ধর্মশালায় আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে নতুন বলে উইকেট নিতে পারেননি পেস বোলাররা। রীতিমতো সেই চাপ এসে পড়ে মাঝের ওভারের বোলারদের কাঁধে। তবে অন্যরা যখন ব্যর্থ, তখন বারবার এগিয়ে এলেন সাকিবই। আজ চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে এর ব্যতিক্রম ঘটেনি। প্রেক্ষাপট আগের দুই ম্যাচের চেয়ে একটু ভিন্ন হলেও ব্রেক থ্রু এনে দিলেন বাংলাদেশ অধিনায়কই।
প্রথম ম্যাচে মোস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদরা ব্যর্থ হয়েছেন আফগানিস্তানের ওপেনিং জুটির ছেদ ধরাতে। ৯ম ওভারে ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে ৪৭ রানের জুটি ভাঙেন সাকিব।
দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষেও একই দৃশ্য দেখা গিয়েছিল। প্রথম উইকেট পেতে বাংলাদেশ দলকে অপেক্ষা করতে হয়েছিল ১৮তম ওভার পর্যন্ত। জনি বেয়ারস্টো ও বিধ্বংসী ডেভিড মালান ওপেনিং জুটিতে তুলেছিলেন ১১৫ রান। ১৮তম ওভারে বেয়ারস্টোকে বোল্ড করে জুটি ভাঙেন সেই সাকিবই।
আজ একটু ব্যতিক্রম ছিল—ইনিংসের তৃতীয় ওভারেই মোস্তাফিজুর রহমান ভাঙেন নিউজিল্যান্ডের ওপেনিং জুটি। ৯ রানে ফেরান রাচিন রবিন্দ্রকে। এর পরে দ্বিতীয় উইকেট পেতে ২১ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল তাঁদের। কেন উইলিয়ামসনকে নিয়ে দ্বিতীয় উইকেটে ১০৫ বলে ৮০ রানের দারুণ একটি জুটি গড়েন আরেক ওপেনার ডেভন কনওয়ে।
২১তম ওভারের প্রথম বলেই কনওয়েকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন সাকিবই। ৪৫ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন এই বাঁহাতি ব্যাটার। এর পর অবশ্য আর উইকেট নিতে পারেননি বাংলাদেশের বোলাররা। ফিফটি তুলে নিয়েছেন উইলিয়ামসন। এ প্রতিবেদন নিউজিল্যান্ডের সংগ্রহ ৩২.৪ ওভারে ২ উইকেটে ১৬০ রান। উইলিয়ামসন ৬৭ ও ড্যারিল মিচেল ৩০ রানে অপরাজিত আছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
২৪ মিনিট আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে