ক্রীড়া ডেস্ক

ভারত, নিউজিল্যান্ড দুই দলই আছে দারুণ ছন্দে। দুটি দলই চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে। দুবাইয়ে আজ হতে যাওয়া ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি হচ্ছে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে ভারত, নিউজিল্যান্ড দুই দলই একাদশে একটি করে পরিবর্তন এনেছে। নিউজিল্যান্ডের একাদশে আজ ডেভন কনওয়ের জায়গায় এসেছেন ড্যারিল মিচেল। একাদশে তিন পেসার ও দুই স্পিনার নিয়েছে কিউইরা। পেস আক্রমণে থাকছেন কাইল জেমিসন, ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রুর্ক। অধিনায়ক স্যান্টনারের সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন স্পিন বোলিং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। স্যান্টনার নিজেও বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার। গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্রও স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে কার্যকরী হয়ে উঠতে পারেন। ব্যাটিং লাইনআপে থাকছেন মিচেল, উইল ইয়াং, কেইন উইলিয়ামসন, টম ল্যাথামের মতো তারকারা। ল্যাথাম পরবেন উইকেটরক্ষকের গ্লাভস।
ভারত তাদের একাদশে হারশিত রানার পরিবর্তে নিয়েছে বরুণ চক্রবর্তীকে। তাদের একাদশে আজ চার স্পিনার ও দুই পেসার। বরুণের সঙ্গে স্পিন বোলিং আক্রমণে থাকছেন কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। জাদেজা, অক্ষর ব্যাটিংও করতে পারেন দারুণ। পেস আক্রমণে মোহাম্মদ শামির সঙ্গে থাকছেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ব্যাটিং লাইনআপে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে থাকছেন বিরাট কোহলি, শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুলের মতো ব্যাটাররা। কোহলি আজ খেলছেন তাঁর ক্যারিয়ারের ৩০০তম ওয়ানডে। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে খেলবেন লোকেশ রাহুল।
ভারত নিজেদের সবশেষ পাঁচ ওয়ানডের পাঁচটিতে জিতেছে। নিউজিল্যান্ডের অবস্থাও একই। আজকের ম্যাচে যেকোনো একটি দলের জয়রথ তাহলে থামছে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। পরাজিত দল শেষ চারে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।
ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, মোহাম্মদ শামি
নিউজিল্যান্ডের একাদশ
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ড্যারিল মিচেল, উইল ইয়াং, কেইন উইলিয়ামসন, রাচীন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, টম ল্যাথাম, মাইকেল ব্রেসওয়েল, কাইল জেমিসন, ম্যাট হেনরি, উইলিয়াম ও’রুর্ক

ভারত, নিউজিল্যান্ড দুই দলই আছে দারুণ ছন্দে। দুটি দলই চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে। দুবাইয়ে আজ হতে যাওয়া ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি হচ্ছে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে ভারত, নিউজিল্যান্ড দুই দলই একাদশে একটি করে পরিবর্তন এনেছে। নিউজিল্যান্ডের একাদশে আজ ডেভন কনওয়ের জায়গায় এসেছেন ড্যারিল মিচেল। একাদশে তিন পেসার ও দুই স্পিনার নিয়েছে কিউইরা। পেস আক্রমণে থাকছেন কাইল জেমিসন, ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রুর্ক। অধিনায়ক স্যান্টনারের সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন স্পিন বোলিং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। স্যান্টনার নিজেও বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার। গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্রও স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে কার্যকরী হয়ে উঠতে পারেন। ব্যাটিং লাইনআপে থাকছেন মিচেল, উইল ইয়াং, কেইন উইলিয়ামসন, টম ল্যাথামের মতো তারকারা। ল্যাথাম পরবেন উইকেটরক্ষকের গ্লাভস।
ভারত তাদের একাদশে হারশিত রানার পরিবর্তে নিয়েছে বরুণ চক্রবর্তীকে। তাদের একাদশে আজ চার স্পিনার ও দুই পেসার। বরুণের সঙ্গে স্পিন বোলিং আক্রমণে থাকছেন কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। জাদেজা, অক্ষর ব্যাটিংও করতে পারেন দারুণ। পেস আক্রমণে মোহাম্মদ শামির সঙ্গে থাকছেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ব্যাটিং লাইনআপে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে থাকছেন বিরাট কোহলি, শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুলের মতো ব্যাটাররা। কোহলি আজ খেলছেন তাঁর ক্যারিয়ারের ৩০০তম ওয়ানডে। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে খেলবেন লোকেশ রাহুল।
ভারত নিজেদের সবশেষ পাঁচ ওয়ানডের পাঁচটিতে জিতেছে। নিউজিল্যান্ডের অবস্থাও একই। আজকের ম্যাচে যেকোনো একটি দলের জয়রথ তাহলে থামছে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। পরাজিত দল শেষ চারে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।
ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, মোহাম্মদ শামি
নিউজিল্যান্ডের একাদশ
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ড্যারিল মিচেল, উইল ইয়াং, কেইন উইলিয়ামসন, রাচীন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, টম ল্যাথাম, মাইকেল ব্রেসওয়েল, কাইল জেমিসন, ম্যাট হেনরি, উইলিয়াম ও’রুর্ক

মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়ার বিষয়টি এখন শুধুই আর দুই ক্রিকেট বোর্ডের মধ্যে সীমাবদ্ধ নেই। বল গড়িয়েছে রাষ্ট্রের কোর্টে। বাংলাদেশ সরকারের অন্তত তিনজন উপদেষ্টা এ বিষয়ে গত দুই দিনে এ নিয়ে কথা বলেছেন। ক্রীড়া উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল আইসিসিকে পরিষ্কার জানিয়ে দিয়ে
৮ ঘণ্টা আগে
ঘটনার সূত্রপাত ম্যাচের ২১ মিনিটে। মনিকা চাকমাকে পেছন থেকে ফেলে দেন সাবিত্রি ত্রিপুরা। রেফারি অবশ্য ফাউলের বাঁশি বাজাননি। তবে ক্ষিপ্ত হয়ে ওঠেন মনিকা।
১১ ঘণ্টা আগে
শেষ ওভারে জয়ের জন্য ১০ রান দরকার ছিল ঢাকা ক্যাপিটালসের। জয়ের জন্য মোস্তাফিজুর রহমান ছাড়া আর কেইবা বড় ভরসা হতে পারত রংপুর রাইডার্সের। বাঁহাতি এই পেসারের আইপিএলে বাদ পড়া নিয়ে বর্তমানে উত্তাল দেশের ক্রিকেট। মাঠের বাইরের ঘটনা অবশ্য মাঠের ভেতর প্রভাব পড়তে দেননি। একইসঙ্গে নিরাশ করেননি রংপুরকে।
১১ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশ ক্রিকেটের সমর্থকেরা। সেই আলোচনা গড়িয়েছে সরকারের টেবিলেও। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
১৪ ঘণ্টা আগে