Ajker Patrika

আইপিএল খেলার সুযোগ দেখছেন সাবেক পাকিস্তানি পেসার

ক্রীড়া ডেস্ক    
আইপিল খেলার স্বপ্ন দেখছেন আমির। ছবি: আইসিসি
আইপিল খেলার স্বপ্ন দেখছেন আমির। ছবি: আইসিসি

আইপিএলে পাকিস্তানি ক্রিকেটাররা কেবল একবারই সুযোগ পেয়েছে। সেটাও প্রথম আসরে। এরপর ভারতের সঙ্গে রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানিদের জন্য বন্ধ হয়ে যায় আইপিএলের দরজা। এনিয়ে আফসোস করেছেন কয়েকজন। সেই বন্ধ দরজা কবে খুলবে তা নিয়ে নিশ্চিত করে বলতে পারবেন না কেউই। তবে আগামী বছর আইপিএল খেলার ভালো সুযোগ দেখছেন মোহাম্মদ আমির।

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, আমির যুক্তরাজ্যের পাসপোর্ট হাতে পাওয়ার চেষ্টা করছেন। কারণ, তাঁর স্ত্রী নার্জিস খাতুন যুক্তরাজ্যের নাগরিক। তাই বাঁহাতি এই পেসারের আইপিএল খেলার ইচ্ছার পর তা আর গুঞ্জন বলে ধরে নেওয়া উপায় নেই।

আন্তর্জাতিক ক্রিকেটে দুইবার অবসর নেওয়া আমির পাকিস্তানের হয়ে সবশেষ খেলেছেন গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে। পাকিস্তান গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও ৪ ম্যাচে ৭ উইকেট নিয়ে দলের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন বাঁহাতি এই পেসার। তবে গত ডিসেম্বরেই ফের অবসরের ঘোষণা দেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ঘিরেই এখন তাঁর পুরো মনোযোগ। তাই স্বপ্ন দেখছেন আইপিএল খেলার।

পাকিস্তানের এক টিভি শো’তে আমির বলেন, ‘আগামী বছরের মধ্যে আইপিএল খেলার সুযোগ পাব আমি, যদি সুযোগ থাকে তাহলে কেন খেলব না। পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএলে নিষিদ্ধ, কিন্তু আমাদের সাবেক ক্রিকেটাররা সেখানে ধারাভাষ্যকার ও ফ্র্যাঞ্চাইজির কোচ হিসেবে কাজ করেছিলেন।’

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলির সঙ্গে ভালোই সখ্যতা রয়েছে আমিরের। কোহলির কাছ থেকে ব্যাটও উপহার পেয়েছেন তিনি। ব্যাট হাতে বিশ্ব শাসন করা কোহলি আইপিএলে শিরোপা জেতেননি একবারও। তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্রতি আসরেই ফিরতে হয়েছে হতাশা নিয়ে।

তবে আমির বেঙ্গালুরুর হয়ে খেললে শিরোপার দুঃখ ঘুচে যাবে বলে মনে করেন আহমেদ শেহজাদ। তিনি বলেন, ‘বোলিং দুর্বলতা কাটানোর জন্য বেঙ্গালুরুর আমিরের মতো বোলার প্রয়োজন। তাদের ভালো ব্যাটিং ইউনিট রয়েছে, কিন্তু তাদের সমস্যা বরাবরই সমস্যা থেকে গেছে। আমির যদি বেঙ্গালুরুর হয়ে খেলে, তাহলে তারা শিরোপা জিতবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ কেন হচ্ছে না, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

নিউজিল্যান্ডের কাছে বাজে হারের ‘বদলা’ নেবেই পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত