নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুনামের সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট ম্যাচ পরিচালনা করছেন বাংলাদেশের শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত। আম্পায়ারিং করেছেন বিশ্বকাপ ও এশিয়া কাপেও। কিছুটা অবাক করা ব্যাপার, দেশসেরা এই আম্পায়ারকেই এখন পর্যন্ত দেখা যায়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কোনো ফাইনালে মাঠের আম্পায়ার হিসেবে। এ ইস্যু সামনে এলে স্থানীয় ও বিদেশি আম্পায়ারদের বেতনের ফারাকের ব্যাপারও আলোচনায় আসে।
আইসিসির ইমার্জিং প্যানেলের আম্পায়ার সৈকত অবশ্য এসব নিয়ে চিন্তা করে সময়ক্ষেপণ করেন না। নিজের কাজটা করে যাচ্ছেন দারুণ দক্ষতার সঙ্গে। কিছুদিন আগেই অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের ব্রিসবেন টেস্ট আর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ওয়ানডে ম্যাচে অনফিল্ড আম্পায়ারিং করে সদ্য দেশে ফিরেছেন। বলা যায় আইসিসির কদর করা দেখে, বিসিবিও হয়তো এবার এড়িয়ে যাওয়ার সুযোগ পেল না।
অবশেষে বিপিএলের ফাইনালে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যাবে সৈকতকে। বিসিবির আম্পায়ার্স কমিটির এক সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, বিপিএলের ১০ম সংস্করণের ফাইনালে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন সৈকত। তাঁর সঙ্গে আরেক অনফিল্ড আম্পায়ার রাখা হবে বিদেশি। সেই নামটি নিশ্চিত হবে কাল।
অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ করে দেশে ফেরা সৈকতও জানিয়েছেন, বিপিএলের ফাইনালে থাকার কথা। তিনি বললেন, ‘বিসিবি আমাকে দায়িত্ব দিলে অবশ্যই থাকব। আগের ১০ বছর দেয়নি ছিলাম না। দায়িত্ব দিলে থাকব না কেন।’
বিপিএলের গত তিন সংস্করণের ফাইনালে টিভি কিংবা রিজার্ভ আম্পায়ারের জায়গাতেও সুযোগ হয়নি সৈকতের। সর্বশেষ ২০১৯ বিপিএলে ছিলেন টিভি আম্পায়ারের দায়িত্বে। যে ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানস ১৭ রানে হারিয়েছিল ঢাকা ডায়নামাইটসকে।
এর মধ্যেই সৈকত নিজের কাজের দক্ষতায় চলে গেছেন প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ওয়ানডে বিশ্বকাপে ম্যাচ পরিচালনায়। সেই দায়িত্ব সামলে দেশের দ্বিতীয় নিরপেক্ষ আম্পায়ার হিসেবে গত জানুয়ারিতে অ্যাডিলেডে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টে টিভি আম্পায়ার, এরপর ব্রিসবেনে দিবারাত্রির টেস্টে ছিলেন অনফিল্ড আম্পায়ার। দুই দলের প্রথম ওয়ানডে ও এমসিজিতে শেষ ওয়ানডের অনফিল্ড আম্পায়ারও ছিলেন সৈকত। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ছিলেন টিভি আম্পায়ার।

সুনামের সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট ম্যাচ পরিচালনা করছেন বাংলাদেশের শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত। আম্পায়ারিং করেছেন বিশ্বকাপ ও এশিয়া কাপেও। কিছুটা অবাক করা ব্যাপার, দেশসেরা এই আম্পায়ারকেই এখন পর্যন্ত দেখা যায়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কোনো ফাইনালে মাঠের আম্পায়ার হিসেবে। এ ইস্যু সামনে এলে স্থানীয় ও বিদেশি আম্পায়ারদের বেতনের ফারাকের ব্যাপারও আলোচনায় আসে।
আইসিসির ইমার্জিং প্যানেলের আম্পায়ার সৈকত অবশ্য এসব নিয়ে চিন্তা করে সময়ক্ষেপণ করেন না। নিজের কাজটা করে যাচ্ছেন দারুণ দক্ষতার সঙ্গে। কিছুদিন আগেই অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের ব্রিসবেন টেস্ট আর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ওয়ানডে ম্যাচে অনফিল্ড আম্পায়ারিং করে সদ্য দেশে ফিরেছেন। বলা যায় আইসিসির কদর করা দেখে, বিসিবিও হয়তো এবার এড়িয়ে যাওয়ার সুযোগ পেল না।
অবশেষে বিপিএলের ফাইনালে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যাবে সৈকতকে। বিসিবির আম্পায়ার্স কমিটির এক সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, বিপিএলের ১০ম সংস্করণের ফাইনালে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন সৈকত। তাঁর সঙ্গে আরেক অনফিল্ড আম্পায়ার রাখা হবে বিদেশি। সেই নামটি নিশ্চিত হবে কাল।
অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ করে দেশে ফেরা সৈকতও জানিয়েছেন, বিপিএলের ফাইনালে থাকার কথা। তিনি বললেন, ‘বিসিবি আমাকে দায়িত্ব দিলে অবশ্যই থাকব। আগের ১০ বছর দেয়নি ছিলাম না। দায়িত্ব দিলে থাকব না কেন।’
বিপিএলের গত তিন সংস্করণের ফাইনালে টিভি কিংবা রিজার্ভ আম্পায়ারের জায়গাতেও সুযোগ হয়নি সৈকতের। সর্বশেষ ২০১৯ বিপিএলে ছিলেন টিভি আম্পায়ারের দায়িত্বে। যে ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানস ১৭ রানে হারিয়েছিল ঢাকা ডায়নামাইটসকে।
এর মধ্যেই সৈকত নিজের কাজের দক্ষতায় চলে গেছেন প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ওয়ানডে বিশ্বকাপে ম্যাচ পরিচালনায়। সেই দায়িত্ব সামলে দেশের দ্বিতীয় নিরপেক্ষ আম্পায়ার হিসেবে গত জানুয়ারিতে অ্যাডিলেডে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টে টিভি আম্পায়ার, এরপর ব্রিসবেনে দিবারাত্রির টেস্টে ছিলেন অনফিল্ড আম্পায়ার। দুই দলের প্রথম ওয়ানডে ও এমসিজিতে শেষ ওয়ানডের অনফিল্ড আম্পায়ারও ছিলেন সৈকত। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ছিলেন টিভি আম্পায়ার।

অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
২ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
১ ঘণ্টা আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১ ঘণ্টা আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
২ ঘণ্টা আগে