ক্রীড়া ডেস্ক

প্রথম দুই টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে হেসেখেলে হারিয়েছে পাকিস্তান। বুলাওয়েতে আজ পাকিস্তানের সামনে জিম্বাবুয়েকে ধবলধোলাইয়ের হাতছানি। তৃতীয় টি-টোয়েন্টির আগে পাকিস্তান নিজেদের একাদশ জানিয়েছে।
বাংলাদেশ সময় গতকাল বিকেল ৫টা ৩৪ মিনিটে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পিসিবি ঘোষণা করেছে তৃতীয় টি-টোয়েন্টির একাদশ। শেষ ম্যাচের একাদশে চার পরিবর্তন এনেছে পাকিস্তান। ওপেনিংয়ে সাইম আইয়ুবের জায়গায় এসেছেন সাহিবজাদা ফারহান। তৃতীয় ম্যাচের একাদশ থেকে আইয়ুবের পাশাপাশি বাদ পড়েছেন ইরফান খান, আবরার আহমেদ ও হারিস রউফ। শেষ ম্যাচে এসেছেন আরাফাত মিনহাস, কাসিম আকরাম ও মোহাম্মদ হাসনাইন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হাসনাইন ফিরছেন দুই বছর পর।
সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তানের একাদশে আজ উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন উসমান খান। স্পিন আক্রমণে বাঁহাতি চায়নাম্যান সুফিয়ান মুকিমের সঙ্গে থাকছেন কাসিম আকরাম, আরাফাত মিনহাস। যার মধ্যে কাসিম স্পিন বোলিং অলরাউন্ডার। অধিনায়ক সালমানও খণ্ডকালীন স্পিনারের কাজটা করতে পারবেন। পেস আক্রমণে হাসনাইনের সঙ্গে থাকছেন জাহানদাদ খান ও মোহাম্মদ আব্বাস আফ্রিদি। বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে তৃতীয় টি-টোয়েন্টি।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পরশু টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে জিম্বাবুয়ে প্রথম ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে করেছিল ৩৭ রান। হঠাৎ ধসে ১২.৪ ওভারে ৫৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। মুকিম ৩ রানে নিয়েছেন ৫ উইকেট। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের সেরা বোলিং। জবাবে পাকিস্তান ৫.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬১ রান করে ফেলে। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ২-১ ব্যবধানে হারিয়েছিল পাকিস্তান।
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের একাদশ
ওমাইর বিন ইউসুফ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা (অধিনায়ক), উসমান খান (উইকেটরক্ষক), তৈয়ব তাহির, কাসিম আকরাম, আরাফাত মিনহাস, জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, সুফিয়ান মুকিম

প্রথম দুই টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে হেসেখেলে হারিয়েছে পাকিস্তান। বুলাওয়েতে আজ পাকিস্তানের সামনে জিম্বাবুয়েকে ধবলধোলাইয়ের হাতছানি। তৃতীয় টি-টোয়েন্টির আগে পাকিস্তান নিজেদের একাদশ জানিয়েছে।
বাংলাদেশ সময় গতকাল বিকেল ৫টা ৩৪ মিনিটে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পিসিবি ঘোষণা করেছে তৃতীয় টি-টোয়েন্টির একাদশ। শেষ ম্যাচের একাদশে চার পরিবর্তন এনেছে পাকিস্তান। ওপেনিংয়ে সাইম আইয়ুবের জায়গায় এসেছেন সাহিবজাদা ফারহান। তৃতীয় ম্যাচের একাদশ থেকে আইয়ুবের পাশাপাশি বাদ পড়েছেন ইরফান খান, আবরার আহমেদ ও হারিস রউফ। শেষ ম্যাচে এসেছেন আরাফাত মিনহাস, কাসিম আকরাম ও মোহাম্মদ হাসনাইন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হাসনাইন ফিরছেন দুই বছর পর।
সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তানের একাদশে আজ উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন উসমান খান। স্পিন আক্রমণে বাঁহাতি চায়নাম্যান সুফিয়ান মুকিমের সঙ্গে থাকছেন কাসিম আকরাম, আরাফাত মিনহাস। যার মধ্যে কাসিম স্পিন বোলিং অলরাউন্ডার। অধিনায়ক সালমানও খণ্ডকালীন স্পিনারের কাজটা করতে পারবেন। পেস আক্রমণে হাসনাইনের সঙ্গে থাকছেন জাহানদাদ খান ও মোহাম্মদ আব্বাস আফ্রিদি। বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে তৃতীয় টি-টোয়েন্টি।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পরশু টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে জিম্বাবুয়ে প্রথম ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে করেছিল ৩৭ রান। হঠাৎ ধসে ১২.৪ ওভারে ৫৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। মুকিম ৩ রানে নিয়েছেন ৫ উইকেট। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের সেরা বোলিং। জবাবে পাকিস্তান ৫.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬১ রান করে ফেলে। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ২-১ ব্যবধানে হারিয়েছিল পাকিস্তান।
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের একাদশ
ওমাইর বিন ইউসুফ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা (অধিনায়ক), উসমান খান (উইকেটরক্ষক), তৈয়ব তাহির, কাসিম আকরাম, আরাফাত মিনহাস, জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, সুফিয়ান মুকিম

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৯ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৯ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১০ ঘণ্টা আগে