৪৬ ম্যাচের ২০২৪ বিপিএল শেষ হচ্ছে আগামীকাল। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ানস। ফাইনালের আগে আজ ট্রফি উন্মোচন করা হয় ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে।
ফাইনালের আগে দুই দলের অধিনায়ক সাধারণত ফটোসেশনে এসে থাকেন। এবারের বিপিএলে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। লিটন দাস নেতৃত্ব দিচ্ছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসকে। ফটোসেশন শুরু হওয়ার কথা ছিল সকাল ১০টায়। তবে দুই দলের অধিনায়কের কেউই আসেননি। প্রায় দেড় ঘণ্টা দেরি হওয়া ফটোসেশনে বরিশালের প্রতিনিধি হয়ে এসেছেন মেহেদী হাসান মিরাজ। ফটোসেশনে না আসতে পারায় দুঃখপ্রকাশ করেছেন তামিম। নিজের ফেসবুক পেজে বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেন, ‘বিপিএল ফাইনালের আগে ট্রফি উন্মোচনের আয়োজনের জন্য আজকে চমৎকার একটি জায়গা বেছে নিয়েছিল বিসিবি। তবে আমি সেখানে যেতে পারিনি। এজন্য দুঃখ প্রকাশ করছি বিসিবি, বিপিএল গভর্নিং কাউন্সিল ও বাংলাদেশ ক্রিকেটের সব অনুসারীর প্রতি। অধিনায়ক হিসেবে অবশ্যই আমার দায়িত্ব ছিল এরকম একটি আয়োজনে থাকা।’
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গত রাতে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল বরিশাল ও রংপুর রাইডার্স। রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বরিশাল। ফাইনালে ওঠার পর তা নিয়েই উদযাপন করতে ব্যস্ত ছিল বরিশাল। তামিমেরও ছিল ব্যস্ততা। ফটোসেশনে না আসার ব্যাখ্যায় বরিশাল অধিনায়ক বলেন, ‘তবে গত রাতেই আমরা কোয়ালিফায়ার ম্যাচ খেলেছি। ম্যাচ শেষে যাবতীয় আনুষ্ঠানিকতা সেরে হোটেলে ফিরতে আমাদের অনেক রাত হয়ে যায়। এরপর ফাইনালে ওঠার আনন্দ উদযাপন করতে দল থেকে বিশেষ আয়োজন ছিল। পাশাপাশি অধিনায়ক হিসেবে আমার বাড়তি কিছু ব্যস্ততাও ছিল। সবকিছু শেষ করতেই আমার অনেকটা দেরি হয়ে যায়। সকাল সাড়ে ৮টায় হোটেল থেকে বের হওয়া তাই সম্ভব ছিল না আমার পক্ষে।’

হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রায় দেড় ঘণ্টার সভা শেষে বিষণ্ন চেহারায় বিকেল পৌনে ৫টার দিকে সংবাদ সম্মেলনে এলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাঁর সামনে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। পেছনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
২ ঘণ্টা আগে
বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
১০ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১১ ঘণ্টা আগে