
টানা তিন ম্যাচ হারায় সেমিফাইনালে খেলার স্বপ্নটা ফিকে হতে বসেছে বাংলাদেশের। চার ম্যাচের মধ্যে এখনো এক জয়। তবে হাতে-কলমে এখনো আশা টিকে আছে সাকিব আল হাসানদের। সেই আশাটাকে বাঁচিয়ে রাখতে আগামীকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুর্দান্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।
এই ম্যাচে পেসার তাসকিন আহমেদকে পাওয়া নিয়ে শঙ্কা ছিল। চোটের কারণে এর আগের ম্যাচের খেলতে পারেননি তিনি। ছিলেন না নিয়মিত অধিনায়ক সাকিবও। তবে তাঁর ফেরার সম্ভাবনা বেশি। পুরোপুরি ফিট থাকলে খেলবেন জানিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। সঙ্গে এ-ও জানালেন, প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচে তাসকিনকে পাওয়া যাবে না। তবে পরের ম্যাচে এই পেসারকে পাওয়া যাবে।
বিশ্বকাপে অন্য দলগুলো যখন বড় বড় স্কোর স্কোর করছে, সেখানে বাংলাদেশ ২৫০-এর বেশি করতে পারছে না। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচের আগেও সেই কথা উঠে এলো গতকালকের সংবাদ সম্মেলনে। এবারের বিশ্বকাপে অন্তত সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে ভারতে এসেছে বাংলাদেশ। তার মধ্যে একের পর এক হারে দলের অবস্থা শোচনীয়। তবে এরপরও আশাবাদী সাকিব। গতকাল এই বিষয়ে তিনি বলেছেন, ‘স্বপ্ন, এখনো সম্ভাবনা আছে। আমি যেটা বুঝলাম, আমরা না পারলেও অন্যরা আমাদের সাহায্য করছে। এখনো ভালো সুযোগ আছে আমাদের। সুতরাং, এত তাড়াতাড়ি হতাশ হবেন না। টুর্নামেন্টের পর মনভরে হতাশ হইয়েন।’
বিশ্বকাপে নিজেদের পারফরম্যান্সের বিষয়ে আরও কিছু কথা বলেছেন সাকিব। বড় দলগুলোর ভোগান্তি নিয়ে তাঁর মন্তব্য, ‘আমরা শেষ ম্যাচে দেখেছি, ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা দুই দলই ভুগেছে। আমাদের ক্ষেত্রেও যে খুব সহজ হবে তা না। কন্ডিশনটা একটু কঠিন আছে। এটা আসলে দুই দলের জন্যই একই অবস্থা আসলে।’

টানা তিন ম্যাচ হারায় সেমিফাইনালে খেলার স্বপ্নটা ফিকে হতে বসেছে বাংলাদেশের। চার ম্যাচের মধ্যে এখনো এক জয়। তবে হাতে-কলমে এখনো আশা টিকে আছে সাকিব আল হাসানদের। সেই আশাটাকে বাঁচিয়ে রাখতে আগামীকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুর্দান্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।
এই ম্যাচে পেসার তাসকিন আহমেদকে পাওয়া নিয়ে শঙ্কা ছিল। চোটের কারণে এর আগের ম্যাচের খেলতে পারেননি তিনি। ছিলেন না নিয়মিত অধিনায়ক সাকিবও। তবে তাঁর ফেরার সম্ভাবনা বেশি। পুরোপুরি ফিট থাকলে খেলবেন জানিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। সঙ্গে এ-ও জানালেন, প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচে তাসকিনকে পাওয়া যাবে না। তবে পরের ম্যাচে এই পেসারকে পাওয়া যাবে।
বিশ্বকাপে অন্য দলগুলো যখন বড় বড় স্কোর স্কোর করছে, সেখানে বাংলাদেশ ২৫০-এর বেশি করতে পারছে না। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচের আগেও সেই কথা উঠে এলো গতকালকের সংবাদ সম্মেলনে। এবারের বিশ্বকাপে অন্তত সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে ভারতে এসেছে বাংলাদেশ। তার মধ্যে একের পর এক হারে দলের অবস্থা শোচনীয়। তবে এরপরও আশাবাদী সাকিব। গতকাল এই বিষয়ে তিনি বলেছেন, ‘স্বপ্ন, এখনো সম্ভাবনা আছে। আমি যেটা বুঝলাম, আমরা না পারলেও অন্যরা আমাদের সাহায্য করছে। এখনো ভালো সুযোগ আছে আমাদের। সুতরাং, এত তাড়াতাড়ি হতাশ হবেন না। টুর্নামেন্টের পর মনভরে হতাশ হইয়েন।’
বিশ্বকাপে নিজেদের পারফরম্যান্সের বিষয়ে আরও কিছু কথা বলেছেন সাকিব। বড় দলগুলোর ভোগান্তি নিয়ে তাঁর মন্তব্য, ‘আমরা শেষ ম্যাচে দেখেছি, ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা দুই দলই ভুগেছে। আমাদের ক্ষেত্রেও যে খুব সহজ হবে তা না। কন্ডিশনটা একটু কঠিন আছে। এটা আসলে দুই দলের জন্যই একই অবস্থা আসলে।’

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৯ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১০ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১১ ঘণ্টা আগে