
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদের চাকরি যেন পৃথিবীর অন্যতম অনিশ্চিত চাকরি। কখনো চাকরি চলে যায়, কখনোবা কেউ চাকরি ছেড়ে দিচ্ছেন। এবার দেশটির পাঞ্জাব প্রদেশের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী মোহসিন নাকভি বোর্ড প্রধানের দায়িত্ব পেয়েছেন।
পিসিবি আজ নাকভির বোর্ড প্রধানের দায়িত্ব পাওয়ার কথা নিশ্চিত করেছে। তিন বছরের পূর্ণ মেয়াদে পিসিবির প্রধান নির্বাচিত হয়েছেন তিনি এবং তিনি পিসিবির ৩৭তম চেয়ারম্যান। নাকভি নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। পিসিবির নতুন চেয়ারম্যান এক বিবৃতিতে বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের অবিসংবাদিত চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়ে আমি খুব সম্মানিত। আমার ওপর যে বিশ্বাস ও আস্থা রাখা হয়েছে, তাতে আমি কৃতজ্ঞ। দেশটিতে খেলার মান উন্নয়ন করতে আমি পূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ । ক্রিকেটের প্রশাসনিক কাঠামোতে পেশাদারত্ব আনার ব্যাপারে চেষ্টা করব।’ একই সঙ্গে নাকভি পাঞ্জাবের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি। সেখানে তাঁর চুক্তির মেয়াদ আগে থেকেই বাড়ানো রয়েছে।’
নাকভির আগে ২৪ জানুয়ারি নির্বাচন কমিশনার শাহ খাওয়ার পিসিবির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন। মাত্র ২ সপ্তাহ টিকতে পেরেছেন তিনি। এর আগে জাকা আশরাফ ছিলেন পিসিবির বোর্ড প্রধান। তাঁর সময়ে গত অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে পাকিস্তান সেমিফাইনালেই উঠতে পারেনি। বাবর আজম তিন সংস্করণ থেকে নেতৃত্ব ছেড়েছেন। এ বছরের ১৮ জানুয়ারি জাকা আশরাফ পিসিবি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। আশরাফ পাকিস্তানের অন্তর্বর্তীকালীন ম্যানেজমেন্ট কমিটির প্রধানের দায়িত্বে ছিলেন। একই সঙ্গে তিনি (আশরাফ) পিসিবির বোর্ড অব গভর্নরের পদ থেকে পদত্যাগ করেন। নাকভিকে দিয়ে এই শূন্যস্থানও পূরণ হয়েছে। নাকভির বোর্ড প্রধানের দায়িত্ব পাওয়া অনেকটা প্রত্যাশিতই ছিল।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদের চাকরি যেন পৃথিবীর অন্যতম অনিশ্চিত চাকরি। কখনো চাকরি চলে যায়, কখনোবা কেউ চাকরি ছেড়ে দিচ্ছেন। এবার দেশটির পাঞ্জাব প্রদেশের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী মোহসিন নাকভি বোর্ড প্রধানের দায়িত্ব পেয়েছেন।
পিসিবি আজ নাকভির বোর্ড প্রধানের দায়িত্ব পাওয়ার কথা নিশ্চিত করেছে। তিন বছরের পূর্ণ মেয়াদে পিসিবির প্রধান নির্বাচিত হয়েছেন তিনি এবং তিনি পিসিবির ৩৭তম চেয়ারম্যান। নাকভি নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। পিসিবির নতুন চেয়ারম্যান এক বিবৃতিতে বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের অবিসংবাদিত চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়ে আমি খুব সম্মানিত। আমার ওপর যে বিশ্বাস ও আস্থা রাখা হয়েছে, তাতে আমি কৃতজ্ঞ। দেশটিতে খেলার মান উন্নয়ন করতে আমি পূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ । ক্রিকেটের প্রশাসনিক কাঠামোতে পেশাদারত্ব আনার ব্যাপারে চেষ্টা করব।’ একই সঙ্গে নাকভি পাঞ্জাবের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি। সেখানে তাঁর চুক্তির মেয়াদ আগে থেকেই বাড়ানো রয়েছে।’
নাকভির আগে ২৪ জানুয়ারি নির্বাচন কমিশনার শাহ খাওয়ার পিসিবির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন। মাত্র ২ সপ্তাহ টিকতে পেরেছেন তিনি। এর আগে জাকা আশরাফ ছিলেন পিসিবির বোর্ড প্রধান। তাঁর সময়ে গত অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে পাকিস্তান সেমিফাইনালেই উঠতে পারেনি। বাবর আজম তিন সংস্করণ থেকে নেতৃত্ব ছেড়েছেন। এ বছরের ১৮ জানুয়ারি জাকা আশরাফ পিসিবি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। আশরাফ পাকিস্তানের অন্তর্বর্তীকালীন ম্যানেজমেন্ট কমিটির প্রধানের দায়িত্বে ছিলেন। একই সঙ্গে তিনি (আশরাফ) পিসিবির বোর্ড অব গভর্নরের পদ থেকে পদত্যাগ করেন। নাকভিকে দিয়ে এই শূন্যস্থানও পূরণ হয়েছে। নাকভির বোর্ড প্রধানের দায়িত্ব পাওয়া অনেকটা প্রত্যাশিতই ছিল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
৩৩ মিনিট আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
১ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
২ ঘণ্টা আগে