ক্রীড়া ডেস্ক

মাঠের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে বেশি। যার মধ্যে পাকিস্তানে ভুল করে ভারতের জাতীয় সংগীত বাজানোর ব্যাপারটি হয়ে গেছে ‘হট টপিক’। অদ্ভুতুড়ে এই ঘটনা নিয়ে এবার কথা বলেছেন পাকিস্তানের সাবেক লেগস্পিনার দানিশ কানেরিয়া।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত ২২ ফেব্রুয়ারি মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। ম্যাচ শুরুর আগে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের সময় বেজে ওঠে ভারতের জাতীয় সংগীত ‘জনগণ মন অধিনায়ক হে’। মুহূর্তেই এটা সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায়। আলোচিত এই ঘটনা নিয়ে গতকাল ভারতের বার্তা সংস্থা আইএএনএসকে কানেরিয়া বলেন, ‘লাহোরে যে ভুল হয়েছে, আশা করি পিসিবি সেই ভুল করবে না। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে ভুল করে ভারতের সংগীত বাজানো হয়েছে। সমস্ত ধরনের বিতর্কিত জিনিস থেকে দূরে থাকতে পিসিবির কঠোর নীতি প্রণয়ন করা উচিত। ক্রিকেটে মনোযোগ দেওয়া উচিত।’
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে বিব্রতকর হারের পর চাকরি হারানোর শঙ্কায় পাকিস্তানের অন্তর্বর্তী কোচ আকিব জাভেদ। চ্যাম্পিয়নস ট্রফিতে বাজে পারফরম্যান্সের কারণে পাকিস্তানের কোচিং স্টাফ পুরোপুরি বদলে ফেলা হবে বলে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে পিসিবির এক সূত্র জানিয়েছে। কানেরিয়া তেমন কিছু না বললেও বোর্ডকে কঠোর হতে বলেছেন।
কোচ, নির্বাচক, অধিনায়ক সবাইকে জবাবদিহির আওতায় আনা পিসিবির উচিত বলে মনে করেন কানেরিয়া। পাকিস্তানের সাবেক লেগস্পিনার বলেন, ‘নির্বাচক, কোচ, অধিনায়কদের এক বছরের সময় বেঁধে দেওয়া উচিত এবং এটা বলা উচিত, আমাদের ফল চাই। যদি তারা এক বছরের মধ্যে তেমনটা না করতে পারে, তাহলে স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত। নিয়ম আরও কঠিন হওয়া প্রয়োজন। বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ আচরণে কাজ হবে না।’
আট দলের চ্যাম্পিয়নস ট্রফি এখন ছয় দলের টুর্নামেন্টে পরিণত হয়েছে। কারণ, রাওয়ালপিন্ডিতে গতকাল বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে নিউজিল্যান্ড। তাতে করে বাংলাদেশ-পাকিস্তানের বিদায় ঘণ্টা বেজে গেছে গ্রুপ পর্বেই। কানেরিয়া বলেন, ‘তারা (পাকিস্তান) টুর্নামেন্ট থেকে তো ছিটকেই গেছে। এখন টুর্নামেন্টটা কীভাবে সুন্দরমতো চালানো যায়, সেদিকে মনোযোগ দেওয়া উচিত। ভারত-নিউজিল্যান্ড দুবাইয়ে ফাইনাল খেলছে এবং পাকিস্তান সেটার আয়োজক—এটা দেখতে খুবই ভালো লাগবে।’
বিতর্কিত ঘটনা এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে একেবারে কম হয়নি। দুবাইয়ে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত ম্যাচে সম্প্রচারক চ্যানেলে আয়োজক পাকিস্তানের নাম লেখা ছিল না। পরে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসি সেই ব্যাখ্যায় ‘কারিগরি ত্রুটি’ বলে উল্লেখ করেছিল। এটার রেশ কাটতে না কাটতেই ২২ ফেব্রুয়ারি লাহোরে ভুল করে ভারতের জাতীয় সংগীত বাজানোর ঘটনা। ভীষণ ক্ষুব্ধ পাকিস্তান এই ঘটনারও ব্যাখ্যা চেয়েছে।

মাঠের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে বেশি। যার মধ্যে পাকিস্তানে ভুল করে ভারতের জাতীয় সংগীত বাজানোর ব্যাপারটি হয়ে গেছে ‘হট টপিক’। অদ্ভুতুড়ে এই ঘটনা নিয়ে এবার কথা বলেছেন পাকিস্তানের সাবেক লেগস্পিনার দানিশ কানেরিয়া।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত ২২ ফেব্রুয়ারি মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। ম্যাচ শুরুর আগে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের সময় বেজে ওঠে ভারতের জাতীয় সংগীত ‘জনগণ মন অধিনায়ক হে’। মুহূর্তেই এটা সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায়। আলোচিত এই ঘটনা নিয়ে গতকাল ভারতের বার্তা সংস্থা আইএএনএসকে কানেরিয়া বলেন, ‘লাহোরে যে ভুল হয়েছে, আশা করি পিসিবি সেই ভুল করবে না। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে ভুল করে ভারতের সংগীত বাজানো হয়েছে। সমস্ত ধরনের বিতর্কিত জিনিস থেকে দূরে থাকতে পিসিবির কঠোর নীতি প্রণয়ন করা উচিত। ক্রিকেটে মনোযোগ দেওয়া উচিত।’
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে বিব্রতকর হারের পর চাকরি হারানোর শঙ্কায় পাকিস্তানের অন্তর্বর্তী কোচ আকিব জাভেদ। চ্যাম্পিয়নস ট্রফিতে বাজে পারফরম্যান্সের কারণে পাকিস্তানের কোচিং স্টাফ পুরোপুরি বদলে ফেলা হবে বলে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে পিসিবির এক সূত্র জানিয়েছে। কানেরিয়া তেমন কিছু না বললেও বোর্ডকে কঠোর হতে বলেছেন।
কোচ, নির্বাচক, অধিনায়ক সবাইকে জবাবদিহির আওতায় আনা পিসিবির উচিত বলে মনে করেন কানেরিয়া। পাকিস্তানের সাবেক লেগস্পিনার বলেন, ‘নির্বাচক, কোচ, অধিনায়কদের এক বছরের সময় বেঁধে দেওয়া উচিত এবং এটা বলা উচিত, আমাদের ফল চাই। যদি তারা এক বছরের মধ্যে তেমনটা না করতে পারে, তাহলে স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত। নিয়ম আরও কঠিন হওয়া প্রয়োজন। বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ আচরণে কাজ হবে না।’
আট দলের চ্যাম্পিয়নস ট্রফি এখন ছয় দলের টুর্নামেন্টে পরিণত হয়েছে। কারণ, রাওয়ালপিন্ডিতে গতকাল বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে নিউজিল্যান্ড। তাতে করে বাংলাদেশ-পাকিস্তানের বিদায় ঘণ্টা বেজে গেছে গ্রুপ পর্বেই। কানেরিয়া বলেন, ‘তারা (পাকিস্তান) টুর্নামেন্ট থেকে তো ছিটকেই গেছে। এখন টুর্নামেন্টটা কীভাবে সুন্দরমতো চালানো যায়, সেদিকে মনোযোগ দেওয়া উচিত। ভারত-নিউজিল্যান্ড দুবাইয়ে ফাইনাল খেলছে এবং পাকিস্তান সেটার আয়োজক—এটা দেখতে খুবই ভালো লাগবে।’
বিতর্কিত ঘটনা এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে একেবারে কম হয়নি। দুবাইয়ে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত ম্যাচে সম্প্রচারক চ্যানেলে আয়োজক পাকিস্তানের নাম লেখা ছিল না। পরে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসি সেই ব্যাখ্যায় ‘কারিগরি ত্রুটি’ বলে উল্লেখ করেছিল। এটার রেশ কাটতে না কাটতেই ২২ ফেব্রুয়ারি লাহোরে ভুল করে ভারতের জাতীয় সংগীত বাজানোর ঘটনা। ভীষণ ক্ষুব্ধ পাকিস্তান এই ঘটনারও ব্যাখ্যা চেয়েছে।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
৭ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
৯ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১১ ঘণ্টা আগে
দেশে ফেরার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেত পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারায় বিসিবির পাশাপাশি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেন এই অলরাউন্ডার। সম্প্রতি আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এস
১১ ঘণ্টা আগে