ক্রীড়া ডেস্ক

২০২৫ আইপিএল একেবারে শেষভাগে এসে পড়েছে। এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিন দল। আর আগেভাগে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে পাঁচ দল। এরই মধ্যে মুম্বাইয়ের আবহাওয়া দিল দুঃসংবাদ। তাতে আজকের মুম্বাই ইন্ডিয়ান্স-দিল্লি ক্যাপিটালস ম্যাচ পণ্ড হতে পারে।
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়ার কথা মুম্বাই ইন্ডিয়ান্স-দিল্লি ক্যাপিটালস ম্যাচ। এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তর গতকাল মুম্বাইয়ে হলুদ সতর্কতা জারি করেছে। চার দিনের জন্য এই সতর্কতা বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী চার স্তরের মধ্যে এটা দ্বিতীয় স্তর। মুম্বাইয়ের আবহাওয়ার কী অবস্থা, সেটা অনুমান করা যাচ্ছে। মোস্তাফিজুর রহমান, অক্ষর প্যাটেলদের দিল্লির জন্য তা মোটেই সুখকর নয়।
মুম্বাইয়ের বৈরি আবহাওয়ায় মুম্বাই ইন্ডিয়ান্স-দিল্লি ক্যাপিটালস ম্যাচ পরিত্যক্ত হওয়ার আশঙ্কা করছেন দিল্লি ক্যাপিটালসের সহ-সত্ত্বাধিকারী পার্থ জিন্দাল। আইপিএল কর্তৃপক্ষের কাছে জিন্দাল কত রাতে কী মেইল লিখেছেন, সেটা জানতে পেরেছে ক্রিকইনফো। জিন্দাল লিখেছেন, ‘আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী মুম্বাইয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। খুব সম্ভবত ম্যাচটি (দিল্লি-মুম্বাই) পরিত্যক্ত হতে যাচ্ছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ যেমন লিগের স্বার্থে বেঙ্গালুরু থেকে সরে গেছে। আমার অনুরোধ আগামীকালের ম্যাচ (দিল্লি-মুম্বাই) ঠিকমতো পরিচালনার স্বার্থে ভেন্যু সরিয়ে অন্য কোথাও নেওয়া উচিত। ৬ দিন আগেই আমরা জানি মুম্বাইয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’
গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু—এই তিন দল আইপিএলের প্লে অফ নিশ্চিত করেছে। একটি জায়গার জন্য লড়াই চলছে মুম্বাই ও দিল্লির। আজ রাতে হতে যাওয়া মুম্বাই-দিল্লি ম্যাচটি তাই গুরুত্বপূর্ণ। মুম্বাই জিতলে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে উঠে যাবে প্লে অফে। কারণ, দিল্লি তখন ১৩ ম্যাচে ১৩ পয়েন্টই থাকবে। হাতে থাকা পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচটি এরপর জিতলেও দিল্লির কোনো কাজে আসবে না। তবে দিল্লি জিতলে ঝুলে থাকবে মুম্বাইও। সেক্ষেত্রে মুম্বাইয়ের বাকি থাকা ম্যাচটি অবশ্যই জিততে হবে। একই সঙ্গে প্রার্থনা করতে হবে, দিল্লি যেন পাঞ্জাবের কাছে হারে। কাকতালীয়ভাবে মুম্বাইয়ের লিগ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ পাঞ্জাব।
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে আইপিএল এক সপ্তাহ স্থগিত হয়েছিল। পুনরায় শুরু হওয়ার পর অনেক ম্যাচের ভেন্যুও বদলে গেছে। এমনকি যে ফাইনাল কলকাতার ইডেন গার্ডেন্সে হওয়ার কথা ছিল, সেটা এবার হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-সানরাইজার্স হায়দরাবাদের ভেন্যু বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়াম থেকে সরে লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে নেওয়া হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস দেখেই এমন সিদ্ধান্ত। ২৩ মে হবে বেঙ্গালুরু-হায়দরাবাদ ম্যাচ। আর ধর্মশালায় মাঝপথে পরিত্যক্ত হওয়া দিল্লি-পাঞ্জাব ম্যাচ জয়পুরে হবে ২৪ মে। জয়পুরেই ২৬ মে মুখোমুখি হবে মুম্বাই-পাঞ্জাব ম্যাচ।

২০২৫ আইপিএল একেবারে শেষভাগে এসে পড়েছে। এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিন দল। আর আগেভাগে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে পাঁচ দল। এরই মধ্যে মুম্বাইয়ের আবহাওয়া দিল দুঃসংবাদ। তাতে আজকের মুম্বাই ইন্ডিয়ান্স-দিল্লি ক্যাপিটালস ম্যাচ পণ্ড হতে পারে।
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়ার কথা মুম্বাই ইন্ডিয়ান্স-দিল্লি ক্যাপিটালস ম্যাচ। এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তর গতকাল মুম্বাইয়ে হলুদ সতর্কতা জারি করেছে। চার দিনের জন্য এই সতর্কতা বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী চার স্তরের মধ্যে এটা দ্বিতীয় স্তর। মুম্বাইয়ের আবহাওয়ার কী অবস্থা, সেটা অনুমান করা যাচ্ছে। মোস্তাফিজুর রহমান, অক্ষর প্যাটেলদের দিল্লির জন্য তা মোটেই সুখকর নয়।
মুম্বাইয়ের বৈরি আবহাওয়ায় মুম্বাই ইন্ডিয়ান্স-দিল্লি ক্যাপিটালস ম্যাচ পরিত্যক্ত হওয়ার আশঙ্কা করছেন দিল্লি ক্যাপিটালসের সহ-সত্ত্বাধিকারী পার্থ জিন্দাল। আইপিএল কর্তৃপক্ষের কাছে জিন্দাল কত রাতে কী মেইল লিখেছেন, সেটা জানতে পেরেছে ক্রিকইনফো। জিন্দাল লিখেছেন, ‘আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী মুম্বাইয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। খুব সম্ভবত ম্যাচটি (দিল্লি-মুম্বাই) পরিত্যক্ত হতে যাচ্ছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ যেমন লিগের স্বার্থে বেঙ্গালুরু থেকে সরে গেছে। আমার অনুরোধ আগামীকালের ম্যাচ (দিল্লি-মুম্বাই) ঠিকমতো পরিচালনার স্বার্থে ভেন্যু সরিয়ে অন্য কোথাও নেওয়া উচিত। ৬ দিন আগেই আমরা জানি মুম্বাইয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’
গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু—এই তিন দল আইপিএলের প্লে অফ নিশ্চিত করেছে। একটি জায়গার জন্য লড়াই চলছে মুম্বাই ও দিল্লির। আজ রাতে হতে যাওয়া মুম্বাই-দিল্লি ম্যাচটি তাই গুরুত্বপূর্ণ। মুম্বাই জিতলে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে উঠে যাবে প্লে অফে। কারণ, দিল্লি তখন ১৩ ম্যাচে ১৩ পয়েন্টই থাকবে। হাতে থাকা পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচটি এরপর জিতলেও দিল্লির কোনো কাজে আসবে না। তবে দিল্লি জিতলে ঝুলে থাকবে মুম্বাইও। সেক্ষেত্রে মুম্বাইয়ের বাকি থাকা ম্যাচটি অবশ্যই জিততে হবে। একই সঙ্গে প্রার্থনা করতে হবে, দিল্লি যেন পাঞ্জাবের কাছে হারে। কাকতালীয়ভাবে মুম্বাইয়ের লিগ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ পাঞ্জাব।
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে আইপিএল এক সপ্তাহ স্থগিত হয়েছিল। পুনরায় শুরু হওয়ার পর অনেক ম্যাচের ভেন্যুও বদলে গেছে। এমনকি যে ফাইনাল কলকাতার ইডেন গার্ডেন্সে হওয়ার কথা ছিল, সেটা এবার হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-সানরাইজার্স হায়দরাবাদের ভেন্যু বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়াম থেকে সরে লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে নেওয়া হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস দেখেই এমন সিদ্ধান্ত। ২৩ মে হবে বেঙ্গালুরু-হায়দরাবাদ ম্যাচ। আর ধর্মশালায় মাঝপথে পরিত্যক্ত হওয়া দিল্লি-পাঞ্জাব ম্যাচ জয়পুরে হবে ২৪ মে। জয়পুরেই ২৬ মে মুখোমুখি হবে মুম্বাই-পাঞ্জাব ম্যাচ।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৯ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৪ ঘণ্টা আগে