Ajker Patrika

৫ উইকেট পাওয়ার অনুভূতি বিশেষ কিছু নয় মোস্তাফিজের কাছে

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০০: ০১
৫ উইকেট পাওয়ার অনুভূতি বিশেষ কিছু নয় মোস্তাফিজের কাছে

এবারের বিপিএলে শুরু থেকেই দারুণ ধারাবাহিক কুমিল্লা ভিক্টোরিয়ানস। টানা তিন ম্যাচ জয়ের পর নিজেদের সর্বশেষ ম্যাচে মিনিস্টার ঢাকার কাছে হারলেও আবারও জয়ের ধারায় ফিরেছে কুমিল্লা। মোস্তাফিজুর রহমানের ৫ উইকেট পাওয়ার দিনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৯ উইকেটের বড় জয়ে পেয়েছে ইমরুল কায়েসের দল।

কুমিল্লার জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন মোস্তাফিজ। বাংলাদেশি বোলারদের মধ্যে অষ্টম বোলার হিসেবে বিপিএলে ৫ উইকেট নিয়েছেন তিনি। ম্যাচের সেরা পুরস্কারও উঠেছে তার হাতে। পুরস্কার নিতে ফিজ অবশ্য বললেন ৫ উইকেট পাওয়ার অনুভূতি বিশেষ কিছু নয় তার কাছে, ‘প্রথম ওভারেও আমি খারাপ বল করিনি। শেষ দুই বলে উইকেট নেওয়ার চেষ্টা করেছি। উইকেট নিতে পারলে আমাদের জন্য ভালো হতো। আমরা শেষ দিকে ভালো বোলিং করেছি। এর আগেও আমি ৫ উইকেট নিয়েছি সবগুলোই একই অনুভূতি।’

ম্যাচে ২৭ রান খরচায় ৫ উইকেট নিয়ে বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় কামরুল ইসলাম রাব্বির সঙ্গে যৌথভাবে এক নম্বরে আছেন মোস্তাফিজ। মোস্তাফিজ অবশ্য রাব্বির চেয়ে এক ম্যাচ কম খেলেছেন। বাঁহাতি এই পেসারের এমন দাপুটে বোলিংয়ের পর ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন ইমরুল কায়েস আর লিটন দাশ। তাতেই ৯ বল আর ৯ উইকেট হাতে রেখেই সহজ জয় তুলে নিয়েছে মোস্তাফিজ। এই জয়ে ফরচুন বরিশালকে টপকে পয়েন্ট টেবিলের একে ওঠে এসেছে কুমিল্লা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত