Ajker Patrika

আইপিএল জিতলেই তারা মহাতারকা, ভারতীয় ধারাভাষ্যকারের ক্ষোভ

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১৫: ২২
আইপিএল জিতলেই তারা মহাতারকা, ভারতীয় ধারাভাষ্যকারের ক্ষোভ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বাজে পারফরম্যান্স করলেই যেন কোপটা গিয়ে পড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ওপর। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে হয় একের পর এক সমালোচনা। এবার এই আইপিএলের ওপর নিজের রাগ উগড়ে দিয়েছেন অতুল ওয়াসান । 

২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেই বাজিমাত করে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ রানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিলেন মহেন্দ্র সিং ধোনিরা। এরপর ২০০৮ থেকে শুরু হয় আইপিএল। কিন্তু এই আইপিএল আসার পর থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত কোনো শিরোপা জেতেনি। বরং তিনবার নকআউট রাউন্ডে হেরেছে। ২০১৪তে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। তারপর ঘরের মাঠে ২০১৬-এর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেই বাদ পড়ে ভারত। ধোনিদের ৭ উইকেটে হারিয়ে ফাইনালে যায় ওয়েস্ট ইন্ডিজ। আর গতকাল অ্যাডিলেডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে উড়িয়ে দেয় ইংল্যান্ড।  

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভরাডুবির ক্ষোভ ওয়াসান ঝেরেছেন আইপিএলের ওপর। এবিপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় এই ধারাভাষ্যকার বলেন, ‘আইপিএলে জিতেই তারা মহাতারকা। তারা চিন্তা করে, বিশ্বকাপ হারলেও তারা কিছুই হারায়নি। জীবন এভাবেই চলছে।’

ধোনির নেতৃত্বে ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত, যা ভারতের সর্বশেষ আইসিসি শিরোপা জয়। এরপর থেকে বৈশ্বিক টুর্নামেন্টে ভারতের গল্পটা শুধুই হতাশার। এই ব্যাপারটিই যেন মনে করিয়ে দিলেন ওয়াসান। ভারতীয় এই ধারাভাষ্যকার বলেন, ‘ভারতীয় খেলোয়াড়দের তারকাখ্যাতি এসেছে মিডিয়ার কারণেই। দ্বিপাক্ষিক সিরিজে ভালো করে বলেই আমরা তাদের প্রশংসা করি। খেলোয়াড়েরা মনে করে, আমরা সব পেয়ে গেছি। যদি আপনি বিশ্বের সেরা ১৫ তারকা ক্রিকেটারকে বাছাই করেন, তাঁদের ১০ জনই ভারতীয় এবং তাঁরা বিভিন্ন জায়গায় এন্ডোর্সমেন্টে । কিন্তু দিন শেষে ট্রফির ভান্ডার শূন্য। আমরা ৯ বছর কোনো আইসিসি শিরোপা জিতিনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান, বিক্ষোভকারীরা ট্রাম্পতুষ্টি করছে বললেন খামেনি

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত