Ajker Patrika

বিশ্বকাপে ভরাডুবির পর হুঁশ ফিরেছে বিসিবির! 

বিশ্বকাপে ভরাডুবির পর হুঁশ ফিরেছে বিসিবির! 

টানা তিনটি দ্বিপক্ষীয় সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। সেই দলটিকেই দেশে ফিরতে হচ্ছে স্কটল্যান্ড-নামিবিয়ার মতো দলেরও আগে! 

প্রথম রাউন্ডের প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হেরে যায় বাংলাদেশ। এরপর ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভে জায়গা করে নিলেও এরই মধ্যে টানা তিন ম্যাচে হেরে ছিটকে পড়েছে বিশ্বকাপ থেকে। 

শারজায় শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ এবং আবুধাবিতে ইংল্যান্ডের বিপক্ষে যে ম্যাচগুলো হেরেছে বাংলাদেশ, উইকেট কোনোভাবেই মিরপুরের মতো নিচু ও মন্থর ছিল না। ঠিক এ কারণেই নাকি পেরে উঠতে পারেনি বাংলাদেশ। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার সুমন মনে করেন, ব্যাটিং ব্যর্থতাই ভুগিয়েছে দলকে। এর প্রধান কারণ মিরপুরের সেই মন্থর আর নিচু উইকেটে খেলাটা। 

হাবিবুল বলছেন, ‘ব্যাটিংটা আসলেই আমাদের ভুগিয়েছে। আমরা দুটি ম্যাচে জয়ের সুযোগ তৈরি করেছিলাম। এই টুর্নামেন্টে ব্যাটিংয়ে যে প্রত্যাশা ছিল, আমরা তার কাছাকাছি যেতে পারিনি। টি-টোয়েন্টিতে ধারাবাহিক হতে চাইলে, বড় আসরে ভালো করতে চাইলে ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। বিশেষ করে পাওয়ার প্লেতে।’ 

টপ অর্ডার ব্যর্থ হয়েছে, সঙ্গে মিডল অর্ডারের ব্যাটাররাও। শেষ দিকের ব্যাটাররা নিজেদের প্রমাণ করতে পারেননি কোনো ম্যাচেই। দলে নেই কোনো হার্ড হিটারও। এ নিয়ে হাবিবুলের ভাষ্য, ‘নিচের দিকে আমাদের পাওয়ার হিটার দরকার। অন্য দলগুলোতে এমন অনেকেই আছে, যারা ওভারে ১০ থেকে ১২ রান করে তুলতে পারে। এই জায়গায় আমাদের কিছু ঘাটতি আছে।’ 

বিশ্বকাপে ভরাডুবির পর অবশ্য হুঁশ ফিরছে বিসিবির। হাবিবুল যেমনটা বলেছেন, মন্থর উইকেটে খেলার কারণেই মূলত পাওয়ার হিটার তৈরি হচ্ছে না, ‘বিশ্বকাপ খেলতে আসার আগে অনেকগুলো টি-টোয়েন্টি ম্যাচ খেলে এসেছি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজের উইকেট নিয়ে অনেক কথা হয়েছে। এখন আমাদের ঘরোয়া টুর্নামেন্টগুলোর উইকেট ব্যাটিংবান্ধব করতে হবে। একই উইকেটে বারবার খেলার কারণে অনেক সময় আমরা ভালো উইকেট পাই না। যার জন্য আমাদের পাওয়ার হিটার তৈরি হচ্ছে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত