Ajker Patrika

ভারতকে ভয় পায় না ইংল্যান্ড

ভারতকে ভয় পায় না ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজেয় ভারত। গ্রুপ পর্ব আর সুপার এইটের সব প্রতিপক্ষকে স্রেফ উড়িয়ে দিয়েছে রোহিত শর্মার দল। তবে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার নাসের হুসেনের মতে এই অপ্রতিরোধ্য ভারতকে মোটেও ভয় পায় না ইংল্যান্ড। 

গায়ানায় প্রোভিডেন্স স্টেডিয়ামে আগামীকাল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। বিশ্বকাপে ভারত এখনো কোনো ম্যাচ না হারলেও গ্রুপ পর্ব এবং সুপার এইটে একটি করে ম্যাচ হেরেছে ইংল্যান্ড। টুর্নামেন্টে ভারতের আধিপত্য থাকলেও বিরাট কোহলি-রোহিতদের ইংল্যান্ড ভয় পায় না বলছেন নাসের হুসেন, ‘এই ইংল্যান্ড ভারতকে ভয় পায় বলে আমি মনে করি না। যদি না উইকেট বেশি ধীর গতির হয়।’

সর্বশেষ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারে ভারত। অ্যাডিলেডের ওই ম্যাচের কথা স্মরণ করিয়ে দিয়ে নাসের বলেছেন, ‘অ্যাডিলেডে সেমিফাইনালের স্মৃতি নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড। আশা করি ওই ম্যাচেরই পুনরাবৃত্তি ঘটবে।’ 

ভারতকে ভয় না পেলেও প্রোভিডেন্স স্টেডিয়ামের ‘অচেনা’ উইকেট নিয়ে চিন্তার কথা জানালেন নাসের। এই মাঠে ভারত কখনো ম্যাচ খেলেনি। ইংল্যান্ডও শুধু দুটি টি-টোয়েন্টি খেলেছে। সেটিও ১৪ বছর আগে—২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই দলের কোনো খেলোয়াড় নেই এবারের বিশ্বকাপ দলে। নাসের বললেন, ‘উইকেট যদি ধীর গতির হয়, তখন ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার দ্রুত ভেঙে পড়তে পারে। এমন হলে ম্যাচে ভারতই ছড়ি ঘুরাবে।’ 

টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ বার মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। দুই দলই দুটি করে ম্যাচে জয় পেয়েছে। কাল তাদের সামনে সুযোগ জয়ের পাল্লা ভারী করার। তবে বৃষ্টির শঙ্কাও রয়েছে গায়নায়। রিজার্ভ-ডে না থাকায় ইংল্যান্ডের জন্য অস্বস্তির খবর বৃষ্টি আভাস। ম্যাচ পরিত্যক্ত হলে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হবে তাদের। সুপার এইটে পয়েন্টে এগিয়ে থাকায় ফাইনালে চলে যাবে ভারত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত