরকম আরও অনেক উদাহরণ আছে একজন নেতার, যিনি দেশের অর্থনীতি থেকে শুরু করে খেলাধুলা, সবকিছুর খেয়াল রাখেন। প্রিয় খেলোয়াড় ভাইয়েরা, এটা আপনাদের বুঝতে হবে যে, এসব তাঁর দুর্বলতা নয়, বরং তাঁর ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই তিনি আপনাদেরকে সম্মান করেন। আপনাদেরও উচিত ভালোবাসা দিয়েই সেই সম্মানটা ফিরিয়ে দেওয়া, অর্থাৎ নিজের কাজটা ঠিকভাবে করা, পুরো মনোযোগ দিয়ে খেলা ও সর্বোচ্চ চেষ্টা করা।’
মাশরাফি আরও লিখেছেন, ‘দেশের কোটি কোটি ক্রিকেট ভক্ত তাকিয়ে আপনাদের দিকে, কারণ আপনারাই পারেন দেশ ও দেশের মানুষকে আনন্দের জোয়ারে ভাসাতে। কোটি কোটি মানুষ প্রতিদিনের জীবনযুদ্ধের পরও একটু আশা নিয়ে কখনও গ্যালারিতে, কখনও টেলিভিশনের সামনে বসে আপনাদের দেখতে, স্রেফ আপনাদের ভালোবেসে আর আপনাদের কাছ থেকে একটু আনন্দ পাওয়ার আশায়। আপনাদের জয় দেখে এই মানুষগুলো ভাবে, তারা নিজেরাই জিতেছে। এই আনন্দ, এই সুখ পৃথিবীর কোনো কিছুতেই আসবে না। আপনারা জিতবেন, আমরাও জিতব, এই আশাতেই আছি আমরা।’
জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তামিম নাকি মাশরাফিকে এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের ‘মেন্টর’ হওয়ার প্রস্তাব দিয়েছেন ৷ তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কিছু জানায়নি বিসিবি ৷

অবসরের ঘোষণার পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তামিম ইকবাল। বলতে গেলে মাশরাফি বিন মর্তুজাই ফিরিয়েছেন তামিমকে। তামিমদের মাঠের ক্রিকেটে পারফরম্যান্সে মনোযোগ দিতে বলেছেন মাশরাফি।
তামিম চট্টগ্রামে পরশু দুপুরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসরের ঘোষণা দেন। এরপর বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটারকে গতকাল মাশরাফির মাধ্যমে গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর অনুরোধে অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম। মাশরাফি এখানে ১০ বছর আগের পুরনো এক স্মৃতি মনে করিয়ে দিয়েছেন। ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন সাকিব আল হাসান। অসুস্থ সাকিবকে দেখতে অ্যাপোলো হাসপাতালে গিয়েছিলেন হাসিনা। মুশফিকের ব্যক্তিগত সমস্যা সমাধান করতে সাহায্য করেছিলেন প্রধানমন্ত্রী।
খেলার প্রতি ভালোবাসা থেকে হাসিনা এমনটা করেন বলে জানিয়েছেন মাশরাফি। খেলাধুলার প্রতি প্রধানমন্ত্রীর ভালোবাসার সম্মান রাখতে ক্রিকেটারদের মাঠের ক্রিকেটে মনোযোগী হতে বলেছেন মাশরাফি। বাংলাদেশের ক্রিকেটের সাবেক অধিনায়ক ফেসবুকে লিখেছেন, ‘সাকিবের ডেঙ্গু হলো, তিনি হাসপাতালে গিয়ে হাজির। মুশফিকের ব্যক্তিগত কথা বলতে হবে, তিনি বললেন, ‘চলে আসো গণভবনে।’ তামিম হুট করে অবসরে, তিনি ডেকে নিয়ে সমাধান করে দিলেন। এরকম আরও অনেক উদাহরণ আছে একজন নেতার, যিনি দেশের অর্থনীতি থেকে শুরু করে খেলাধুলা, সবকিছুর খেয়াল রাখেন। প্রিয় খেলোয়াড় ভাইয়েরা, এটা আপনাদের বুঝতে হবে যে, এসব তাঁর দুর্বলতা নয়, বরং তাঁর ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই তিনি আপনাদেরকে সম্মান করেন। আপনাদেরও উচিত ভালোবাসা দিয়েই সেই সম্মানটা ফিরিয়ে দেওয়া, অর্থাৎ নিজের কাজটা ঠিকভাবে করা, পুরো মনোযোগ দিয়ে খেলা ও সর্বোচ্চ চেষ্টা করা।’
মাশরাফি আরও লিখেছেন, ‘দেশের কোটি কোটি ক্রিকেট ভক্ত তাকিয়ে আপনাদের দিকে, কারণ আপনারাই পারেন দেশ ও দেশের মানুষকে আনন্দের জোয়ারে ভাসাতে। কোটি কোটি মানুষ প্রতিদিনের জীবনযুদ্ধের পরও একটু আশা নিয়ে কখনও গ্যালারিতে, কখনও টেলিভিশনের সামনে বসে আপনাদের দেখতে, স্রেফ আপনাদের ভালোবেসে আর আপনাদের কাছ থেকে একটু আনন্দ পাওয়ার আশায়। আপনাদের জয় দেখে এই মানুষগুলো ভাবে, তারা নিজেরাই জিতেছে। এই আনন্দ, এই সুখ পৃথিবীর কোনো কিছুতেই আসবে না। আপনারা জিতবেন, আমরাও জিতব, এই আশাতেই আছি আমরা।’
জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তামিম নাকি মাশরাফিকে এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের ‘মেন্টর’ হওয়ার প্রস্তাব দিয়েছেন ৷ তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কিছু জানায়নি বিসিবি ৷

জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেসেখেলে জিতেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
বুলাওয়েতে গতকাল বিকেলে টসের সময় হাত মেলাননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে করমর্দন করেননি। সামাজিক মাধ্যমে মুহূর্তেই সেই ঘটনা ছড়িয়ে পড়ে। অনেকেই তখন গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের ‘নো হ্যান্ডশেক’ ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।
২ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর নামের পাশে যুক্ত হতে পারত আরও একটি গোল। ১০০০ গোলের যে মিশনে তিনি নেমেছেন, তাতে এগিয়ে যেতে পারতেন আরও এক ধাপ। আল শাবাবের রক্ষণভাগে তিনি পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গোলটা তিনি করতে পারেননি।
২ ঘণ্টা আগে
ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। ইন্দোরে আজ বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে। আজ শেষ হবে বিপিএলের লিগ পর্ব। মিরপুরে বাংলাদেশ সময় বেলা ১টায় শুরু হবে রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস ম্যাচ।
৩ ঘণ্টা আগে