ক্রীড়া ডেস্ক

আইপিএলে পাকিস্তানি ক্রিকেটাররা কেবল একবারই সুযোগ পেয়েছে। সেটাও প্রথম আসরে। এরপর ভারতের সঙ্গে রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানিদের জন্য বন্ধ হয়ে যায় আইপিএলের দরজা। এনিয়ে আফসোস করেছেন কয়েকজন। সেই বন্ধ দরজা কবে খুলবে তা নিয়ে নিশ্চিত করে বলতে পারবেন না কেউই। তবে আগামী বছর আইপিএল খেলার ভালো সুযোগ দেখছেন মোহাম্মদ আমির।
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, আমির যুক্তরাজ্যের পাসপোর্ট হাতে পাওয়ার চেষ্টা করছেন। কারণ, তাঁর স্ত্রী নার্জিস খাতুন যুক্তরাজ্যের নাগরিক। তাই বাঁহাতি এই পেসারের আইপিএল খেলার ইচ্ছার পর তা আর গুঞ্জন বলে ধরে নেওয়া উপায় নেই।
আন্তর্জাতিক ক্রিকেটে দুইবার অবসর নেওয়া আমির পাকিস্তানের হয়ে সবশেষ খেলেছেন গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে। পাকিস্তান গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও ৪ ম্যাচে ৭ উইকেট নিয়ে দলের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন বাঁহাতি এই পেসার। তবে গত ডিসেম্বরেই ফের অবসরের ঘোষণা দেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ঘিরেই এখন তাঁর পুরো মনোযোগ। তাই স্বপ্ন দেখছেন আইপিএল খেলার।
পাকিস্তানের এক টিভি শো’তে আমির বলেন, ‘আগামী বছরের মধ্যে আইপিএল খেলার সুযোগ পাব আমি, যদি সুযোগ থাকে তাহলে কেন খেলব না। পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএলে নিষিদ্ধ, কিন্তু আমাদের সাবেক ক্রিকেটাররা সেখানে ধারাভাষ্যকার ও ফ্র্যাঞ্চাইজির কোচ হিসেবে কাজ করেছিলেন।’
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলির সঙ্গে ভালোই সখ্যতা রয়েছে আমিরের। কোহলির কাছ থেকে ব্যাটও উপহার পেয়েছেন তিনি। ব্যাট হাতে বিশ্ব শাসন করা কোহলি আইপিএলে শিরোপা জেতেননি একবারও। তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্রতি আসরেই ফিরতে হয়েছে হতাশা নিয়ে।
তবে আমির বেঙ্গালুরুর হয়ে খেললে শিরোপার দুঃখ ঘুচে যাবে বলে মনে করেন আহমেদ শেহজাদ। তিনি বলেন, ‘বোলিং দুর্বলতা কাটানোর জন্য বেঙ্গালুরুর আমিরের মতো বোলার প্রয়োজন। তাদের ভালো ব্যাটিং ইউনিট রয়েছে, কিন্তু তাদের সমস্যা বরাবরই সমস্যা থেকে গেছে। আমির যদি বেঙ্গালুরুর হয়ে খেলে, তাহলে তারা শিরোপা জিতবে।’

আইপিএলে পাকিস্তানি ক্রিকেটাররা কেবল একবারই সুযোগ পেয়েছে। সেটাও প্রথম আসরে। এরপর ভারতের সঙ্গে রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানিদের জন্য বন্ধ হয়ে যায় আইপিএলের দরজা। এনিয়ে আফসোস করেছেন কয়েকজন। সেই বন্ধ দরজা কবে খুলবে তা নিয়ে নিশ্চিত করে বলতে পারবেন না কেউই। তবে আগামী বছর আইপিএল খেলার ভালো সুযোগ দেখছেন মোহাম্মদ আমির।
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, আমির যুক্তরাজ্যের পাসপোর্ট হাতে পাওয়ার চেষ্টা করছেন। কারণ, তাঁর স্ত্রী নার্জিস খাতুন যুক্তরাজ্যের নাগরিক। তাই বাঁহাতি এই পেসারের আইপিএল খেলার ইচ্ছার পর তা আর গুঞ্জন বলে ধরে নেওয়া উপায় নেই।
আন্তর্জাতিক ক্রিকেটে দুইবার অবসর নেওয়া আমির পাকিস্তানের হয়ে সবশেষ খেলেছেন গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে। পাকিস্তান গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও ৪ ম্যাচে ৭ উইকেট নিয়ে দলের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন বাঁহাতি এই পেসার। তবে গত ডিসেম্বরেই ফের অবসরের ঘোষণা দেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ঘিরেই এখন তাঁর পুরো মনোযোগ। তাই স্বপ্ন দেখছেন আইপিএল খেলার।
পাকিস্তানের এক টিভি শো’তে আমির বলেন, ‘আগামী বছরের মধ্যে আইপিএল খেলার সুযোগ পাব আমি, যদি সুযোগ থাকে তাহলে কেন খেলব না। পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএলে নিষিদ্ধ, কিন্তু আমাদের সাবেক ক্রিকেটাররা সেখানে ধারাভাষ্যকার ও ফ্র্যাঞ্চাইজির কোচ হিসেবে কাজ করেছিলেন।’
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলির সঙ্গে ভালোই সখ্যতা রয়েছে আমিরের। কোহলির কাছ থেকে ব্যাটও উপহার পেয়েছেন তিনি। ব্যাট হাতে বিশ্ব শাসন করা কোহলি আইপিএলে শিরোপা জেতেননি একবারও। তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্রতি আসরেই ফিরতে হয়েছে হতাশা নিয়ে।
তবে আমির বেঙ্গালুরুর হয়ে খেললে শিরোপার দুঃখ ঘুচে যাবে বলে মনে করেন আহমেদ শেহজাদ। তিনি বলেন, ‘বোলিং দুর্বলতা কাটানোর জন্য বেঙ্গালুরুর আমিরের মতো বোলার প্রয়োজন। তাদের ভালো ব্যাটিং ইউনিট রয়েছে, কিন্তু তাদের সমস্যা বরাবরই সমস্যা থেকে গেছে। আমির যদি বেঙ্গালুরুর হয়ে খেলে, তাহলে তারা শিরোপা জিতবে।’

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৯ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৯ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১০ ঘণ্টা আগে