
বদলে গেল আইপিএলের ফরম্যাট। রাউন্ড রবিন নয়, নতুন ফরম্যাটে ১০ দলকে দুই গ্রুপে ভাগ করে হবে আইপিএলের পরবর্তী আসর।
আট দল থেকে বেড়ে আইপিএলের দলের সংখ্যা এখন ১০। আগের রাউন্ড রবিন পদ্ধতিতে খেলা হলে বেড়ে যেত ম্যাচের সংখ্যা। দলগুলোকে তাই ভাগ করা হয়েছে দুই গ্রুপে। গ্রুপে ভাগ করা হলেও প্রতি দল খেলা পাবে ১৪টি করে।
প্রতি দলকে ১৪টি করে ম্যাচ দিতে গিয়ে বেশ জটিল এক ফরম্যাট বানিয়েছে আইপিএলের গভর্নিং বডি। প্রতি গ্রুপের পাঁচটি দল একে অপরের বিপক্ষে খেলবে দুটি করে ম্যাচ। অর্থাৎ, নির্দিষ্ট গ্রুপে একেকটি দলের ম্যাচ আটটি। বাকি ছয় ম্যাচের কোটা পূরণ করতে প্রতি দল অন্য গ্রুপের পাঁচ দলের সঙ্গে খেলবে ছয়টি ম্যাচ। এভাবে পূরণ হবে ১৪ ম্যাচের কোটা।
‘এ’ গ্রুপে আছে মুম্বাই ইন্ডিয়ানস। আইপিএলের শিরোপাধারী দলটা এই গ্রুপের শীর্ষ দল। চারবারের শিরোপাধারী চেন্নাই সুপার কিংস ‘বি’ গ্রুপের শীর্ষ দল। এভাবে শিরোপা ধরে ভাগ করা হয়েছে প্রতিটি গ্রুপ। মুম্বাইয়ের সঙ্গে ‘এ’ গ্রুপে আছে দুবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স, একবারের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও নবাগত লক্ষ্ণৌ সুপারজায়ান্টস।
‘বি’ গ্রুপে চেন্নাইয়ের বাকি চার প্রতিপক্ষ ২০১৬ সালের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস ও নবাগত গুজরাট টাইটানস।
২৬ মার্চ থেকে শুরু হবে ১৫তম আইপিএলের আসর। শেষ হবে ২৯ মে। মুম্বাইয়ের তিনটি ও পুনের একটি ভেন্যুতে হবে গ্রুপ পর্বের সব ম্যাচ। প্লে-অফের ভেন্যু নির্ধারণ হবে পরে।

বদলে গেল আইপিএলের ফরম্যাট। রাউন্ড রবিন নয়, নতুন ফরম্যাটে ১০ দলকে দুই গ্রুপে ভাগ করে হবে আইপিএলের পরবর্তী আসর।
আট দল থেকে বেড়ে আইপিএলের দলের সংখ্যা এখন ১০। আগের রাউন্ড রবিন পদ্ধতিতে খেলা হলে বেড়ে যেত ম্যাচের সংখ্যা। দলগুলোকে তাই ভাগ করা হয়েছে দুই গ্রুপে। গ্রুপে ভাগ করা হলেও প্রতি দল খেলা পাবে ১৪টি করে।
প্রতি দলকে ১৪টি করে ম্যাচ দিতে গিয়ে বেশ জটিল এক ফরম্যাট বানিয়েছে আইপিএলের গভর্নিং বডি। প্রতি গ্রুপের পাঁচটি দল একে অপরের বিপক্ষে খেলবে দুটি করে ম্যাচ। অর্থাৎ, নির্দিষ্ট গ্রুপে একেকটি দলের ম্যাচ আটটি। বাকি ছয় ম্যাচের কোটা পূরণ করতে প্রতি দল অন্য গ্রুপের পাঁচ দলের সঙ্গে খেলবে ছয়টি ম্যাচ। এভাবে পূরণ হবে ১৪ ম্যাচের কোটা।
‘এ’ গ্রুপে আছে মুম্বাই ইন্ডিয়ানস। আইপিএলের শিরোপাধারী দলটা এই গ্রুপের শীর্ষ দল। চারবারের শিরোপাধারী চেন্নাই সুপার কিংস ‘বি’ গ্রুপের শীর্ষ দল। এভাবে শিরোপা ধরে ভাগ করা হয়েছে প্রতিটি গ্রুপ। মুম্বাইয়ের সঙ্গে ‘এ’ গ্রুপে আছে দুবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স, একবারের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও নবাগত লক্ষ্ণৌ সুপারজায়ান্টস।
‘বি’ গ্রুপে চেন্নাইয়ের বাকি চার প্রতিপক্ষ ২০১৬ সালের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস ও নবাগত গুজরাট টাইটানস।
২৬ মার্চ থেকে শুরু হবে ১৫তম আইপিএলের আসর। শেষ হবে ২৯ মে। মুম্বাইয়ের তিনটি ও পুনের একটি ভেন্যুতে হবে গ্রুপ পর্বের সব ম্যাচ। প্লে-অফের ভেন্যু নির্ধারণ হবে পরে।

রিয়াল মাদ্রিদে কেন টিকতে পারলেন না জাভি আলোনসো। রিয়ালের ‘ঘরের ছেলে’ জাবি আলোনসো কোচ হিসেবে যদি টিকতে না পারেন, তাহলে বাইরে থেকে আসা কোচ কীভাবে কাজ করবেন বার্নাব্যুতে!
২২ মিনিট আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১২ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১৩ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১৩ ঘণ্টা আগে