
দীর্ঘক্ষণ ফিল্ডিংয়ের পর যে কেউ একটু জিরিয়ে নিতে চাইবেন, সেটাই স্বাভাবিক। মার্নাস লাবুশানেও চেয়েছিলেন। প্যাড পরে ব্যাটিংয়ে নামার প্রস্তুতিটাও নিয়ে রেখেছিলেন। ড্রেসিংরুমে সেই অবস্থায় চেয়ারে হেলান পা টেনে চোখ দুটো বন্ধ করেছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটার।
এই ঘটনা গতকাল শুক্রবার ওভালে ভারতের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তৃতীয় দিনের। অজিরা তখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। কিন্তু লাবুশানে বেশিক্ষণ ঘুমোতে পারেননি। ইনিংসের চতুর্থ ওভারে মোহাম্মদ সিরাজের বলে উইকেটরক্ষক শ্রীকর ভারতের গ্লাভসে বন্দী হন ওপেনার ডেভিড ওয়ার্নার। দলের রান তখন মাত্র ২।
ওয়ার্নার সাজঘরে ফেরার সময় টিভি ক্যামেরা ঘুরে যায় লাবুশানের দিকে। ওয়ান ডাউনেই যে নামবেন তিনি। ক্যামরাও হয়তো চেয়েছিল, পরের ব্যাটসম্যানের নামার দৃশ্যটা দর্শকদের দেখাতে। কিন্তু ক্যামেরায় দেখা যায় চেয়ারে ঘুমন্ত লাবুশানেকে। তবে ক্যামেরা তাক হতেই হুড়মুড় করে ওঠে বসেন তিনি। দেখায় যাচ্ছিল, অপ্রত্যাশিতভাবে জেগে উঠেছেন। ঘুমন্ত লাবুশানের এভাবে আচমকা জেগে ওঠার একটি ছোট ভিডিও ইতিমধ্যে ভাইরাল নেট দুনিয়ায়।
এবার এভাবে ঘুমিয়ে পড়ার কারণ জানিয়েছেন লাবুশানে। অজি ব্যাটার জোর দিয়ে জানিয়েছেন, ইনিংসের জন্য নিজেকে প্রস্তুত করতে একটু চোখ মুদেছিলেন তিনি। লাবুশানের ভাষায়, ‘আমার চোখ দুটিকে বিশ্রাম দিচ্ছিলাম।’
ছোট সময়ের জন্য হলেও এই বিশ্রাম কাজে এসেছে। দ্বিতীয় ইনিংসে দ্রুত দুই উইকেট হারানো অজিদের ইনিংস মেরামতটা করেন তিনি। শুরুর ধাক্কা সামলে গতকাল ৪ উইকেটে ১২৪ রানে দিন পার করে অস্ট্রেলিয়া। চতুর্থদিনে ব্যাটিংয়ে নেমে অবশ্য কোনো রান করতে পারেননি লাবুশানে। ১২৬ বলে ৪১ রানে সাজঘরে ফেরেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২০১ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে। লিড নিয়েছে ৩৭৪ রান। ব্যাটিংয়ে আছেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি (৪১) ও মিচেল স্টার্ক (১১)। অজিরা প্রথম ইনিংসে করে ৪৬৯ রান। ভারত প্রথম ইনিংসে থামে ২৯৬ রানে।

দীর্ঘক্ষণ ফিল্ডিংয়ের পর যে কেউ একটু জিরিয়ে নিতে চাইবেন, সেটাই স্বাভাবিক। মার্নাস লাবুশানেও চেয়েছিলেন। প্যাড পরে ব্যাটিংয়ে নামার প্রস্তুতিটাও নিয়ে রেখেছিলেন। ড্রেসিংরুমে সেই অবস্থায় চেয়ারে হেলান পা টেনে চোখ দুটো বন্ধ করেছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটার।
এই ঘটনা গতকাল শুক্রবার ওভালে ভারতের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তৃতীয় দিনের। অজিরা তখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। কিন্তু লাবুশানে বেশিক্ষণ ঘুমোতে পারেননি। ইনিংসের চতুর্থ ওভারে মোহাম্মদ সিরাজের বলে উইকেটরক্ষক শ্রীকর ভারতের গ্লাভসে বন্দী হন ওপেনার ডেভিড ওয়ার্নার। দলের রান তখন মাত্র ২।
ওয়ার্নার সাজঘরে ফেরার সময় টিভি ক্যামেরা ঘুরে যায় লাবুশানের দিকে। ওয়ান ডাউনেই যে নামবেন তিনি। ক্যামরাও হয়তো চেয়েছিল, পরের ব্যাটসম্যানের নামার দৃশ্যটা দর্শকদের দেখাতে। কিন্তু ক্যামেরায় দেখা যায় চেয়ারে ঘুমন্ত লাবুশানেকে। তবে ক্যামেরা তাক হতেই হুড়মুড় করে ওঠে বসেন তিনি। দেখায় যাচ্ছিল, অপ্রত্যাশিতভাবে জেগে উঠেছেন। ঘুমন্ত লাবুশানের এভাবে আচমকা জেগে ওঠার একটি ছোট ভিডিও ইতিমধ্যে ভাইরাল নেট দুনিয়ায়।
এবার এভাবে ঘুমিয়ে পড়ার কারণ জানিয়েছেন লাবুশানে। অজি ব্যাটার জোর দিয়ে জানিয়েছেন, ইনিংসের জন্য নিজেকে প্রস্তুত করতে একটু চোখ মুদেছিলেন তিনি। লাবুশানের ভাষায়, ‘আমার চোখ দুটিকে বিশ্রাম দিচ্ছিলাম।’
ছোট সময়ের জন্য হলেও এই বিশ্রাম কাজে এসেছে। দ্বিতীয় ইনিংসে দ্রুত দুই উইকেট হারানো অজিদের ইনিংস মেরামতটা করেন তিনি। শুরুর ধাক্কা সামলে গতকাল ৪ উইকেটে ১২৪ রানে দিন পার করে অস্ট্রেলিয়া। চতুর্থদিনে ব্যাটিংয়ে নেমে অবশ্য কোনো রান করতে পারেননি লাবুশানে। ১২৬ বলে ৪১ রানে সাজঘরে ফেরেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২০১ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে। লিড নিয়েছে ৩৭৪ রান। ব্যাটিংয়ে আছেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি (৪১) ও মিচেল স্টার্ক (১১)। অজিরা প্রথম ইনিংসে করে ৪৬৯ রান। ভারত প্রথম ইনিংসে থামে ২৯৬ রানে।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে