নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজটা খেলা হচ্ছে না মুশফিকুর রহিমের। ঘরের মাঠে মুশফিককে ‘দর্শক’ হয়েই থাকতে হচ্ছে। এই সিরিজে মুশফিককে না পাওয়া নিয়ে আক্ষেপ আছে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর। বাংলাদেশের এই প্রোটিয়া কোচ মনে করেন, কোয়ারেন্টিন নিয়ে অস্ট্রেলিয়ার এমন কঠোর শর্ত না দিলেও পারত!
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতেই জিম্বাবুয়ের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে ছুটি নিয়েছিলেন মুশফিক। তখনো অস্ট্রেলিয়া কোয়ারেন্টিনের কঠিন শর্ত দেয়নি। বায়ো–বাবল ভাঙার কঠিন শর্ত জানার পর মুশফিক জিম্বাবুয়ের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে খেলতে রাজিও হয়েছিলেন। কিন্তু বাবা–মায়ের অসুস্থতায় ওয়ানডে সিরিজ না খেলেই ফিরে আসতে হয় মুশফিককে।
অস্ট্রেলিয়ার শর্ত অনুযায়ী, বায়ো–বাবল ভাঙলে সিরিজ শুরুর আগে ১০ দিনের কোয়ারেন্টিন করতে। রাসেল ডমিঙ্গোর আপত্তি এখানেই। আজ অনলাইন সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সব সময়ই চাপ থাকে। মুশফিককে বাবলে অন্তর্ভুক্তি নিয়ে অস্ট্রেলিয়ার অদ্ভুত সিদ্ধান্তের যুক্তি খুঁজে পাইনি। ১০ দিন কোয়ারেন্টিন যথেষ্ট হতো। এটা নিয়ে অনেক হতাশ। আমরা বিশ্বের সেরা একটি দলের বিপক্ষে খেলব। আমাদের তরুণদের জন্য এটা জাত চেনানোর দারুণ এক সুযোগ। মুশফিক–লিটনের না থাকাটা আমাদের বড় ক্ষতি।’
ডমিঙ্গো বাংলাদেশ দলকে নিয়ে নেতিবাচক খবরের সমালোচনা করেন। এই প্রোটিয়া কোচ বাংলাদেশকে টি–টোয়েন্টিতে খারাপ দল মানতে নারাজ। বাংলাদেশ কোচ বলেছেন, ‘বাংলাদেশ দল নিয়ে নিয়মিত নেতিবাচক ও বাজে কথা শোনা, এটা খুবই হতাশার। কেন সবাই বলতে চান আমরা ভালো টি-টোয়েন্টি দল নই? আমাদের দারুণ কিছু খেলোয়াড় আছে। তাদের উন্নতির সুযোগ আছে। বিশ্বাস করতে হবে আমরা টি-টোয়েন্টিতেও ভালো দল। আমি দল নিয়ে অনেক ইতিবাচক। সব সময় নেতিবাচক মন্তব্য খুব হতাশাজনক। আমি একেবারেই একমত নই যে আমরা খারাপ দল।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজটা খেলা হচ্ছে না মুশফিকুর রহিমের। ঘরের মাঠে মুশফিককে ‘দর্শক’ হয়েই থাকতে হচ্ছে। এই সিরিজে মুশফিককে না পাওয়া নিয়ে আক্ষেপ আছে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর। বাংলাদেশের এই প্রোটিয়া কোচ মনে করেন, কোয়ারেন্টিন নিয়ে অস্ট্রেলিয়ার এমন কঠোর শর্ত না দিলেও পারত!
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতেই জিম্বাবুয়ের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে ছুটি নিয়েছিলেন মুশফিক। তখনো অস্ট্রেলিয়া কোয়ারেন্টিনের কঠিন শর্ত দেয়নি। বায়ো–বাবল ভাঙার কঠিন শর্ত জানার পর মুশফিক জিম্বাবুয়ের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে খেলতে রাজিও হয়েছিলেন। কিন্তু বাবা–মায়ের অসুস্থতায় ওয়ানডে সিরিজ না খেলেই ফিরে আসতে হয় মুশফিককে।
অস্ট্রেলিয়ার শর্ত অনুযায়ী, বায়ো–বাবল ভাঙলে সিরিজ শুরুর আগে ১০ দিনের কোয়ারেন্টিন করতে। রাসেল ডমিঙ্গোর আপত্তি এখানেই। আজ অনলাইন সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সব সময়ই চাপ থাকে। মুশফিককে বাবলে অন্তর্ভুক্তি নিয়ে অস্ট্রেলিয়ার অদ্ভুত সিদ্ধান্তের যুক্তি খুঁজে পাইনি। ১০ দিন কোয়ারেন্টিন যথেষ্ট হতো। এটা নিয়ে অনেক হতাশ। আমরা বিশ্বের সেরা একটি দলের বিপক্ষে খেলব। আমাদের তরুণদের জন্য এটা জাত চেনানোর দারুণ এক সুযোগ। মুশফিক–লিটনের না থাকাটা আমাদের বড় ক্ষতি।’
ডমিঙ্গো বাংলাদেশ দলকে নিয়ে নেতিবাচক খবরের সমালোচনা করেন। এই প্রোটিয়া কোচ বাংলাদেশকে টি–টোয়েন্টিতে খারাপ দল মানতে নারাজ। বাংলাদেশ কোচ বলেছেন, ‘বাংলাদেশ দল নিয়ে নিয়মিত নেতিবাচক ও বাজে কথা শোনা, এটা খুবই হতাশার। কেন সবাই বলতে চান আমরা ভালো টি-টোয়েন্টি দল নই? আমাদের দারুণ কিছু খেলোয়াড় আছে। তাদের উন্নতির সুযোগ আছে। বিশ্বাস করতে হবে আমরা টি-টোয়েন্টিতেও ভালো দল। আমি দল নিয়ে অনেক ইতিবাচক। সব সময় নেতিবাচক মন্তব্য খুব হতাশাজনক। আমি একেবারেই একমত নই যে আমরা খারাপ দল।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১১ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৪ ঘণ্টা আগে