
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজেয় ভারত। গ্রুপ পর্ব আর সুপার এইটের সব প্রতিপক্ষকে স্রেফ উড়িয়ে দিয়েছে রোহিত শর্মার দল। তবে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার নাসের হুসেনের মতে এই অপ্রতিরোধ্য ভারতকে মোটেও ভয় পায় না ইংল্যান্ড।
গায়ানায় প্রোভিডেন্স স্টেডিয়ামে আগামীকাল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। বিশ্বকাপে ভারত এখনো কোনো ম্যাচ না হারলেও গ্রুপ পর্ব এবং সুপার এইটে একটি করে ম্যাচ হেরেছে ইংল্যান্ড। টুর্নামেন্টে ভারতের আধিপত্য থাকলেও বিরাট কোহলি-রোহিতদের ইংল্যান্ড ভয় পায় না বলছেন নাসের হুসেন, ‘এই ইংল্যান্ড ভারতকে ভয় পায় বলে আমি মনে করি না। যদি না উইকেট বেশি ধীর গতির হয়।’
সর্বশেষ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারে ভারত। অ্যাডিলেডের ওই ম্যাচের কথা স্মরণ করিয়ে দিয়ে নাসের বলেছেন, ‘অ্যাডিলেডে সেমিফাইনালের স্মৃতি নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড। আশা করি ওই ম্যাচেরই পুনরাবৃত্তি ঘটবে।’
ভারতকে ভয় না পেলেও প্রোভিডেন্স স্টেডিয়ামের ‘অচেনা’ উইকেট নিয়ে চিন্তার কথা জানালেন নাসের। এই মাঠে ভারত কখনো ম্যাচ খেলেনি। ইংল্যান্ডও শুধু দুটি টি-টোয়েন্টি খেলেছে। সেটিও ১৪ বছর আগে—২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই দলের কোনো খেলোয়াড় নেই এবারের বিশ্বকাপ দলে। নাসের বললেন, ‘উইকেট যদি ধীর গতির হয়, তখন ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার দ্রুত ভেঙে পড়তে পারে। এমন হলে ম্যাচে ভারতই ছড়ি ঘুরাবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ বার মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। দুই দলই দুটি করে ম্যাচে জয় পেয়েছে। কাল তাদের সামনে সুযোগ জয়ের পাল্লা ভারী করার। তবে বৃষ্টির শঙ্কাও রয়েছে গায়নায়। রিজার্ভ-ডে না থাকায় ইংল্যান্ডের জন্য অস্বস্তির খবর বৃষ্টি আভাস। ম্যাচ পরিত্যক্ত হলে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হবে তাদের। সুপার এইটে পয়েন্টে এগিয়ে থাকায় ফাইনালে চলে যাবে ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজেয় ভারত। গ্রুপ পর্ব আর সুপার এইটের সব প্রতিপক্ষকে স্রেফ উড়িয়ে দিয়েছে রোহিত শর্মার দল। তবে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার নাসের হুসেনের মতে এই অপ্রতিরোধ্য ভারতকে মোটেও ভয় পায় না ইংল্যান্ড।
গায়ানায় প্রোভিডেন্স স্টেডিয়ামে আগামীকাল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। বিশ্বকাপে ভারত এখনো কোনো ম্যাচ না হারলেও গ্রুপ পর্ব এবং সুপার এইটে একটি করে ম্যাচ হেরেছে ইংল্যান্ড। টুর্নামেন্টে ভারতের আধিপত্য থাকলেও বিরাট কোহলি-রোহিতদের ইংল্যান্ড ভয় পায় না বলছেন নাসের হুসেন, ‘এই ইংল্যান্ড ভারতকে ভয় পায় বলে আমি মনে করি না। যদি না উইকেট বেশি ধীর গতির হয়।’
সর্বশেষ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারে ভারত। অ্যাডিলেডের ওই ম্যাচের কথা স্মরণ করিয়ে দিয়ে নাসের বলেছেন, ‘অ্যাডিলেডে সেমিফাইনালের স্মৃতি নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড। আশা করি ওই ম্যাচেরই পুনরাবৃত্তি ঘটবে।’
ভারতকে ভয় না পেলেও প্রোভিডেন্স স্টেডিয়ামের ‘অচেনা’ উইকেট নিয়ে চিন্তার কথা জানালেন নাসের। এই মাঠে ভারত কখনো ম্যাচ খেলেনি। ইংল্যান্ডও শুধু দুটি টি-টোয়েন্টি খেলেছে। সেটিও ১৪ বছর আগে—২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই দলের কোনো খেলোয়াড় নেই এবারের বিশ্বকাপ দলে। নাসের বললেন, ‘উইকেট যদি ধীর গতির হয়, তখন ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার দ্রুত ভেঙে পড়তে পারে। এমন হলে ম্যাচে ভারতই ছড়ি ঘুরাবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ বার মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। দুই দলই দুটি করে ম্যাচে জয় পেয়েছে। কাল তাদের সামনে সুযোগ জয়ের পাল্লা ভারী করার। তবে বৃষ্টির শঙ্কাও রয়েছে গায়নায়। রিজার্ভ-ডে না থাকায় ইংল্যান্ডের জন্য অস্বস্তির খবর বৃষ্টি আভাস। ম্যাচ পরিত্যক্ত হলে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হবে তাদের। সুপার এইটে পয়েন্টে এগিয়ে থাকায় ফাইনালে চলে যাবে ভারত।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১২ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৩ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৩ ঘণ্টা আগে