ক্রীড়া ডেস্ক

প্রথম দুই টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে হেসেখেলে হারিয়েছে পাকিস্তান। বুলাওয়েতে আজ পাকিস্তানের সামনে জিম্বাবুয়েকে ধবলধোলাইয়ের হাতছানি। তৃতীয় টি-টোয়েন্টির আগে পাকিস্তান নিজেদের একাদশ জানিয়েছে।
বাংলাদেশ সময় গতকাল বিকেল ৫টা ৩৪ মিনিটে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পিসিবি ঘোষণা করেছে তৃতীয় টি-টোয়েন্টির একাদশ। শেষ ম্যাচের একাদশে চার পরিবর্তন এনেছে পাকিস্তান। ওপেনিংয়ে সাইম আইয়ুবের জায়গায় এসেছেন সাহিবজাদা ফারহান। তৃতীয় ম্যাচের একাদশ থেকে আইয়ুবের পাশাপাশি বাদ পড়েছেন ইরফান খান, আবরার আহমেদ ও হারিস রউফ। শেষ ম্যাচে এসেছেন আরাফাত মিনহাস, কাসিম আকরাম ও মোহাম্মদ হাসনাইন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হাসনাইন ফিরছেন দুই বছর পর।
সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তানের একাদশে আজ উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন উসমান খান। স্পিন আক্রমণে বাঁহাতি চায়নাম্যান সুফিয়ান মুকিমের সঙ্গে থাকছেন কাসিম আকরাম, আরাফাত মিনহাস। যার মধ্যে কাসিম স্পিন বোলিং অলরাউন্ডার। অধিনায়ক সালমানও খণ্ডকালীন স্পিনারের কাজটা করতে পারবেন। পেস আক্রমণে হাসনাইনের সঙ্গে থাকছেন জাহানদাদ খান ও মোহাম্মদ আব্বাস আফ্রিদি। বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে তৃতীয় টি-টোয়েন্টি।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পরশু টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে জিম্বাবুয়ে প্রথম ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে করেছিল ৩৭ রান। হঠাৎ ধসে ১২.৪ ওভারে ৫৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। মুকিম ৩ রানে নিয়েছেন ৫ উইকেট। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের সেরা বোলিং। জবাবে পাকিস্তান ৫.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬১ রান করে ফেলে। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ২-১ ব্যবধানে হারিয়েছিল পাকিস্তান।
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের একাদশ
ওমাইর বিন ইউসুফ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা (অধিনায়ক), উসমান খান (উইকেটরক্ষক), তৈয়ব তাহির, কাসিম আকরাম, আরাফাত মিনহাস, জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, সুফিয়ান মুকিম

প্রথম দুই টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে হেসেখেলে হারিয়েছে পাকিস্তান। বুলাওয়েতে আজ পাকিস্তানের সামনে জিম্বাবুয়েকে ধবলধোলাইয়ের হাতছানি। তৃতীয় টি-টোয়েন্টির আগে পাকিস্তান নিজেদের একাদশ জানিয়েছে।
বাংলাদেশ সময় গতকাল বিকেল ৫টা ৩৪ মিনিটে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পিসিবি ঘোষণা করেছে তৃতীয় টি-টোয়েন্টির একাদশ। শেষ ম্যাচের একাদশে চার পরিবর্তন এনেছে পাকিস্তান। ওপেনিংয়ে সাইম আইয়ুবের জায়গায় এসেছেন সাহিবজাদা ফারহান। তৃতীয় ম্যাচের একাদশ থেকে আইয়ুবের পাশাপাশি বাদ পড়েছেন ইরফান খান, আবরার আহমেদ ও হারিস রউফ। শেষ ম্যাচে এসেছেন আরাফাত মিনহাস, কাসিম আকরাম ও মোহাম্মদ হাসনাইন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হাসনাইন ফিরছেন দুই বছর পর।
সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তানের একাদশে আজ উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন উসমান খান। স্পিন আক্রমণে বাঁহাতি চায়নাম্যান সুফিয়ান মুকিমের সঙ্গে থাকছেন কাসিম আকরাম, আরাফাত মিনহাস। যার মধ্যে কাসিম স্পিন বোলিং অলরাউন্ডার। অধিনায়ক সালমানও খণ্ডকালীন স্পিনারের কাজটা করতে পারবেন। পেস আক্রমণে হাসনাইনের সঙ্গে থাকছেন জাহানদাদ খান ও মোহাম্মদ আব্বাস আফ্রিদি। বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে তৃতীয় টি-টোয়েন্টি।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পরশু টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে জিম্বাবুয়ে প্রথম ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে করেছিল ৩৭ রান। হঠাৎ ধসে ১২.৪ ওভারে ৫৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। মুকিম ৩ রানে নিয়েছেন ৫ উইকেট। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের সেরা বোলিং। জবাবে পাকিস্তান ৫.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬১ রান করে ফেলে। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ২-১ ব্যবধানে হারিয়েছিল পাকিস্তান।
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের একাদশ
ওমাইর বিন ইউসুফ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা (অধিনায়ক), উসমান খান (উইকেটরক্ষক), তৈয়ব তাহির, কাসিম আকরাম, আরাফাত মিনহাস, জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, সুফিয়ান মুকিম

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১০ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১০ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১০ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৩ ঘণ্টা আগে